/indian-express-bangla/media/media_files/2025/04/12/GDDw4QYtrBqZIfsaNssO.jpg)
sharmila
কাজের চাপে ক্লান্ত শরীর-মন চায় ধুলো মাখা মলিন স্মৃতিগুলো হাতড়াতে। ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই যেন খুঁজে পাওয়া যায় প্রশান্তি। কৈশোর, যৌবন পেরিয়ে যখন বার্ধক্য ছুঁয়ে ফেলে তখন ছোটবেলার ফেলে আসা দিনগুলোর গল্প মা-বাবা-ঠাম্মিদের মুখে আমরা শুনি। প্রতিটি ঘরের বাস্তব চিত্রকেই যেন গল্পের নিখুঁত বুনোটে সিনেমার পর্দায় পুরাতন- রূপে মেলে ধরেছেন পরিচালক সুমন ঘোষ।
-
Apr 12, 2025 18:31 IST
পুরাতনের আবেশে মা-মেয়ের চিরন্তন সম্পর্কে অনবদ্য শর্মিলা-ঋতুপর্ণার পুরাতন
কাজের চাপে ক্লান্ত শরীর-মন চায় ধুলো মাখা মলিন স্মৃতিগুলো হাতড়াতে। ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই যেন খুঁজে পাওয়া যায় প্রশান্তি। কৈশোর, যৌবন পেরিয়ে যখন বার্ধক্য ছুঁয়ে ফেলে তখন ছোটবেলার ফেলে আসা দিনগুলোর গল্প মা-বাবা-ঠাম্মিদের মুখে আমরা শুনি। প্রতিটি ঘরের বাস্তব চিত্রকেই যেন গল্পের নিখুঁত বুনোটে সিনেমার পর্দায় পুরাতন- রূপে মেলে ধরেছেন পরিচালক সুমন ঘোষ।
-
Apr 12, 2025 18:03 IST
'আমাকে বলতেন অনামিকা খেতে আয়', শর্মিলার ব্যবহারে মন্ত্রমুগ্ধ পর্দার বিন্দু মাসি
পুরাতনের প্রিমিয়ারে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, এত সুন্দর ব্যবহার যে তিনি মুগ্ধ হয়ে যেতেন। একসঙ্গে খেতে ডাকতেন। তখন অনামিকার একটাই কথা খুব হয়ে ভাবতেন, যাঁর এত স্টারডম যে শর্মিলা মানে আরাধানা, অমানুষ তিনি এমন মাটির মানুষ। শর্মিলা ঠাকুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সেটা যেন তাঁর কাছে ছিল স্বপ্নের মতো যা বাস্তবায়িত হওয়ার পরও যেন বিশ্বাস হত না।
-
Apr 12, 2025 17:03 IST
Entertainment Live News: কৌশানীর কেরিয়ারে যখন নয়া মোড়, বাংলা ছেড়ে ওড়িশা পাড়ি প্রেমিক বনির
মুক্তি পেয়েছে হাঙ্গামা ডট কম। বনি কৌশানী শ্রাবন্তী ওম অভিনীত এই ছবি দর্শকমনে তেমন প্রভাব ফেলতে পারেনি। এবার ভাগ্যপরীক্ষা করতে অভিনেতা বনি বাংলা ছেড়ে উড়িয়া ছবিতে। লাক ট্রাই করলেন তাঁর প্রথম উড়িয়া ছবি ‘আজিরা রেবতী’-তে। কৌশানীর কেরিয়ার যখন নতুন মোড় নিয়েছে তখন বনিও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই বাংলা ছেড়ে ওড়িসায় পাড়ি দিয়েছেন বনি সেনগুপ্ত। টলিউডে যে সাফল্য পাননি সেটা ওড়িয়া ছবিতে পান কিনা এখন সেটাই দেখার।
-
Apr 12, 2025 16:22 IST
Entertainment Live news গরীব বলে সহানুভূতি আদায়? অনলাইনে জামাকাপড় বিক্রির ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রীকে কটাক্ষ প্রাক্তন স্বামীর
চারুর আর্থিক সংকটের যে খবর ছড়িয়েছে সেই প্রসঙ্গে প্রাক্তন স্বামীর বক্তব্য, সম্প্রতি পরিবারের সঙ্গে ক্রুজ ভ্যাকেশনে গিয়েছিলেন অভিনেত্রী। প্রত্যেকের টিকিটের মূল্য চারু দিয়েছেন। সত্যিই আর্থিক সংকটে থাকলে এটা কখনও সম্ভব নয় বলে দাবি রাজীব সেনের।
-
Apr 12, 2025 15:29 IST
Entertainment Live news ‘RRR-এর মুকুটে নয়া পালক, স্টান্ট ডিজাইনের জন্য অস্কার মঞ্চে প্রশংসিত রাজমৌলিক ছবি, কী বলছেন পরিচালক?
