/indian-express-bangla/media/media_files/2025/04/25/GhhvcFbBIIYzLOXvaqOR.jpg)
জিনাত
Entertainment news Highlights: সাত-আটের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। সাহসী পোশাক ও চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসাও কুড়িয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এই বর্ষিয়ান অভিনেত্রী। তিনি নান আদার দ্যান, কিংবদন্তী অভিনেত্রী জিনাত আমন। বিগত বেশ কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর কোনও পোস্ট চোখে পড়েনি। শুক্রের সন্ধ্যায় জানা গেল ঘটনার নেপথ্য কারণ। হাসপাতালে ভর্তি জিনাত। সেখান থেকেই বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জিনাত আমন। যা দেখে কপালে চিন্তার ভাঁজ অনুরাগীদের। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা।
-
Apr 25, 2025 21:46 IST
Entertainment News Live: পহেলগাঁও হত্যাকাণ্ডের পর কাদের দোষারোপ করছেন পাক অভিনেতা?
সেখানের এক তারকা শুরুর দিকে বেশ মর্মাহত থাকলেও, ভারত নিয়ে তিনি বেশ অন্যরকম মন্তব্য করে বসেছেন। বিশেষ করে ভারতীয় মিডিয়ার ওপর তিনি রেগে আগুন। পাকিস্তানের তারকারাও ভারতের বুকে তাঁদের ড্রামা এবং অভিনয়ের কারণে বেশ জনপ্রিয়। এই তারকার প্রসঙ্গে অনেকেই জানেন। প্রসঙ্গে ফারহান সৈয়দ। এই অভিনেতা ভারতের বুকে তাঁর সিরিয়াল সুনো চন্দার মাধ্যমেই জায়গা করে নিয়েছিলেন।
Pakistani Actor on India: 'ভারতের এরাই সবার আগে..', পহেলগাঁও হত্যাক…
-
Apr 25, 2025 20:55 IST
Entertainment News Live: ঠিক কোন কারণে হার্ট অ্যাটাক হচ্ছিল সলমনের ভগ্নি-পতীর?
আয়ুশ- অর্পিতার ফ্যান্সি রান্নাঘরে, কী কী ধরণের পদ রান্না হয়? এবং কে কী রান্না করেন সেখানে? সেখানে নাকি চারটি এয়ার কন্ডিশনার এবং তিনটি ফ্রিজ রয়েছে। এবং আয়ুশ শেয়ার করেন যে তার শেফের বেতন কত এটা জানার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন আয়ুশ। অভিনেতার কথায়, "আমি আমার রাঁধুনিকে জিজ্ঞাসা করেছিলাম যে সে কত বেতন পায় এবং টাকার মাত্রা শোনার পর আমার হার্ট অ্যাটাক হয়।"
Aayush Sharma ‘got a heart attack’: হার্ট অ্যাটাক হয় সলমনের ভগ্নীপতির…
-
Apr 25, 2025 19:46 IST
Entertainment News Live 'পাকিস্তানিদের অনেক সহ্য করেছি, এ বার যুদ্ধ প্রয়োজন', পহেলগাঁও কাণ্ড নিয়ে দিশার সৈনিক দিদি খুশবুর মন্তব্যে ঝড়
Entertainment News Live এক শিশুকন্যাকে উদ্ধার করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন দিশা পাটানির দিদি খুশবু পাটানি। পেশায় তিনি প্রাক্তন সেনা আধিকারিকও। শিশুকন্যাকে উদ্ধার করায় তাঁকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা। কিন্তু পহেলগাঁও কাণ্ড নিয়ে মন্তব্য করতেই বিতর্কে জড়ালেন সেই খুশবু পাটানি। পহেলগাঁও কাণ্ডের উত্তর হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ ঘোষণা করা উচিত, এমনটাই দাবি খুশবুর। ইউক্রেনের সঙ্গে রাশিয়া যা করেছে, অথবা গাজ়ার সঙ্গে ইজ়রায়েল যা করেছে, পাকিস্তানের সঙ্গেও ভারতের তা-ই করা উচিত। বেফাঁস মন্তব্য করে বিপাকে দিশার দিদি। একটি ভিডিওতে খুশবু বলেছেন, 'আমরা সকলেই জানি, পহেলগাঁওয়ে কী হয়েছে। খবরে সবই প্রকাশিত হয়ে গিয়েছে। একেই বলে কলিযুগ। বলা হয়, যুদ্ধই শেষ রাস্তা। সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন যুদ্ধ হয়। আমার মনে হয়, সব দরজা বন্ধ হয়ে গিয়েছে। ৭৫ বছর ধরে এই পাকিস্তানিদের সহ্য করছি আমরা। ভালবাসা আর শান্তির নাটক অনেক হয়েছে।' খুশবু আরও যোগ করেন, 'ভারতীয় সেনার প্রাক্তন অংশ হিসেবে মনে করি, আমাদের যথেষ্ট শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। ১৫ লক্ষের উপর সেনা রয়েছে। তাই অসুবিধা হওয়ার কথা নয়। এত ভাবারও দরকার নেই। কাশ্মীরেও যাঁরা নিজেদের দেশবিরোধী মনে করেন, তাঁদেরও বার করে দেওয়া উচিত। কোন ধর্মীয় গ্রন্থে নিরীহদের হত্যা করার কথা লেখা আছে?'সব শেষে প্রশ্ন তুলেছেন, 'আর কত দিন একের পর এক বিমানহানা হবে। আরও একটা উরি ঘটবে তার পর। এ বার যথাযথ যুদ্ধ ঘোষণা করা উচিত।' এই মন্তব্য করতেই কটাক্ষের শিকার হতে হয় খুশবুকে। নেটপাড়ায় তাঁর দিকে প্রশ্ন তোলা হয়, 'যুদ্ধের পরিণতি কী হতে পারে আপনি জানেন?'
