Entertainment Latest news Highlights: না ফেরার দেশে কিংবদন্তি

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
oscar nominated canadian actress graham green passed away

কাঁদিয়ে চলে গেলেন শিল্পী...

 ইতালীয় কিংবদন্তি ডিজাইনার জর্জিও আরমানি, যিনি স্বল্প সৌন্দর্যের ধারণাকে (minimalist elegance) কোটি কোটি ডলারের সাম্রাজ্যে রূপান্তরিত করেছিলেন, আজ না ফেরার দেশে। বয়স হয়েছিল ৯১। তাঁর ফ্যাশন হাউস জানিয়েছে, আরমানি নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

  • Sep 05, 2025 17:57 IST

    Koel Mallick: রিয়্যালিটি শোয়ে এসে কাঁধে নিলেন বিরাট দায়িত্ব, নতুন রূপে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এ আর কোন চমক?

    মহিলাকেন্দ্রীক জনপ্রিয় রিয়্যালিটি শো 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। বাংলার ঘরে ঘরে এই শো-এর জনপ্রিয়তা এখন একেবারে তুঙ্গে। অসামান্য সাফল্যের পর দর্শকের এই বিপুল চাহিদার কথা মাথায় রেখেই ১৫ সেপ্টেম্বর থেকে নতুন রূপে,নতুন সাজে আসতে চলেছে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'।  আরও বেশি মহিলাদের সুযোগ দিতে আরও বড় পরিসরে, আরও মজাদার খেলা নিয়ে আসছে এই শো। নতুনভাবে পথ চলার প্রথম দিনেই থাকছে ধামাকা। মহিলারা এই শোয়ে অংশগ্রহন করেন পায়ের নীচে মাটি শক্ত করতে। এমনই একজন মা লক্ষ্মী অনেক আশা নিতে এই শোয়ে এসেছিলেন। এখানে বিজয়ী হলে টাকা দিয়ে মেয়ের অস্ত্রোপচারের চিন্তাভাবনা করেছিলেন। মেয়ের অস্ত্রোপচারের টাকা জোগাড় করতে এলেও লক্ষ্মীলাভ হয়নি। খেলায় হেরে গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তখন তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়ান কোয়েল।



  • Sep 05, 2025 16:33 IST

    Shilpa Shetty-Raj Kundra: প্রথমবার পুজো থেকে বঞ্চিত গণপতি বাপ্পা, গণেশ চতুর্থীর পরই রাজ-শিল্পার জীবনের বড় বিপদ

    Shilpa Shetty-Raj Kundra 60 Crore Fraud Case: অশ্লীল ভিডিও বানানো এবং তা বিক্রির অভিযোগ উঠেছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। সম্প্রতি আইনি জটে জড়িয়েছেন তারকা দম্পতি। ৬০.৪৮ কোটি টাকার প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে রাজ-শিল্পার বিরুদ্ধে। মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং (EOW) অগাস্টে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেন জুহুর বাসিন্দা ব্যবসায়ী দীপক কোঠারি। ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় এবার লুকআউট নোটিশ জারি করেছে মুম্বই পুলিশ।



  • Advertisment
  • Sep 05, 2025 16:12 IST

    Dalljiet Kaur: 'শূন্যতা নিয়ে বাঁচতে হচ্ছে আমার ছেলেকে', হঠাৎ উধাও বাবা, চূড়ান্ত আফসোস অভিনেত্রীর..

