/indian-express-bangla/media/media_files/2025/08/19/gopal-2025-08-19-10-24-24.jpg)
Gopal Chandra Mukherjee: গোপালচন্দ্র মুখার্জি।
The bengal files-Vivek Agnihotri: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বহু বিতর্কিত ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। ট্রেলার মুক্তির পরই এই ছবি ঘিরে তৈরি হয় বিতর্ক। স্বাধীনতা সংগ্রামী গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ওরফে 'গোপাল পাঁঠা'-র ইমেজ নষ্টের অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর নাতি। লাগাতার চলতে থাকা বিতর্ক থেকে সোমবার স্বস্তি পেলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিচারপতি অমৃতা সিনহা এই মামলা খারিজ করে দেন। তথ্যের অধিকার আইনের ভিত্তিতে করা এই মামলাটি খারিজ করে দেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই ধরনের আবেদন কখনই এই আদালতের আওতায় পড়ে না। মামলাকারী প্রয়োজনে সংশ্লিষ্ট ফোরামে আবেদন করতে পারেন।
- Sep 09, 2025 16:46 IST
Saba Azad: 'প্রেম ভাঙলেও সম্পর্ক আজও', প্রাক্তনের সঙ্গেই বুড়ো হতে চান হৃতিকের প্রেমিকা সাবা?
কিন্তু সাবা-ইমাদ একে অপরকে জীবনের পথে সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এই সমীকরণ অনেকটা হৃতিক ও তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানের বর্তমান সম্পর্কের মতো। হলিউড রিপোর্টার ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবা বলেন, “আমি যতজনকে চিনি, ইমাদ তাদের মধ্যে সবচেয়ে ভদ্র আর শান্ত স্বভাবের মানুষ। আমি নিজে খুব আত্মবিশ্বাসী। আর ও আমাকে ভারসাম্য এনে দিত। প্রত্যেকের জীবনে এমন একজনকে দরকার যে প্রশান্তির শক্তি হয়ে পাশে থাকে।"
- Sep 09, 2025 15:33 IST
Tanishaa Mukerji Tragic Life: মাত্র ১ বছর বয়সে মা-বাবার বিচ্ছেদ, শৈশবের স্মৃতিচারণায় তনুজা কন্যা তানিশা
জন্মের একবছর পরই মা-বাবার বিচ্ছেদের সাক্ষী তানিশা। মেয়ের বয়স যখন এক বছর তখনই বর্ষীয়ান অভিনেত্রী তনুজা ও পরিচালক শোমু মুখোপাধ্যায় আলাদা থাকা শুরু করেন। সেই প্রসঙ্গে তানিশার সংযোজন, 'আমার যখন এক বছর বয়স তখনই ওঁরা আলাদা থাকতে শুরু করেন। আমি সবসময় মায়ের সঙ্গে থেকেছি। তবে এখন বাবার পরিবারের দিকটা উপভোগ করার সুযোগ পাচ্ছি।'
- Sep 09, 2025 14:22 IST
Divya Khosla Kumar: বস্তিতে থেকে মাথা ভর্তি উকুন! প্রযোজকের স্ত্রী-অভিনেত্রীর কেন এমন দুর্দশা?
ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার ইউটিউব চ্যানেলে হাজির হয়ে দিব্যা খোসলা কুমার বস্তিতে দিন কাটানোর অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, 'এক চতুর নার' ছবিতে আমি একজন বস্তির মহিলার চরিত্রে অভিনয় করছি। তাই আমাকে সত্যিই বস্তিতে গিয়ে থাকতে হয়েছে। এটা ভীষণ কঠিন ছিল। আমার চরিত্র একেবারেই আমার মতো নয়। ঠিক জানে কাকে পেছন থেকে আঘাত করতে হবে।' হর্ষ বলেন, সমাজের এই বৈষম্য তাঁকে কষ্ট দেয়। দিব্যারও একই অনুভূতি হয়েছিল কিনা জানতে চান। জবাবে দিব্যা বলেন, 'আমি উপলব্ধি করেছি ওখানকার মানুষ অনেক বেশি তৃপ্ত ও খুশি। তাঁরা নিরুদ্বেগ। কারণ ওঁদের কোনও উচ্চাকাঙ্ক্ষা নেই। ওঁরা আমায় চায়ের জন্য বাড়িতে আমন্ত্রণ জানাতেন। এটা বলা উচিত নয় তবুও বলছি, মহিলারা একে অপরের মাথা থেকে উকুন বাছছিলেন। আমারও উকুন হয়েছিল। জায়গাটা ভীষণ নোংরা, খোলা নর্দমা ছিল।'
- Sep 09, 2025 14:01 IST
Road Accident: মর্মান্তিক! পথ দুর্ঘটনায় হাসপাতালে শুটিং ফ্লোরের সদস্যরা, আশঙ্কাজনক ২
সেই মানুষটাই যে এমন গুরুতর বিপদের সম্মুখীন হবেন, যেন আশাই করা যায় না। শুটিং-এ যাওয়ার পথেই তিনি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে। এক পথ দুর্ঘটনায় কোনওমতে প্রাণে বেঁচেছেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁর হাত কেটে ফেলতে হবে। গতকাল বিকেলবেলা, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল সুত্রে খবর তাঁর বাঁহাত কেটে ফেলা হয়েছে। চিকিৎসক মারফত জানা গিয়েছে, তাঁর একটি পা-ও নাকি বেশ ঝুঁকির মধ্যেই রয়েছে।
- Sep 09, 2025 13:19 IST
Kajal Aggarwal Death News: সড়ক দুর্ঘটনায় প্রয়াত কাজল! খবর ছড়াতেই আচমকা...
Kajal Aggarwal: রূপোলি দুনিয়ার সেলিব্রিটিদের নিয়ে প্রায়ই ছড়িয়ে পড়ে নানা গুজব। কখনও বেবি বাম্প উঁকি মারার গুঞ্জন তো কখনও আবার প্রেম-বিচ্ছেদ এমনকী জীবন্ত মানুষের মৃত্যুর খবর ঘিরেও তৈরি হয় উত্তেজনা। সম্প্রতি ঠিক এমন এক অভিজ্ঞতার সাক্ষী থাকলেন দক্ষিণী সুন্দরী কাজল আগরওয়াল। সোশ্যাল মিডিয়ায় আচমকা ছড়িয়ে পড়ে মৃত্যুর খবর। পথ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন কাজল, এমন খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। গুজবের মাঝেই বেঁচে থাকার প্রমাণ দিলেন অভিনেত্রী কাজল আগরওয়াল। প্রমাণ করে দিলেন তাঁর নামে মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন।
- Sep 09, 2025 12:59 IST
মারণরোগ বাসা বাঁধে কাছের মানুষের শরীরে, যেভাবে সব শেষ হয়ে গেল অভিনেত্রীর জীবনে..
অনেকে মনে করেন শোবিজে প্রবেশ করাটাই সবচেয়ে কঠিন, কিন্তু সত্যিকারের চ্যালেঞ্জ শুরু হয় সেখানে টিকে থাকার লড়াই থেকে। বিশেষত নারীদের জন্য, যাদেরকে শুধু নারী বিদ্বেষ ও লিঙ্গ বৈষম্যের সঙ্গেই নয়, বয়সের সীমাবদ্ধতার সাথেও লড়াই করতে হয়। অনেক সময়ই তাদের সীমিত ভূমিকায় ঠেলে দেওয়া হয়। এরই মধ্যে ব্যক্তিগত জীবনের সমস্যাও যুক্ত হলে লড়াইটা আরও কঠিন হয়ে ওঠে। দক্ষিণী অভিনেত্রী সাদার জীবনকথা তারই প্রমাণ। একসময় তিনি ছিলেন তেলুগু, তামিল ও কন্নড় ছবির অন্যতম জনপ্রিয় মুখ। কিন্তু গত দশকে তার ক্যারিয়ারে ভাটা সবকিছু যেন পাল্টে দিল। শেষ সাত বছরে মাত্র তিনটি ছবিতে কাজ করেছেন।
