Entertainment news Highlights: বিচ্ছেদের পোস্ট লিখেছিলেন, ফের ডিলিট করলেন, কী জানিয়েছিলেন সুদীপ?

Entertainment Tollywood news - আজ সারাদিন কী কী হচ্ছে টলিউডে? বলিউডে-ই বা কী জাতীয় কাণ্ড হচ্ছে? টলিউড, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই।

Entertainment Tollywood news - আজ সারাদিন কী কী হচ্ছে টলিউডে? বলিউডে-ই বা কী জাতীয় কাণ্ড হচ্ছে? টলিউড, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
পৃথাকে জন্মদিনে আদুরে শুভেচ্ছা সুদীপের

Sudip and preetha Divorce: কী এমন লিখছিলেন তিনি এই পোস্টে?

Entertainment News Highlights: জয়জয়কার হল বাংলার। সঙ্গীতের মঞ্চে সেরা কিছু ঘটেছে গতকাল। ইন্ডীয়ান আইডলের মঞ্চে এবার বিজয়ী মানসী ঘোষ। কলকাতা কন্যের অভূতপূর্ব সাফল্যে মুগ্ধ আপামর বাঙালি।  তিনি ছিনিয়ে নিয়ে এসেছেন জ্য। নানা প্রতিকুলতাকে ভেদ করে এই ট্রফি এখন মানসীর। জয়ের কিছুক্ষণ পরেই মানসী তার যাত্রা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্ক্রিনের সাথে কথা বলেন। তিনি আরও জানান যে তিনি তার প্রথম বলিউড গান রেকর্ড করেছেন।

Advertisment

একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে ভিড়ের মাঝে টিমের সদস্যদের সঙ্গে হাঁটছেন কার্তিক ও শ্রীলীলা, আচমকা এক ভক্ত শ্রীলীলার হাত ধরে টান মারেন। বিষয়টা কার্তিকের নজর এড়িয়ে যায়।

শাহরুখ ভাগনানি পরিবারের কাছ থেকে ফ্ল্যাটগুলি ভাড়া নিচ্ছেন। ডুপ্লেক্সগুলি পূজা কাসা ভবনে অবস্থিত। একটি প্রতিবেদন অনুসারে, ভবনটি জ্যাকি ভাগনানি, তার বোন দীপশিখা দেশমুখ এবং তাদের বাবা এবং প্রযোজক বাশু ভাগনানির মালিকানাধীন। ভবনটির নামকরণ করা হয়েছে বাশুর স্ত্রী পূজা ভাগনানির নামে।

কঠিন সময়ের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তাহিরা কাশ্যপ। সুস্থ জীবনযাপনই করছিলেন। সাত বছর পর ফের শরীরে বাসা বেঁধেছে মারণরোগ ক্যানসার। World Health Day-তে সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই বার্তা দিয়েছেন বলিউডের ভিকি ডোনার ওরফে আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ।

Advertisment

বিয়ে কবে থেকে প্রাঙ্কের বিষয় হল? বিয়ের মতো সম্পর্ক নিয়েও মশকরা এবং রসিকতা করা যায়? বিয়ের মতো পবিত্র বন্ধনকে নিয়ে এভাবে ছেলে খেলা করা যায়? প্রশ্ন উঠছে অনেক। টলিপাড়ার এক অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী পৃথা চক্রবর্তী, বিবাহ বিচ্ছেদ নিয়ে যা কান্ড কীর্তি শুরু করেছেন, তাতে এই প্রজন্মের অনেকেরই বিয়ের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। এমনি বর্তমান প্রজন্মের মধ্যে, বিবাহ নামক বিষয়টির উপর আস্থা এবং ভরসা খুব কম। সেখানে বিবাহ বিচ্ছেদে নেপথ্যে যদি এই ধরনের কান্ড কীর্তি লুকিয়ে থাকে, তাহলে সত্যিই অবাক হতে হয়।   

  • Apr 07, 2025 20:48 IST

    পৃথার সঙ্গে বিয়ে নাকি ছেলেখেলা? এবার বিচ্ছেদের পোস্ট সুদীপের!

    কী লিখেছিলেন তিনি সেই পোস্টে? সেখানে লেখা ছিল, "এবং এই ঘটনা সত্যি যে আমি এবং পৃথা আলাদা পথে হাঁটছি। কিন্তু সমস্ত বিষয়টাই খুব ব্যক্তিগত। আমি কোনদিন চাইনি যে আমাদের ব্যক্তিগত বিষয়টা সমাজ মাধ্যমে উঠুক। তাই আমি এটিকে রাখঢাক করার চেষ্টা করছিলাম। কিন্তু কিছু মানুষ, পৃথাকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। ও আমার সন্তানদের মা।" 



  • Apr 07, 2025 19:46 IST

    মন্নত ছেড়ে অন্যত্র শাহরুখ

    কিং খান তার ম্যানেজার পূজা দাদলানি এবং মেয়ে সুহানা খানের সাথে তার নতুন বাড়িতে প্রবেশ করেনক। শাহরুখ প্রায় দু বছর নতুন বাসস্থানে থাকবেন কারণ মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ডে তাদের আইকনিক বাংলো ব্যাপক সংস্কার করা চলছে। যেহেতু শাহরুখ ভাগনানি পরিবারের কাছ থেকে অ্যাপার্টমেন্টগুলি ভাড়া নিয়েছেন, তাই তারাও তার প্রতিবেশী হবেন, কারণ পুরো ভবনটি তাদের মালিকানাধীন এবং তারাও সেখানে থাকেন। জ্যাকি ভাগনানি, তার স্ত্রী এবং অভিনেতা রাকুল প্রীত সিং, বাসু ভাগনানি এবং পূজা ভাগনানি একই ভবনে থাকেন এবং তাঁর প্রতিবেশী হবেন।