    Bollywood: অভিনেতা শালিন ভানোটের প্রাক্তন স্ত্রী দলজিৎ কৌর আবারও বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। বহু বছর ধরেই নাকি, তিনি তাঁদের ছেলে জয়ডনের জীবনে অনুপস্থিত। টেলিভিশন সিরিয়াল কুলবধু-এর সেটে প্রথম আলাপের পর ২০০৯ সালে বিয়ে করেন শালিন ও দলজিৎ। ২০১৪ সালে তাঁদের ঘরে জন্ম হয় জয়ডনের। কিন্তু সন্তানের জন্মের মাত্র এক বছর পরই শালিনের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলে দলজিৎ বিবাহবিচ্ছেদের মামলা করেন। যদিও জয়ডনের হেফাজত মায়ের হাতে যায়, বাবার সঙ্গে দেখা করার অধিকার পান শালিন।



  • Sep 05, 2025 15:44 IST

    Amitabh Bachchan: পঞ্জাবে বন্যাবিধ্বস্তে প্রতিক্রিয়াহীন! লালবাগচা রাজার মণ্ডপে লক্ষ লক্ষ টাকা অনুদান দিতেই কটাক্ষ অমিতাভকে

    অমিতাভ বচ্চন সম্প্রতি মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় গণপতি মন্দির লালবাগচা রাজাকে ১১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। যদিও কিংবদন্তি অভিনেতা নিজে উপস্থিত হয়ে অনুদান দেননি। তিনি তাঁর টিমের মাধ্যমে চেক পাঠান। লালবাগচা রাজার সেক্রেটারি সুধীর সালভে চেক গ্রহণের পর পাপারাজ্জিদের সঙ্গে ছবি তোলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্ত। বিগ বি-র পদক্ষেপ একদিকে যেমন প্রশংসিত তেমনই আবার সমালোচিতও হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকের মতেই পঞ্জাবের ভয়াবহ বন্যাদুর্গতদের সাহায্যে খরচ হলে বেশি উপকার হত।



  • Advertisment
  • Sep 05, 2025 15:05 IST

    Chaiti Ghoshal: 'রবি ওঝা আমায় সাহস রাখতে শিখিয়েছেন', শিক্ষক দিবসে স্মৃতির পাতায় উঁকি চৈতির

    Teachers' Day-Chaiti Ghoshal:  কথায় বলে, গুরু যদি ভাল হন, তবে শিষ্য অনেক কিছুই শিখতে পারেন। একজন ভাল গুরু পারেন, সৎ পথের দিশা দেখাতে। জীবনের মার্গ পাল্টে দিতে পারেন। অভিনেতা অভিনেত্রীদের কাছে ইন্ডাস্ট্রির তরফে এমন গুরু পাওয়া বর্তমানে কঠিন বিষয় হলেও, একসময় একজন মানুষ ছিলেন। যিনি ফ্লোরে থাকলেই লাইটস-ক্যামেরা অ্যাকশান অন্য মাত্রা পেত। আজ শিক্ষক দিবস। আর চৈতি ঘোষাল আজ সেই মানুষটাকে নিয়ে স্মৃতিচারণ করলেন, যার দৌলতেই জীবন দেখতে শিখলেন তিনি। 



  • Sep 05, 2025 14:22 IST

    Bigg Boss: একাধিক লিফ্ট-অত্যাধুনিক সরঞ্জাম থাকা সত্ত্বেও বিদ্যুতের বিল মাত্র ৬০০! কী ভাবে সম্ভব ফাঁস করলেন তানিয়া

    গায়ক-সুরকার আমাল মালিকের সঙ্গে আড্ডায় তানিয়া তাঁর জীবনের গল্প শোনালেন। গোয়ালিওরের বাড়ি আড়ম্বর চোখে পড়ার মতো কিন্তু, খুবই  সাশ্রয়ী। তিনি গর্বের সঙ্গে জানান, একাধিক লিফট থাকা সত্ত্বেও তাঁদের বিদ্যুতের বিল মাত্র ৬০০ টাকা! শুনে চমকে গেলেও এটাই সত্যি। তবে এর নেপথ্যে রয়েছে এক বিশেষ কাহিনি। এটা কোনও রহস্য নয়, আসলে তানিয়ার বাড়িতে রয়েছে সৌরবিদ্যুৎ চালিত ব্যবস্থা। যা বিদ্যুতের খরচে অনেক সাশ্রয়ী। শুধু তাই নয় বাড়ির বাগানে চাষ হয় শাকসবজি আর দুধ আসে সরাসরি নিজেদের গোয়াল থেকে।