‘RRR’ সিনেমার ‘নাটু নাটু’ গানের জন্য সেরা অরিজিনাল সংয়ের পুরস্কার জিতে নিয়েছিলেন সুরকার এমএম কিরাবাণী ও গীতিকার চন্দ্র বোস। এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত ছিলেনপরিচালক এস এস রাজামৌলি। এবার এই ছবির মুকুটে জুড়ল আরও এক নয়া পালক। ১০০তম অস্কার অনুষ্ঠানে স্টান্ট ডিজাইনের জন্য একটি নতুন বিভাগ ঘোষণা করা হয়েছে। সেখানে উঠে এসেছে রাজামৌলির ‘RRR’ ছবির নাম। সোশাল মিডিয়া পেজে অস্কার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে পরিচালক লিখেছেন, 'অবশেষে ১০০ বছরের অপেক্ষার অবসান। অস্কারের নতুন স্টান্ট ডিজাইন বিভাগের কথা জেনে আমি অত্যন্ত আনন্দিত।'
-
Apr 12, 2025 14:41 IST
‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ -এ আপত্তিকর মন্তব্যের জের, মহারাষ্ট্র অপরাধদমন শাখাকে তদন্তে সহযোগীতা না করার অভিযোগ, গ্রেফতার হতে পারে রণবীর
রণবীর ইলাহাবাদিয়া? খবর, তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে মহারাষ্ট্র সাইবার অপরাধদমন শাখা। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ রিয়্যালিটি শো-তে মা-বাবাকে নিয়ে তাঁর অশালীন মন্তব্যে তোলপাড়া হয়েছিল সারা দেশ। তদন্তের স্বার্থে রণবীর ছাড়াও শো-এর সঙ্গে যুক্ত সময় রায়না, আশিস চঞ্চলানি, অপূর্বা মুখিজাকে তলব করেছিল মহারাষ্ট্র অপরাধদমন শাখা। সময়, আশিস যোগাযোগ করলেও সাড়া দেননি রণবীর, অপূর্বা! মিডিয়া রিপোর্ট মোতাবেক অনুপস্থিতির কারণেই প্রশাসন অসন্তুষ্ট রণবীর এবং অপূর্বার উপরে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে গোয়েন্দা দফতর। উভয়েরই গ্রেফতার হওয়ার প্রবল সম্ভবনা
-
Apr 12, 2025 13:20 IST
মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করা মানে কেরিয়ারের গলা টিপে দেওয়া? শর্মিলার জীবনের সত্য ফাঁস করলেন সোহা
Entertaiment Live Update: কেরিয়ার যখন মধ্যগগনে তখন মনসুর আলি খান পতৌদির সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন শর্মিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শর্মিলার মেয়ে সারা আলি খান জানিয়েছেন, বিয়ের পর তাঁর মাকে অনেকেই বলেছিলেন এটা ভুল সিদ্ধান্ত। এটিকে প্রফেশনাল সুইসাইড বলে ব্যখা করেছিলেন অনেকেই। কিন্তু, শর্মিলা ঠাকুর সবসময় বলেছেন, মনসুরের সহযোগীতাই অভিনয় জগতে তাঁর পরিধি বিস্তারে বিশেষভাবে সাহায্য করেছিল। কোনওদিন কোনও কাজে তাঁকে কখনও বাঁধা দেননি, বরং উৎসাহই দিয়েছিলেন।
-
Apr 12, 2025 12:24 IST
১৪ বছরে সত্যজিৎ রায়ের 'দেবী'? প্রথম পারিশ্রমিক কত ছিল? সেই চাকায় কী কিনেছিলেন শর্মিলা ঠাকুর?
Entertaiment Live Update: 'পয়সা ভাইসা'-তে শর্মিলা ঠাকুর বলেছিলেন যে তিনি প্রথম ছবির জন্য পারিশ্রমিক বাবাদ পেয়েছিলেন ৫০০০ হাজার টাকা, যা দিয়ে তিনি নিজের পছন্দ মতো গয়না কিনেছিলেন। প্রথম উপার্জনের খরচের বিবরণ দিতে গিয়ে শর্মিলা ঠাকুর বলেছিলেন, 'বাঙালি পরিবার হওয়ায় আমরা টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে সোনা-রুপোর দোকানে যাই। আমি সোনার চুড়ি, একটি নেকলেস এবং কানের দুল কিনলাম।'