Entertainment Latest Highlights: বাবাকে নিয়ে যা বললেন মিঠুন-পুত্র

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
mithun chakraborty dadasaheb phalke award

কী এমন বললেন তাঁর ছেলে? Photograph: (ফাইল)

অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে মিঠুন চক্রবর্তী নিজেকে ভারতীয় চলচ্চিত্রের এক অপ্রতিদ্বন্দ্বী নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে তাঁর দুই পুত্র – মিমো চক্রবর্তী এবং নমশি চক্রবর্তী, তাঁরা এখনও নিজেদের জায়গা খুঁজে চলেছেন। শিগগিরই দর্শক প্রথমবারের মতো মিঠুন ও ছোট ছেলে নমশিকে একসঙ্গে দেখতে পাবেন বিবেক অগ্নিহোত্রীর রাজনৈতিক ড্রামা দ্য বেঙ্গল ফাইলস-এ।

  • Sep 01, 2025 16:50 IST

    Bigg Boss: বিগ বসের ঘরে হাসির পাত্র, পহেলগাঁও মন্তব্যেও ফেঁসেছিলেন, বিতর্ক পিছু ছাড়ছে না 'স্পিরিচুয়াল' তানিয়ার

     বিগ বস নিয়ে সবসময় আলোচনা থেকেই যায়। এই ঘরে যারা প্রবেশ করেন, তাঁরা সবসময় সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবারও এমন একজন আছেন, যিনি তানিয়া মিত্তল, নিজেকে স্পিরিচুয়াল লিডার বলে গন্য করলেও, তাঁকে নানাভাবে কটাক্ষ করা হচ্ছে। এছাড়াও, তিনি নিজে যে ধরণের বক্তব্য রাখছেন, তাতে বিতর্ক হবেই। 



  • Sep 01, 2025 14:48 IST

    Sumona Chakravarti: গাড়ি ঘেরাও করে কাচে সজোরে আঘাত-অভিনেত্রীর দিকে কুদৃষ্টি! দিনে-দুপুরে ভয়ংকর ঘটনায় আতঙ্কিত সুমনা

    রবিবার ছিল আজাদ ময়দানে মনোজ জরাঙ্গের নেতৃত্বে চলা এই আন্দোলনের তৃতীয় দিন। যেখানে কয়েক হাজার মানুষ ওবিসি কোটা থেকে মরাঠাদের জন্য ১০% সংরক্ষণের দাবিতে বিক্ষোভ করছিলেন। সুমনা জানান, এক ব্যক্তি তাঁর গাড়ির বনেটে আঘাত করে বিদ্রুপ দৃষ্টিতে তাঁর দিকে তাকায়। সেই সঙ্গে চলতে থাকে 'জয় মহারাষ্ট্র' স্লোগান। সেই সময়ও আন্দোলনকারীরা গাড়ির কাচে সজোরে আঘাত করে। কয়েক মিনিটের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃতি ঘটে। নিজের এলাকা দক্ষিণ মুম্বইয়ের রাস্তায় এতটা নিরাপত্তাহীন বোধ করবেন তা তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না। 



  • Advertisment
  • Sep 01, 2025 14:14 IST

    Pawan Singh: অভিনেত্রীকে অনুপযুক্ত স্পর্শ, এদিকে অভিনেতা স্বামীর টিকিও ছুঁতে পারছেন না দ্বিতীয় স্ত্রী?

    ভোজপুরি তারকা পবন সিং এবং অভিনেত্রী অঞ্জলি রাঘবকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে, গায়কের স্ত্রী জ্যোতি সিং জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে স্বামীর সাথে যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। শুক্রবার ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি এ অভিযোগ তুলে ধরেন।



  • Sep 01, 2025 13:15 IST

    Ratna Pathak: ৪৩- বছরের বিবাহিত জীবন, বিয়ে করার অনুমতি-ই মিলত না?

