Entertainment news Highlights: ৫ বছরের সম্পর্ক, ঠাকুরপুকুর দুর্ঘটনায় প্রতিবাদী ভিক্টোর 'প্রাক্তন' অনিন্দিতা

Entertainment news Highlights - ভয়ঙ্কর অবস্থা ঠাকুরপুকুর কাণ্ড নিয়ে, টলিপাড়ায় শোরগোল, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই। এখনই পড়ুন...

Entertainment news Highlights - ভয়ঙ্কর অবস্থা ঠাকুরপুকুর কাণ্ড নিয়ে, টলিপাড়ায় শোরগোল, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই। এখনই পড়ুন...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
tv actress anindita roy Chowdhury clamied fake profiles trouble her , অকথ্য ভাষা-ভুয়ো প্রতিশ্রুতি! অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর নাম করে বিরাট প্রতারণা

একের পর এক মৃত্যুসংবাদে রীতিমতো স্তব্ধ বলিউড। সম্প্রতি চিরবিদায় নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। মঙ্গলবার প্রয়াত হয়েছেন হিন্দি চলচ্চিত্র জগতের আরও এক বিশিষ্ট প্রযোজক সেলিম আখতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। সেলিমের হাত ধরেই রানি মুখোপাধ্যায়, তমন্না ভাটিয়া-সহ বহু তারকা অভিনেত্রী বলিউডে অভিষেক। মৃত্যু সংবাদে শোকজ্ঞাপন করেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সহ অনেকেই। 

Advertisment

অপূর্বা মুখিজা। সোশ্যাল মিডিয়ায় তিনি রেবেল কিড হিসেবে পরিচিত। সময় রায়নার সেই শোয়ের অংশ ছিলেন এই ইউটিউবার নিজেই। এবং এরপরই তিনি দেশ ছেড়ে অন্যত্র চলে যান। এক আওয়ার্ড শোয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি, সেখান থেকে তার নামও বাদ দেওয়া হয়। যদিও এর পরও বেশ কয়েকবার বিতর্কে তিনি জড়িয়েছেন, কিন্তু সেই ঘটনার জেরে যে হুমকি এবং থ্রেট পাবেন, সে কথা কল্পনাও করতে পারেনি। 

এই ঘটনায় যাঁরা ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হলেন তাঁরা স্যান্ডি সাহা ও ঋ। বুধবার চ্যানেলের তরফে জানিয়ে দেওয়া হল স্যান্ডি সাহাকে আর দেখা যাবে না এই ধারাবাহিকে। তাঁর চরিত্রটাই পুরোপুরি বাদ দেওয়া হল। ঋ-র চরিত্র বাদ দেওয়া হয়নি। তাঁর পরিবর্তে দেখা যাবে নতুন মুখ। তবে নতুন অভিনেত্রীর নাম এখনও জানা যায়নি। 

ঠাকুরপুকুর কাণ্ডের জের-এর মাঝে অনিন্দিতার পোস্ট নিয়ে জোর চর্চা। সুদীপ ও একমাত্র সন্তানকে নিয়ে সুখের সংসার অনিন্দিতার। কিন্তু, একটা সময়ে ভিক্টো দাসের সঙ্গে সম্পর্কে ছিলেন। ঠাকুরপুকুর দুর্ঘটনা কোনওভাবে অনিন্দিতার মনে অতীতকে নাড়া দিল? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে এই প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, 'ওটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত একটা পোস্ট। আমার অতীতের সঙ্গে এর কোনও যোগ নেই। আর আমি সোশ্যাল মিডিয়া পোস্টের সঙ্গে ব্যক্তিগতজীবনকে একেবারেই গুলিয়ে ফেলতে চাই না।' অনিন্দিতার কণ্ঠেও শোনা গেল প্রতিবাদী সুর। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভিক্টো এখন বিচারাধীন। তাই এই বিষয়ে আপাতত কোনও মন্তব্য করতে নারাজ।