-
Apr 25, 2025 18:40 IST
Entertainment Live News Update: পহেলগাঁওয়ের মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে সোচ্ছার মাহিরা, ২৪ ঘণ্টা পেরতোই পোস্ট 'ডিলিট' পাক অভিনেত্রী
Entertainment Live News Update: পহেলগাঁও মর্মান্তিক ঘটনার পর স্তম্ভিত গোটা দেশ। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’। তাই পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি। পাকিস্তানের বহু তারকাও এই ঘটনার নিন্দা করেছেন। কিন্তু পাক অভিনেত্রী মাহিরা খান সমাজমাধ্যমেএকটি পোস্ট করেও তা মুছে দিলেন। পহেলগাঁও কাণ্ডকে 'কাপুরুষের মতো হামলা' বলে সম্বোধন করেছেন শাহরুখের নায়িকা। আরও লিখেছিলেন, 'বিশ্বের যে কোনও জায়গায়, যে কোনও পদ্ধতিতে হওয়া হিংসার ঘটনা কাপুরুষতার পরিচয়। পহেলগাঁও কাণ্ডে নিহত সকলের জন্য আমি শোকাহত।' কিন্তু, ২৪ ঘণ্টা পেরনোর আগেই সেই পোস্ট সরালেন মাহিরা। নেপথ্যে কোন কারণ সেটা অবশ্য জানা যায়নি।
-
Apr 25, 2025 15:55 IST
Entertainment Live News: 'নিরীহ মানুষদের খুন করেছে ক্ষমার প্রশ্নই ওঠে না', পহেলগাঁও কাণ্ডে মন্তব্য করে কটাক্ষের শিকার মুনাওয়ার
Entertainment Live News: পহেলগাঁও ঘটনা দেখে সুরকার সেলিম মার্চেন্ট মন্তব্য করেছেন মুসলিম হিসেবে তিনি লজ্জিত। কোরানের সুরাহ-অল-বকরাহ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসলাম মোটেই এমন শিক্ষা দেয় না। সেলিমের সঙ্গে সহমত কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকিও। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাগ করে মুনাওয়ার লিখেছেন, 'সত্যি কথা! যারা এটা ঘটিয়েছে, তাদের খুঁজে খুঁজে ফাঁসি দেওয়া উচিত।' সেই সঙ্গে আরও একটি পোস্ট করেছেন মুনাওয়ার। সেখানে আবার লিখেছেন, 'কেউ কারও মনে আঘাত করলেই ঈশ্বর তাকে ক্ষমা করেন না। সেখানে ওরা নিরীহ মানুষদের খুন করেছে। ক্ষমার প্রশ্নই ওঠে না। কিন্তু এ বারও হয়তো বিচার হবে না। শুধু রাজনীতিই হবে। আমাদের দেশে শোক পালন করা যেন রোজের বিষয় হয়ে দাঁড়িয়েছে।” নিন্দকদের কটাক্ষ, “পহেলগাঁওতে যারা হত্যালীলা চালিয়েছে, তারা তো আপনাদেরই লোক।' তবে এই সব মন্তব্যে কান দেননি 'বিগবস্' খ্যাত মুনাওয়ার।
-
Apr 25, 2025 15:23 IST
Entertainment Live News: নতুন ছবি 'আমার বস'-এর ট্রেলার লঞ্চের আগে শহরে রাখি গুলজার, চিত্রগ্রাহকদের স্নেহবৎসল ভঙ্গিমায় আলাপচারিতা অভিনেত্রীর
Entertainment Live News: শুক্রের সন্ধ্যায় হতে চলেছে শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবি আমার বস-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। তার আগে শহরে পা রাখলেন বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার। স্নেহবৎসল ভঙ্গিমায় আলাপচারিতা সারলেন চিত্রসাংবাদিকদের সঙ্গে।
-
Apr 25, 2025 14:44 IST
Entertainment News Live: হবু মা কিয়ারাকে বহুমূল্য বিলাসবহুল উপহার দিলেন সিদ্ধার্থ, কী সেটি?
অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি ৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শেরশাহ (২০২১) ছবিতে একসাথে কাজ করার সময় তারা প্রেমের মাধ্যমে নতুন জীবন শুরু করেন। এই দম্পতি এখন তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। ভালোবাসার নিদর্শন হিসেবে, সিদ্ধার্থ হবু মা কিয়ারাকে ১.১২ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। গাড়িটি হল টয়োটা ভেলফায়ার, যা একটি বহুমুখী গাড়ি। ভেলফায়ার অনেক বলিউড তারকাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, যেমন অজয় দেবগন, অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই, কৃতি শ্যানন, অক্ষয় কুমার এবং আমির খান। গাড়িটি টয়োটার প্রিমিয়াম গাড়ির লাইনের অংশ, যার মধ্যে ক্যামরি, ল্যান্ড ক্রুজার এবং প্রাডোর মতো গাড়িও রয়েছে।
-
Apr 25, 2025 13:24 IST
entertainment Live News শিল্পী হলেই আলাদা আড়ম্বর থাকতে হবে এগুলো দেখে বড় হইনি, বাহ্যিক বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়: স্বস্তিকা
entertainment Live News
২৫ এপ্রিল সিলভার স্ক্রিনে মুক্তি পেল স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত 'দুর্গাপুর জংশন'। সাংবাদিক ঊষসী-র চরিত্রে দর্শকের দরবারে নয়া অবতারে নিজেকে মেলে ধরেছেন। সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। মাসে ৩০ দিনের মধ্যে ২০ দিনই সাংবাদিকদের সঙ্গে ওঠাবসা। সাংবাদিকের চরিত্রে কাজ করে এই পেশাকে কতটা এনজয় করলেন? আমি যে চরিত্রে অভিনয় করেছি সেটা Investigative জার্নালিস্ট। আমার তো এই ধরনের সাংবাদিকদের সঙ্গে সেভাবে দেখাসাক্ষাৎ হয় না। কারণ সবটাই এন্টারটেইনমেন্ট জার্নালিস্টদের সঙ্গে পরিচয়। তবে আমার বাবার থেকে Investigative জার্নালিস্টদের অনেক গল্প শুনেছি। সেগুলো আমি এই ছবিতে কাছে লাগানোর চেষ্টা করেছি। একজন অভিনেত্রী হিসেবে আমি কিন্তু, রোজ হোমওয়ার্ক করি। ওটা আমার নিত্যদিনের অভ্যেস। কোনও স্ক্রিপ্ট এলে তখন হোমওয়ার্ক শুরু করব এমনটা নয়।
-
Apr 25, 2025 11:03 IST
Entertainment Live News: আর ইন্ডাস্ট্রিতে খাপ খাওয়াতে পারছেন না স্বস্তিকা!
স্বস্তিকা নানা কারণে ভীষণ বিরক্ত। সমাজ আমধ্যমে এই নিয়েই তিনি লিখেছেন। তার নতুন ছবি দুর্গাপুর জাংশন নিয়ে লাগাতার প্রোমোশন চালানোর পর যখন প্রিমিয়ারে গেলেন, তখন একরাশ বিরক্তি নিয়েই নানা বিষয় লক্ষ্য করলেন। অভিনেত্রী সমাজ মাধ্যমে লিখছেন... "আমি এখন থেকে আর কোনও ছবির প্রিমিয়ার এ যাব না। নিজের ছবির ও না। পরের ছবির ও না। এমনিও কম যাই, সে নিজের হোক বা পরের। কারণ অনেক। প্রিমিয়ার এ ভিড় বা তারপরের দিন কাগজে কভারেজ দেখে বা তৎক্ষণাৎ সামাজিক মাধ্যমে রিলস দেখে, সিনেমাটা দেখব কিনা এটা কোনও দর্শক নির্ধারণ করেন না। করেন ছবির টিসার, ট্রেলার, পোস্টার দেখে, বা যদি ছবির কলাকুশলী দেখে তাদের সিনেমাটা দেখতে ইচ্ছে করে।"