    রত্নার ভাষায়, "বিয়ে টিকে থাকার জন্য সবচেয়ে জরুরি হলো ইচ্ছা আর বন্ধুত্ব। সাধারণ আগ্রহও অনেক সাহায্য করে। আমরা দু’জনেই একে অপরের সঙ্গে থাকতে চাইতাম, খুব বেশি। থিয়েটার ও সিনেমা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিও ছিল এক। আমাদের সময়ে ব্যাপারটা তুলনামূলক সহজ ছিল। আজ যদি আমরা বিয়ে করতাম, হয়তো অনুমতি মিলত না। আমরা কেউই খুব ধার্মিক নই, তাই সেই সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছিল।" 



  • Advertisment
  • Sep 01, 2025 12:31 IST

    Rajkumar Rao: ব্যাংকে মাত্র ১৮টাকা, জুটত না খাবার-ও, বন্ধুদের ফোন করে কী বলতেন অভিনেতা?

    সব অভিনেতাই কি সোনার চামচ মুখে নিয়ে জন্মায়? এমন কিছু অভিনেতা আছেন, যারা নিজের জীবনে নানা ধরণের সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন। এমনকি, খেয়াল করলে দেখা যাবে ঠিক করে খাবার দাবার জুটত না। তাঁরা যেভাবে শুরুর দিনগুলো কাটিয়েছেন, সেই নিয়ে উপন্যাস লেখা হয়ে যাবে। এমনি এক অভিনেতা আছেন, যার নাম রাজকুমার রাও। 



  • Sep 01, 2025 11:38 IST

    Dev Anand: বাবার ছায়ায় ঢাকা পড়া এক অভিনেতা, ক্রমশই তলিয়ে গেলেন অন্ধকারে, হয়েই উঠতে পারলেন না যোগ্য উত্তরসুরী

    তবে তাঁর ছেলে সুনীল আনন্দের চলচ্চিত্রজীবন কখনোই বাবার সমান হয়ে উঠতে পারেনি। ১৯৫৬ সালে দেব আনন্দ ও অভিনেত্রী-স্ত্রী কল্পনা কার্তিকের ঘরে জন্মগ্রহণ করেন সুনীল। জন্মের স্থানও একেবারে সিনেমাটিক—সুইজারল্যান্ডের জুরিখে। যখন তাঁর বাবা-মা যাচ্ছিলেন চেক প্রজাতন্ত্রে কার্লোভি ভ্যারি চলচ্চিত্র উৎসবে। ফলে, জন্মের মুহূর্তেই তিনি উৎসবের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রতিনিধি হয়ে ওঠেন।



  • Sep 01, 2025 11:02 IST

    Nargis Fakhri: প্রথমবার স্বামীকে নিয়ে প্রকাশ্যে নার্গিস ফাখরী, দেখুন সেই ছবি



  • Sep 01, 2025 10:28 IST

    Mithun Chakraborty: 'বাবাকে নয়, নিজের প্রতিভাকেই ভরসা করি', অকপট মন্তব্য মিঠুন পুত্রের

    এক সাক্ষাৎকারে নমশি জানান- "আমি শুধু মিঠুন চক্রবর্তীর ছেলে নই, আমি যোগিতা বালিরও ছেলে। সাধারণত সবাই বাবাকে নিয়েই আলোচনা করে, কিন্তু আমার মা-ও একসময় জনপ্রিয় অভিনেত্রী ছিলেন।" যোগিতা বালি ১৯৭১ সালে পারওয়ানা ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এবং ১৯৮৯ সালের আখরি বদলা- পর্যন্ত প্রায় দুই দশক চলচ্চিত্র জগতে সক্রিয় ছিলেন। কিশোর কুমারের সঙ্গে স্বল্প সময়ের বিবাহিত জীবনের অবসান ঘটিয়ে তিনি ১৯৭৯ সালে মিঠুনকে বিয়ে করেন। 



Entertainment News Today Entertainment News