  • Sep 05, 2025 13:39 IST

    Shah Rukh Khan: সল্ট অ্যান্ড পেপার লুকে শাহরুখের চমক! 'কিং' সেট থেকে লুক ফাঁস, দেখুন ছবি

    Shah Rukh Khan-King Look: শাহরুখ খানের বহু প্রতিক্ষীত মুভি 'কিং'। প্রথমবার একফ্রেমে ধরা দেবেন শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা। বৃহস্পতিবার রাত থেকে এক্স হ্যান্ডেলে আচমকা ফাঁস হয়ে গিয়েছে শুটিং সেট থেকে শাহরুখের লুক। পোল্যান্ড শুটিং চলাকালীন অনলাইনে ছড়িয়ে পড়েছে সিনেমার বেশ কিছু দৃশ্য। গত দু'দিন ধরেই চলছে ছবির শুটিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি দেখেই শাহরুখ ভক্তদের উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। যে ছবি সকলের নজর কেড়েছে সেটি হল সল্ট অ্যান্ড পেপার ধূসর হেয়ারস্টাইল, সানগ্লাস এবং হাতে ট্যাটু । একটি অভিজাত দোকান থেকে বেরতে দেখা যাচ্ছে কিং খানকে। যা তাঁর চরিত্রকে ঘিরে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। 



  • Sep 05, 2025 13:10 IST

    The Bengal Files-Pallavi Joshi: 'শাহরুখের সিনেমা তো...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে পল্লবীর নিশানায় কেন কিং খান?

    নিজের ছবি প্রসঙ্গে পল্লবীর মুখে উঠে এল শাহরুখ খানের ছবির প্রসঙ্গ। অভিনেত্রী-সহ প্রযোজক ব্যখা করলেন কেন তাঁর ছবিতে হাই প্রোফাইল স্টার কাস্ট থাকে না। ব্যখা দিয়ে বলেন, 'আমি যতই শক্তিশালী একটি চরিত্র লিখি না কেন যখন আপনি তারকাদের কাস্ট করেন তখন আসলে তাঁদের ইমেজকেই কাস্ট করা হয়। ধরুণ, একজন পুলিশ ইন্সপেক্টর যে পুরো বিশ্বের বিরুদ্ধে লড়াই করছে, যদি আমি সেই চরিত্রে শাহরুখ খানকে কাস্ট করি তবে তিনি যতই নিষ্ঠার সঙ্গে অভিনয় করুন না কেন যতক্ষণ না তাঁর সিগনেচর স্টাইল যোগ করেন দর্শক তাঁকে পুরোপুরি গ্রহণ করবে না। চরিত্রের আগেও শাহরুখ খানের ইমেজটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই ওঁর সিনেমাগুলি ইমেজ নির্ভর আর আমাদের চরিত্র ভিত্তিক'।



  • Sep 05, 2025 12:52 IST

    The Bengal Files: 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বিতর্কের দাবানল, শাসকদলের হুমকির মুখে রাষ্ট্রপতির দ্বারস্থ পল্লবী

    দ্যা বেঙ্গল ফাইলস নিয়ে আলোচনা তুঙ্গে। এই এমন একটি ছবি নোয়াখালি এবং তৎকালীন বাংলার গল্প বলেছে বলেই দাবি করেছেন পরিচালক বিবেক এবং প্রযোজক পল্লবী যোশী। এই ছবি বাংলায় রিলিজ করেনি। এবং, বারবার এই ছবি নিয়ে বাংলার নানা এলাকায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবং কলকাতা হাইকোর্টে নানা মামলা পর্যন্ত করা হয়েছে। আজকে এই ছবি ভারতের অন্যত্র মুক্তি পেলেও বাংলায় পায়নি।



  • Sep 05, 2025 12:25 IST

    Anupam Kher-The Bengal Files: 'দয়া করে সকলে...', 'দ্য বেঙ্গল ফাইলস' মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় কী বার্তা অনুপমের?

