/indian-express-bangla/media/media_files/2025/05/22/CAqjVQrhk5ZtQfAa1dlz.png)
যা হল তাঁর সঙ্গে...
Kaps Cafe-Kapil Sharma: বৃহস্পতিবার, কমেডিয়ান কপিল শর্মার ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে অবস্থিত ক্যাফে 'ক্যাপস ক্যাফে'-তে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটেছে। ৮৫ অ্যাভিনিউ এবং স্কট রোডের সংযোগস্থলে অবস্থিত এই ক্যাফেটির জানালাগুলি গুলিবিদ্ধ হয়ে চুরমার হয়ে যায়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি, যদিও সেই সময় ভিতরে কর্মীরা উপস্থিত ছিলেন।
-
Aug 08, 2025 15:23 IST
RG Kar Case-Tollywood: আরজি কর কাণ্ডের একবছর, 'অ্যানিভারসারি গেমে' নারাজ চৈতি! অনিন্দ্য বলছেন, 'রাস্তায় নামার..'
আগামীকাল আরজি করের, ঘটনার এক বছর। কিন্তু, কোথাও কোনও বিচার হল কি? আদৌ এই একটা বছরে, একজন নির্যাতিতা তাঁর হারানো সম্মান কিংবা, যেভাবে একমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হল, তাতে অনেকেই নানা প্রশ্ন তুলছে। একবছর পর, কিছুই কি পাল্টাল না? সেসময় অনেক তারকাই নেমেছিলেন রাজপথে। সারারাত জেগে আন্দোলনে সামিল হয়েছিলেন। এবং, খেয়াল করলে দেখা যাবে, কেউ কেউ অনশন পর্যন্ত করেছিলেন। তাঁর মধ্যে চৈতি ঘোষালের নাম উল্লেখযোগ্য।
-
Aug 08, 2025 14:43 IST
Radhika Apte: টাইট পোশাক পরার নির্দেশ-চিকিৎসকের কাছে যেতে বাধা! অন্তঃসত্ত্বায় অমানবিক আচরণ, প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক রাধিকা
অন্তঃসত্ত্বা অবস্থায় অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। নেহা ধুপিয়ার ‘ফ্রিডম টু ফিড’ লাইভ সেশনে রাধিকা বলেন, 'আমি যাঁর সঙ্গে ভারতীয় একটি প্রজেক্টে কাজ করছিলাম তিনি খবরটি শুনে খুশি হননি। এমনকি আমার অস্বস্তি ও স্ফীতোদর দেখেও টাইট জামা পরতে বলেন।' আরও জানান, গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে খাওয়ার পরিমান বেড়ে গিয়েছিল। ভাত-পাস্তা যাই হোক প্রচুর খাচ্ছিলেন। যার ফলে আমূল শারীরিক পরিবর্তন দেখা দিয়েছিল। কিন্তু, সহমর্মিতা পাওয়ার বদলে জুটেছিল অসংবেদনশীল আচরণ। রাধিকা বলেন, 'শুটিং সেটে আমি ব্যথা ও অস্বস্তি অনুভব করলেও আমাকে ডাক্তার দেখানোর অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনায় আমি চরম হতাশ হয়েছিলাম।'
-
Aug 08, 2025 13:17 IST
Bengali Actor Baby: একরত্তিকে খাওয়ানো থেকে ঘুম পাড়ানোয় 'ওস্তাদ', কেমন কাটছে পরমব্রতর 'পেরেন্টহুড'?
ছোট্ট সোনাকে কখনও স্নেহের চুম্বন তো কখনও আবার দুধের বোতল নিয়ে খাওয়াচ্ছেন পরমব্রত। ড্যাডি কুল পরমব্রত যে সন্তান সামলানোর দায়িত্বে সিদ্ধহস্ত হয়ে উঠেছেন সে কথা বলাই বাহুল্য। সোশ্যাল মিডিয়ায় সন্তানের সঙ্গে মিষ্টি মুহূর্তের টুকরো ছবি ভাগ করে নিয়েছেন পরমব্রত-পিয়া। সদ্যোজাতর মুখ এখনও আড়ালেই রেখেছেন, তবে পরব্রতর কোলে ছোট্ট সোনার ছবিতে মাথা ভর্তি চুল দৃশ্যমান। এর আগে অবশ্য পিয়া ছোট্ট সোনার হাত-পায়ের কিছু ছবি পোস্ট করেছেন। এখন শুধু অপেক্ষা চাটুজ্জে পরিবারের খুদে সদস্যের মুখ দর্শনের। কার মতো দেখতে হল পরমব্রত-পিয়ার রাজপুত্তুরকে।
-
Aug 08, 2025 12:28 IST
Kajol: 'মারাঠিতেই তৃপ্তি' কাজলের, হিন্দি শুনেই ক্ষেপে উঠলেন? ভাইরাল ভিডিও ঘিরে হইচই
বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার ২০২৫ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যেখানে তাঁকে রাজ কাপুর পুরস্কারে ভূষিত করা হয় ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য। তবে অনুষ্ঠানে তাঁর একটি সাংবাদিকের সঙ্গে কথোপকথন সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। বাংলায় ভাষা নিয়ে আন্দোলন চলছে লাগাতার। এবং, অভিযোগ এমনই সারাদেশের ভিন্নরাজ্যে, যেখানে যেখানে বাঙালি আছেন, তাঁরা বাংলা বললেই ভয়ঙ্কর পরিস্থিতি। রীতিমতো তাঁদের মারধোর পর্যন্ত করা হচ্ছে বলে দাবি।
-
Aug 08, 2025 12:18 IST
Huma Qureshi Brother Murder Case: হুমা কুরেশির পরিবারে মারাত্মক দুর্ঘটনা, গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে খুন তুতো ভাই
বলি অভিনেত্রী হুমা কুরেশির পরিবারে বিপদের ছায়া। বৃহস্পতিবার রাতে ঘটে গিয়েছে মারাত্মক ঘটনা। খুন করা হয়েছে হুমার তুতো ভাই আসিফ কুরেশিকে। মাত্র ৪২ বছরে তুতো ভাইয়ের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেত্রীর পরিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির নিজামউদ্দিন এলাকায় আসিফ কুরেশির বাড়ির সামনেই। শুক্রবার পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ঘটনায় গ্রেফতার হয়েছে দু'জন।
-
Aug 08, 2025 11:58 IST
Kaps Cafe-Kapil Sharma: 'শোনেনি, তাই ব্যবস্থা নিতে হলো', কপিল শর্মার ক্যাফেতে ফের গ্যাংস্টার স্টাইলে হামলা
এই হামলার সুনির্দিষ্ট কারণ এখনও পরিষ্কার নয়। তবে ঘটনাটি ঘটে প্রথম ঘটনার মাত্র কয়েকদিন পরেই। সারের মেয়র ব্রেন্ডা লক ক্যাফেটির পুনরায় খোলার উপলক্ষে সেটিকে পরিদর্শন করেন। তারপরেই তিনি সিদ্ধান্ত নেন।