/indian-express-bangla/media/media_files/2025/04/11/lFZEO94iXUGZNiXayZtM.jpg)
গুরুতর আহত তারক মেহতা খ্যাত জনপ্রিয় অভিনেতা।
Entertainment News updates: হিন্দি কমেডি শোয়ের মধ্যে অন্যতম জনপ্রিয় 'তারক মেহতা কা উলটা চশমা'। এই ধারাবাহিকে টাপ্পুর চরিত্রে অভিনয় করে দর্শকের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন রাজ আন্দাকাত। এই মুহূর্তে টাপ্পুর পরিবর্তে এসেছে অন্য মুখ। United State of Gujarat-এ অভিনয় করছেন তারক মেহতার টাপ্পু। সম্প্রতি ক্যামেরার পিছনের কিছু দৃশ্য নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাগ করে নিয়েছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন রাজ। মাথা, হাতে আঘাত তো পেয়েইছেন। বাদ যায়নি চোখও। ১০ এপ্রিল শুক্রবার রাজের চেহারার এই মারাত্মক অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা।
আজ সারাদিন টলিপাড়ার বুকে কী কী ঘটল? বলিউডে কী কী হল সারাদিন? দেখে নিন একনজরে...
- Apr 11, 2025 18:12 IST
বাবার পয়সায় নয়, শর্মিলা চালাতেন সংসার?
সোহা, যিনি সবসময় তাঁর মায়ের পদাঙ্ক অনুসরণ করে চলেন, তাঁকেই রোল মডেল হিসেবে দেখেন, মায়ের প্রসঙ্গেই এমন এক কথা বলে ফেলেছেন, যেটি সমাজের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তাঁর বাবা মনসুর আলী খান পতৌদির ক্রিকেট চর্চা লেগেই থাকে। ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনি নানা মাইলস্টোন অর্জন করেছেন। কিন্তু, সোহার কথায় তাঁদের সংসার খরচ চলত মায়ের পয়সায়!
- Apr 11, 2025 15:09 IST
Entertainment Live Update: মারণরোগ ধরেছিল শর্মিলাকে, তারপর....
২০২৩ সালে শর্মিলা ঠাকুর যখন প্রথম ক্যান্সারের সঙ্গে লড়াই করার কথা প্রকাশ করেছিলেন, তখন তিনি তার ভক্তদের অবাক করে দিয়েছিলেন। এখন, তার মেয়ে সোহা আলি খান, তার মায়ের স্বাস্থ্যের উদ্বেগ সম্পর্কে মুখ খুলেছেন এবং বলেছেন যে শর্মিলার ক্যান্সার খুব তাড়াতাড়ি ধরা পড়েছিল এবং তাকে কোনও কেমোথেরাপি নিতে হয়নি। এর আগে, শর্মিলা শেয়ার করেছিলেন যে তিনি রকি অউর রানি কি প্রেম কাহানি ছবি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। কারণ তিনি তখন ক্যানসার প্রসঙ্গে জানতে পেরেছিলেন। এবং যেহেতু সেসময় করোনা মহামারী চলছে, তিনি তার স্বাস্থ্যের ঝুঁকি নিতে চাননি।
- Apr 11, 2025 12:59 IST
Entertainment Live Update: তৃতীয় বিয়ের বন্ধন থেকে আইনিভাবে মুক্ত শ্রাবন্তী, খবরে সিলমোহর রোশন সিংয়ের
৮ এপ্রিল আইনিভাবে বিবাহবন্ধন থেকে মুক্ত হলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী। এরপ্রকার চুপিসারেই ডিভোর্স হয়ে গেল রোশন-শ্রাবন্তীর। আইনি বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী।
- Apr 11, 2025 12:34 IST
Entertainment Live Update: ক্যানসারের মতো মারণরোগের অস্ত্রোপচারের আগে..., তাহিরার মনের জোর বাড়াতে কী উদ্যোগ চিকিৎসকদের?
ক্যানসারকে জয় করে আরও একবার সুস্থ জীবনে ফেরার অদম্য মনের জোরকে কুর্নিশ জানিয়েছেন প্রিয়জনেরা। অস্ত্রোপচারের আগের মুহূর্তে চিকিৎসকরা তাঁর মনের জোর বাড়াতে কী করেছিলেন এবার সেই ঘটনাও সকলের সঙ্গে ভাগ করে নিলেন আয়ুষ্মান পত্নী। অস্ত্রোপচারের আগে চিকিৎসকরা কী ভাবে গান শুনিয়ে মনের উদ্বেগ কমানোর চেষ্টা করেছিলেন সেই কথা শেয়ার করলেন তাহিরা কাশ্যপ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us