    শুক্রবার বড় পর্দায় মুক্তি পেল বহু বিতর্কিত ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। ছবির মুক্তি উপলক্ষে প্রবীণ অভিনেতা অনুপম খের পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অভিনেত্রী-প্রযোজক পল্লবী জোশী সহ ছবির কলাকুশলীদের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, 'সাম্প্রতিক সময়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি। পুরো টিমের জন্য আমার তরফ থেকে রইল অভিনন্দন এবং শুভকামনা। অনুরোধ করব সবাই যেন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেন।' 



  • Sep 05, 2025 11:59 IST

    Urfi Javed Health: লিপ ফিলার সরিয়ে স্বাভাবিক হতেই..., অসুস্থতার খবর জানিয়ে কেন দুঃপ্রকাশ উরফির?

    এই মুহূর্তে অসুস্থ সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। ইনস্টা হ্যান্ডেলে নিজেই সেই খবর শেয়ার করেছেন। থার্মোমিটারের ছবি শেয়ার করে দেখিয়েছেন ১০২ ডিগ্রি জ্বরে কাবু। সেই সঙ্গে আবার ঋতুস্রাব। এ যেন গোদের উপর বিষফোঁড়া। উরফিও মজা করে লিখেছেন, 'জ্বর আর ঋতুস্রাব কী সাঙ্ঘাতিক কম্বিনেশন।'



  • Sep 05, 2025 11:30 IST

    Dibyendu Bhattacharya-The Bengal Files:'দ্য বেঙ্গল ফাইলস'-এ 'সেক্রেড গেমস' খ্যাত দিব্যেন্দু, ক্যামিও চরিত্রে রাজি হওয়ার কী কারণ?

    রকেট বয়েজ এবং সেক্রেড গেমস-এ দিব্যেন্দুর দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিতে রাজেন্দ্র লাল রায়চৌধুরীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। জুম-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'বিবেক আর আমি বহুদিন পরস্পরের পরিচিত। আমরা একসঙ্গে 'গোল' ছবিতেও কাজ করেছি। তাই যখন উনি এই চরিত্রের প্রস্তাব দিলেন আমি তৎক্ষণাৎ রাজি হয়ে যাই। দীর্ঘদিনের বন্ধুত্বের কারণেই এই প্রস্তাব আমি ফেরাতে পারিনি। ভিন্নস্বাদের চরিত্রে কাজ করতে ভালোবাসি। তাই ক্যামিও হলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।' 



  • Sep 05, 2025 11:04 IST

    Arjun Bijlani: লক্ষ লক্ষ টাকার প্রতারণা! 'সর্বস্ব হারিয়েও', চরম সত্যি সামনে আনলেন অভিনেতা

    ‘মিলে জব হাম তুম’ এবং ‘পরদেশ মে মিলা কোই আপনা’ মতো জনপ্রিয় টিভি শোতে অভিনয় করে অর্জুন বিজলানি নিজের জন্য বিশেষ পরিচিতি তৈরি করেছেন। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। মাত্র ১৯ বছর বয়সে বাবাকে হারানোর পর তিনি পরিবার সহ প্রবল আর্থিক সংকটে পড়েছিলেন।



  • Sep 05, 2025 10:16 IST

    Giorgio Armani: চলে গেলেন কিংবদন্তি আরমানি

    বিশ্ব ফ্যাশন জগতের অন্যতম সেরা নাম আরমানি সম্প্রতি ২০২৫ সালের জুনে বসন্ত-গ্রীষ্ম ২০২৬ পুরুষদের পোশাকের প্রিভিউ মিস করেছিলেন, কারণ তিনি একটি অজ্ঞাত অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠছিলেন। মিলান ফ্যাশন উইকের চলতি আসরে তাঁর ৫০ বছরের ফ্যাশন হাউসের যাত্রা উদযাপনের একটি বিশাল আয়োজন করার পরিকল্পনা ছিল।



Entertainment News Entertainment News Today