- Sep 09, 2025 12:21 IST
Tanishaa Mukerji Breakup: 'উদয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় আমি খুব...', বিচ্ছেদ যন্ত্রণা নিয়ে মুখ খুললেন বাঙালি অভিনেত্রী
Tanishaa Mukerji: সম্প্রতি এক সাক্ষাৎকারে তনিশা মুখোপাধ্যায় প্রাক্তনদের নিয়ে মুখ খুলেছেন। আরমান কোহলির সঙ্গে বিচ্ছেদের কথা স্বীকার করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন উদয় চোপড়ার সঙ্গে বিচ্ছেদ ছিল অনেক বেশি কষ্টকর। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তানিশা বলেন, 'আরমানের সঙ্গে বিচ্ছেদটা খুব বড় হার্টব্রেক ছিল না। হয়তো বাহ্যিক পরিস্থিতি থেকে মানুষ ভেবেছিল। কারণ মিডিয়ায় বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। কিন্তু ব্যক্তিগতভাবে এটা আমার কাছে হার্টব্রেক ছিল না।' 'নীল এন নিকি' ছবির সহ-অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে বিচ্ছেদ তানিশার জীবনে ছিল এক বিরাট ধাক্কা। তিনি বলেন, 'আমি অনেক বেশি ভেঙে পড়েছিলাম যখন উদয়ের সঙ্গে আমার বিচ্ছেদ হয়। কারণ আমরা খুব ভাল বন্ধু ছিলাম। আমরা বহুদিন ধরে একে অপরকে চিনতাম।'
- Sep 09, 2025 12:01 IST
The Bengal Files: পশ্চিমবঙ্গে অঘোষিতভাবে ব্রাত্য 'দ্য বেঙ্গল ফাইলস', বাংলার হলমালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি FWICE-র
সরকারিভাবে নিষিদ্ধ না হলেও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহের মালিকরা পারস্পরিক সিদ্ধান্তে এই ছবি না দেখানোর সিদ্ধান্তে অনড়। এইরকম পরিস্থিতিতে সরব হয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। সংগঠনটির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, 'যে ছবি ইতিমধ্যেই সেন্সর বোর্ডের (CBFC) ছাড়পত্র পেয়েছে সেটি যদি অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয় তা অত্যন্ত উদ্বেগজনক। এটি সরাসরি আইনের পরিপন্থী এবং মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের ওপর আঘাত।' ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহের মালিকরা নিজেদের সিদ্ধান্তে ছবি প্রদর্শন না করা অত্যন্ত অন্যায়। একজন শিল্পের সৃজনশীলতাকে অসম্মান করা। একইসঙ্গে সাধারণ দর্শকদের গণতান্ত্রিক অধিকারকেও খর্ব করা হচ্ছে। মানুষ নিজের ইচ্ছেমতো কী দেখবেন সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।'
- Sep 09, 2025 11:25 IST
The Bengal Files Day 4: সোমে আদালতে স্বস্তি পেলেও বক্স অফিসে বিরাট ধাক্কা বিবেকের, চতুর্থদিনে কত আয় 'দ্য বেঙ্গল ফাইলস'-এর?
শনি- রবিতেও আশানুরূপ ফল হয়নি বিবেকের 'দ্য বেঙ্গল ফাইলস'-এর। চতুর্থদিন অর্থাৎ সোমে কেমন আয় হল? এই দিন কোটির গণ্ডির পার করতে পারেনি। দ্য বেঙ্গল ফাইলস-এর ঝুলিতে এসেছে মাত্র ৯৫ লাখ। প্রথম তিনদিন দু-এক কোটির ব্যবসা করে মন্দের ভাল ফল করলেও সবচেয়ে বড় ধাক্কাটা আসে সোমবার।
- Sep 09, 2025 10:56 IST
Bengali Serial Dadamoni: 'দাদামণি'-তে তোলপাড় করা তিন দিন, ২১ দিনের চ্যালেঞ্জ! সোমকে স্বামীর মর্যদা দেবে পার্বতী?
এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দাদামণি। গল্পে এসেছে নতুন মোড়। ভাই-বোনের গল্পের পাশাপাশি এখন স্বামী-স্ত্রীর সম্পর্ক এই মেগার অন্যতম আকর্ষণ। ভোটে জিতে পার্বতীকে ঘরে ফিরিয়ে আনল সোম। তবুও সংসার করতে নারাজ পার্বতী। তিনদিন দাদামণিতে তোলপাড় করা প্রতিটি পর্ব। এই মেগার দর্শকের মনেও তুমুল উত্তেজনা। শেষ পর্যন্ত সোম-পার্বতীর দাম্পত্য কোন দিকে মোড় নেয় তা জানতে আধীর আগ্রহে অপেক্ষারত দর্শক।
- Sep 09, 2025 10:32 IST
DEVI CHOWDHURANI: রংমিলান্তি পোশাকে শহর ঘুরে দেবী চৌধুরানীর প্রচার, 'জয় ভৈরবী যাত্রা'-য় ঘোড়সওয়ার প্রসেনজিৎ-শ্রাবন্তী
আজকাল বাংলা সিনেমার প্রচারে দেখা যায় নিত্য নতুন চমক। এবার সেই তালিকার নয়া সংযোজন পরিচালক শুভ্রজিৎ মিত্রর পুজোর ছবি 'দেবী চৌধুরানী'। প্রসেনজিৎ থেকে শ্রাবন্তী, বিবৃতি টু দর্শনা সহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন 'দেবী চৌধুরানী'-র প্রমোশন। ইতিহাসের পাতা থেকে তৈরি আসন্ন বাংলা ছবির জমকালো প্রচারের সাক্ষী থাকল রবিবারের শহর কলকাতা। রংমিলান্তি পোশাকে টিম দেবী চৌধুরানী। উজ্জ্বল লাল বর্ণের রংমিলান্তি পোশাকে 'জয় ভৈরবী যাত্রা'-য় অংশ নিয়েছিলেন প্রত্যেকে। লাল শাড়িতে শ্রাবন্তী-দর্শনা-বিবৃতিদের পাশে প্রসেনজিৎ-শুভ্রজিৎরাও জাস্ট ফাটাফাটি। দেবী দুর্গার আগমনের অপেক্ষায় চারিদিকে সাজসাজ রব। আর সেই উৎসবের আমেজ উসকে উত্তর কলকাতার রাস্তায় দেবী চৌধুরানীর প্রচারের রঙিন মুহূর্তের সাক্ষী থাকল তিলোত্তমা।
- Sep 09, 2025 10:08 IST
Shanti Priya: খাবারের টেবিলে স্বামীর মর্মান্তিক মৃত্যু, সাদা পোশাকেই জীবন পার অভিনেত্রীর, হৃদয় দুমড়ে-মুচড়ে..
১৯৮৭ সালে সিনে-জগতে পা রাখেন অভিনেত্রী শান্তি প্রিয়া। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি বলিউডে প্রবেশ করেন এবং ১৯৯১ সালে পান তাঁর প্রথম হিন্দি ছবির সুযোগ। এ ছবির মাধ্যমেই তিনি অক্ষয় কুমারের প্রথম নায়িকা হিসেবে পর্দায় আসেন সৌগন্ধ সিনেমায়। পরে তাঁকে দেখা যায় মেরে সাজনা সাথ নিবানা এবং ফুল অউর অঙ্গার–এর মতো ছবিতেও। ক্যারিয়ারের শীর্ষে পৌঁছেও শান্তি প্রিয়া প্রেমকে অগ্রাধিকার দিয়ে অভিনয় জগৎ ছেড়ে দেন।
- Sep 09, 2025 09:52 IST
The bengal files-Gopal Patha: সোমে স্বস্তি, 'দ্য বেঙ্গল ফাইলস'-র বিরুদ্ধে 'গোপাল পাঁঠা'-র নাতির মামলা খারিজ আদালতের
পিটিশনে আরও দাবি করা হয়েছিল, ইউটিউব বা অন্য যে কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সেই সমস্ত কনটেন্ট সরানো হোক যা তাঁদের পারিবারিক সুনাম নষ্ট করছে। একাধিক অভিযোগের ভিত্তিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। কিন্তু, সোমবার বিচারপতি অমৃতা সিনহা মামলা খারিজ করে দেন।
তাই বলা যেতেই পারে উত্তপ্ত পরিস্থিতিতেও কলকাতা হাইকোর্টে সোমবার বড় স্বস্তি পেল বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে প্রোপাগান্ডা ছবি তৈরি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিযোগও উঠেছে পরিচালকের বিরুদ্ধে।