  • Apr 09, 2025 19:20 IST

    ৫ বছরের সম্পর্ক, ঠাকুরপুকুর দুর্ঘটনায় প্রতিবাদী ভিক্টোর 'প্রাক্তন' অনিন্দিতা

    ঠাকুরপুকুর কাণ্ডের জের-এর মাঝে অনিন্দিতার পোস্ট নিয়ে জোর চর্চা। সুদীপ ও একমাত্র সন্তানকে নিয়ে সুখের সংসার অনিন্দিতার। কিন্তু, একটা সময়ে ভিক্টো দাসের সঙ্গে সম্পর্কে ছিলেন। ঠাকুরপুকুর দুর্ঘটনা কোনওভাবে অনিন্দিতার মনে অতীতকে নাড়া দিল? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে এই প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, 'ওটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত একটা পোস্ট। আমার অতীতের সঙ্গে এর কোনও যোগ নেই। আর আমি সোশ্যাল মিডিয়া পোস্টের সঙ্গে ব্যক্তিগতজীবনকে একেবারেই গুলিয়ে ফেলতে চাই না।' অনিন্দিতার কণ্ঠেও শোনা গেল প্রতিবাদী সুর। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভিক্টো এখন বিচারাধীন। তাই এই বিষয়ে আপাতত কোনও মন্তব্য করতে নারাজ।



  • Apr 09, 2025 18:29 IST

    CID-কে প্রত্যাখ্যান করেছিলেন পার্থ!

    পার্থ, সবসময় রোম্যান্টিক চরিত্রে অভিনয় করেছেন তাঁর কাছে এই চরিত্র একদম ভিন্ন ছিল। বিশেষ করে একজন পুলিশ অফিসারের ভুমিকা। তিনি এক সাক্ষাৎকারে জানান, "প্রাথমিকভাবে, আমি এসিপি প্রদ্যুমানের ভূমিকাটি প্রত্যাখ্যান করেছিলাম, কারণ আমি এর সাথে সম্পর্কিত নই। তবে নির্মাতারা আমাকে পুনর্বিবেচনা করতে বলেছিলেন। শোয়ের দীর্ঘদিনের কাস্ট এবং পর্দায় আমাকে তাঁরা 'স্যার' বলে সম্বোধন করবে, এসব ভেবে আমি দ্বিধাগ্রস্ত ছিলাম। এটি কিছুটা অস্বাভাবিক ছিল, এবং বিশ্রী অনুভূতি হয়েছিল" 



  • Advertisment
  • Apr 09, 2025 17:38 IST

    পাড়ার তৃণমূলের গুণ্ডারা থ্রেট করবে: চন্দন সেন

    চন্দন সেন ঠাকুরপুকুর কাণ্ডে প্রতিবাদী কণ্ঠে বলেন, 'পুলিশের ভূমিকা তো আরও একবার প্রমাণ করল রক্ষকই ভক্ষক। রাজ্য সরকার অর্থাৎ যাঁরা ক্ষমতায় আছেন তাঁরা উপরতলার মানুষদের জন্য একরকমের আইন আর যাঁরা একটু কম ক্ষমতাসম্পন্ন আমাদের মতো তাঁদের জন্য নিয়মটা অন্য। দুটোর তারতম্য প্রকাশ্যে দেখতে পাচ্ছি। যদি আপনার ক্ষমতা থাকে বিকেল চারটের মধ্যে জামিন পেয়ে যাবেন আর যদি ক্ষমতা না থাকে তাহলে ঘুরে বেড়াতে হবে। যদি প্রতিবাদ করেন তাহলে পাড়ার তৃণমূলের গুণ্ডারা এসে থ্রেট করবে। এটা তো নিয়মে পরিণত হয়েছে। ঠাকুরপুকুর ঘটনায় যাঁরা গাড়িতে ছিলেন তাঁরা কী করে নিস্তার পেয়ে গেলেন সেটা জানি না। যে ভদ্রমহিলা নেশাগ্রস্থ ছিলেন তিনি বলতেই পারেন আমি দোষী নই। কিন্তু, তিনি ওই ঘটনার সঙ্গে যুক্ত আছেন, তিনি বারণ করেননি বা বারণ করার মতো অবস্থাতেও ছিলেন না এটার কোনও দায় উনি নেবেন না সেটা তো হতে পারে না।'



  • Apr 09, 2025 16:39 IST

    যীশুর উপস্থিতিতে মিঠুন যা শুনলেন...