  • Apr 07, 2025 19:21 IST

    'ইন্ডাস্ট্রি নেশার কবলে চলে যাচ্ছে'

    ইন্ডাস্ট্রির স্বেচ্ছাচারিতা নিয়ে কলম ধরেছেন অভিনেতা। তিনি কখনই কোনও অন্যায়ের সঙ্গে আপোস করেন না। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিবাদের সাক্ষী সাধারণ মানুষ। এবারেও তার ব্যতিক্রম হল না। রূপোলি দুনিয়ার চাকচিক্য কিছু অভিনেতা-অভিনেত্রীদের জীবনকে নেশাগ্রস্থ করে তুলছে সেই বিষয়টাই স্পষ্ট হয়ে উঠেছে তাঁর লেখনিতে। শিল্পীদের নেশাতুর হওয়ার প্রবণতা যে নতুন নয় সেটাও তাঁর লেখায় স্পষ্ট। সিনিয়ার স্টার ভাস্বর বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'কি বলব জানিনা তবে এটুকু বলতে পারি ইন্ডাস্ট্রি-কে তো রোজ খুব কাছ থেকে দেখছি। নেশার কবলে চলে যাচ্ছে।' অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা ক্ষোভ উগরে দিয়ে লিখছেন, 'পাওয়ার ট্রিপ, যার দরুণ একটা মানুষের জীবন শেষ।'



  • Apr 07, 2025 16:20 IST

    ফের ক্যানসার আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ

    সাত বছর পর ফের শরীরে বাসা বেঁধেছে মারণরোগ ক্যানসার। World Health Day-তে সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই বার্তা দিয়েছেন বলিউডের ভিকি ডোনার ওরফে আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। 



  • Apr 07, 2025 14:37 IST

    প্রকৃতির সাংঘাতিক দাপটে নাজেহাল ভারতীয় অভিনেত্রী

    দারুণ ঠান্ডা এবং বরফ জলে দিশা প্রায় মরে যাচ্ছিলেন। কিন্তু, জ্যাকি তাঁকে বাঁচিয়েছেন। বললেন, "আইসল্যান্ড! -২০° সেলসিয়াস তাপমাত্রা, ঝোড়ো হাওয়া, তারপর ৪ ঘণ্টা ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকত হলো। তুমি দারুণ স্ট্রং ছিলে। আর আমি ভাবছিলাম  যে অতিরিক্ত ঠান্ডায় যন্ত্রণায় মরে না যাই। কিন্তু, অদ্ভুত! জ্যাকি চ্যানের সঙ্গে শুটিং এক্সপেরিয়েন্স এর জন্য আমি করে গেলাম।"



  • Apr 07, 2025 13:03 IST

    মদ্যাপ অবস্থায় পরিচালকের গাড়ির বলি ১, মুখ খুললেন অভিনেতা স্যান্ডি সাহা

     চলতি সপ্তাহে ভিডিও বউমা ধারাবাহিকের টিআরপি ভাল ছিল। সাকসেস সেলিব্রেট করতেই দক্ষিণ কলকাতার একটি শপিং মলে এই ধারাবাহিকের কলাকুশলী ও অন্যরা পার্টি করছিলেন। সেখান থেকে সকলে পৌঁছেছিলেন আরিয়ানের বাড়িতে। পরদিন সকালে পরিচালকের গাড়ির বেপরোয়া গতির বলি হন এক সাধারণ মানুষ। সেদিন ঠিক কী ঘটেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকেজানালেন স্যান্ডি সাহা।



  • Apr 07, 2025 11:51 IST

    ভিড়ের মাঝে শ্রীলীলার হাত ধরে টান

    ভিড়ের মাঝে টিমের সদস্যদের সঙ্গে হাঁটছেন কার্তিক ও শ্রীলীলা, আচমকা এক ভক্ত শ্রীলীলার হাত ধরে টান মারেন। বিষয়টা কার্তিকের নজর এড়িয়ে যায়। কিন্তু, দেহরক্ষী সঙ্গে সঙ্গে ওই অনুরাগের হাত থেকে শ্রীলীলাকে বাঁচিয়েছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কী বলছেন নেটিজেনরা?



  • Apr 07, 2025 10:16 IST

    কলকাতা কন্যের অভূতপূর্ব সাফল্যে মুগ্ধ আপামর বাঙালি

    জয়জয়কার হল বাংলার। সঙ্গীতের মঞ্চে সেরা কিছু ঘটেছে গতকাল। ইন্ডীয়ান আইডলের মঞ্চে এবার বিজয়ী মানসী ঘোষ। কলকাতা কন্যের অভূতপূর্ব সাফল্যে মুগ্ধ আপামর বাঙালি।  তিনি ছিনিয়ে নিয়ে এসেছেন জয়। নানা প্রতিকুলতাকে ভেদ করে এই ট্রফি এখন মানসীর... 



tollywood tollywood news Entertainment News entertainment Entertainment News Today