    যীশুর কোলে বসেই ভোম্বল যা করল, তাতে চমকে উঠলেন মিঠুন চক্রবর্তী খোদ। তাঁকে বলতে শোনা গেল, 'ও আমার সঙ্গেই?' কী হয়েছিল আসলে? একদম পুঁচকে ভোম্বল, যাকে পাসিং শট বলেই ডাকেন মিঠুন, তার সামনে দাঁড়িয়ে তার সংলাপই বলতে শোনা গেল সেই খুদেকে। যীশুর কোলে বসেছিল সে, আর তারপরই আধো আধো কথায় বলতে শোনা গেল 'মারবো এখানে লাশ পড়বে শ্মশানে'। তাঁর ডায়লগ বলার ধরন দেখে আবেগে আপ্লুত অঙ্কুশ। সেই ক্ষুদেকে পিঠ চাপড়ে সাবাশ বললেন তিনি। 



  • Apr 09, 2025 15:39 IST

    Thakurpukur Accident: ঠাকুরপুকুর ঘটনার জেরে 'ভিডিয়ো বৌমা' থেকে বাদ স্যান্ডি, ঋ-র পরিবর্তে অন্য অভিনেত্রী

    মদ্যপ অবস্থায় পরিচালক ভিক্টো-র গাড়ির নিয়ন্ত্রণহীন গাড়ির গতির বলি ১। আহত অনেকে। এই ঘটনায় উত্তাল তিলোত্তমা। পরিস্থিতি দিনে দিনে আরও উত্তপ্ত হচ্ছে। এইরকম অবস্থায় চ্যানেলের তরফে স্যান্ডি ও ঋ-কে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।



  • Apr 09, 2025 15:16 IST

    ইলেকট্রিক বিল হাতে পেতেই মাথায় বাজ!

    কংগ্রেস শাসিত হিমাচল সরকারের অধীনে কঙ্গনার বাড়ি। সেখানে ফাঁকা বাড়িতেই যে এত টাকার বিল আসবে, যেন কল্পনাই করতে পারেননি তিনি। অভিনেত্রীর কথায়, আপনারা ভাবতেও পারবেন না কি হয়েছে। আমার মনালির বাড়িতে ইলেকট্রিক বিল এসেছে ১ লাখ টাকা! আমি ওই বাড়িতে থাকিও না। ফাঁকা বাড়ি ওটা, সেখানে নাকি এত টাকা বিল এসেছে। এত দুর্দশা হয়ে রয়েছে ওখানে, আমি সেসব ঘটনা সম্পর্কে জানতে পারি, আর আমার লজ্জা হয়। কিন্তু, দেখা যাক আমরা আদৌ বদল আনতে পারি কিনা। আমাদের কাছে এমন একটা সুযোগ আছে, আর আমার ভাই বোনরা অনেকেই গ্রাউন্ডে কাজ করে তো হয়তো বা ভাল কিছু হবে।



  • Apr 09, 2025 15:09 IST

    ঠাকুরপুকুর কাণ্ডে মৃতের পরিবরকে পুলিশের তরফে টাকা দিয়ে মিটমাট করার প্রস্তাব, সুর চড়ালেন চন্দন সেন, কী বলছেন তথাগত?

    সত্যিই পুলিশ প্রশাসন তাদের দায়িত্বপালন করছে না? রূপোলি দুনিয়ার সঙ্গে যুক্ত কিছু মানুষের মাথায় প্রভাবশালীর আশীর্বাদী হাত আছে? চন্দন সেনের মতো বর্ষীয়ান অভিনেতা ও নাট্যকার ঘটনার তীব্র নিন্দা করে বর্তমান সরকারকে তুলোধনা করেছেন। অন্যদিকে ঠাকুরপুকুর কাণ্ডের নিন্দা করলেও, পুলিশ সত্যিই সেটলমেন্টের কথা বলেছে কিনা সেই বিষয়ে অবশ্য মতপ্রকাশ করতে চাননি অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়। 



  • Apr 09, 2025 14:29 IST

    তিলোত্তমাকে টাকার খোঁচা পরিচালকের, স্বপ্নপূরণ করে মোক্ষম জবাব অভিনেত্রীর

    বাংলা, হিন্দি, হলিউডে চুটিয়ে কাজ করছেন। বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করাটা মোটেই তাঁর কাছে খুব একটা সহজ ছিল না।  তিলোত্তমার স্বপ্ন ছিল পছন্দের পেশাকে বেছে নিয়ে জীবনটাকে সুন্দরভাবে সাজাবেন। আর নিজের আয়ের টাকায় একটি মনপসন্দ গাড়ি কিনবেন। কিন্তু, এক পরিচালক তাঁর মনের আঘাত দিয়ে বলেছিলেন, এত টাকা কোনওদিন আয়-ই করতে পারবেন না। কিন্তু, তারপর যেটা ঘটেছিল সেটা সত্যিই অবিশ্বাস্য। নিজেই জানালেন সেই কথা।



  • Apr 09, 2025 13:42 IST

    'মুখ্যমন্ত্রী কি...', তেড়েফুঁড়ে আক্রমণ মানসীর

    যে পরিচালক এই কান্ড ঘটিয়েছেন, তাঁকে নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে। আগামীকাল পর্যন্ত তিনি  তাঁদের তত্ত্বাবধানেই থাকবেন। কিন্তু, অভিনেত্রী ঋ জানিয়েছেন, তিনি নাকি ট্রমার মধ্যে রয়েছেন। শুধু তাই নয়, সেখান থেকে পালিয়ে আসার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই প্রসঙ্গেই এবার নানা প্রশ্ন তুলেছেন মানসী সিনহা। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তিনি যথেষ্ট উদ্বিগ্ন এই ঘটনায়। শেষ কিছু সময়ে চারপাশে যা ঘটছে, তাতে মাথা হেট হয়ে যাচ্ছে তাঁর। পালিয়ে যেতে ইচ্ছে করছে। অভিনেত্রী সেই মদ্যপ পরিচালকের থেকে বেশি প্রশ্ন তুললেন ঋ এর বিরুদ্ধে। তাঁর কথায়, "আমার ভিক্টোকে নিয়ে না কিছু বলার নেই। কারণ, ও এমনিতেই চূড়ান্ত নেশাগ্রস্থ অবস্থায় ছিল। ও ওই অবস্থায় গাড়ি চালিয়েছে, মানুষ মেরে ফেলেছে - এটা তো হওয়ারই ছিল। ও সেই অবস্থায় এটা যে করবে, সেটা তো ভাবনার বাইরে না। ওর তো যাবজ্জীবন হোক। কিন্তু আমার প্রশ্ন এখানে, যে ঋ যে ওখানে সবথেকে বড়, ও কেন ওই গাড়িতে উঠল? ও সবার থেকে বয়সে বড়? এটুকু ভাবনা চিন্তা নেই, যে কী হতে পারে? ওর তো সবাইকে কান ধরে গাড়ি থেকে নামানো উচিত ছিল। এই বোধ বিবেচনাটা মাথায় আসেনি মানে ও নিজেও ঠিক অবস্থায় ছিল না। কলকাতা শহরে রাত্রে কি গাড়ি পরিষেবা মেলে না? কী হতো যদি গাড়ি পরের দিন নিত? লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আর ওই মেয়েটি, ছিঃ ছিঃ! কীভাবে গাড়ি থেকে পড়ে যাচ্ছে..."



  • Apr 09, 2025 12:13 IST

    একসঙ্গে তিনটি চরিত্রে কৃষ ৪-এ দেখা যেতে পারে হৃত্বিককে, Koi Mil Gaya-এর নস্ট্যালজিয়া উসকে প্রীতির সঙ্গে জুটি বাঁধছেন গ্রীক গড

    ইন্ডাস্ট্রির কানাঘুষো কৃষ ৪-এ একসঙ্গে তিনটি রূপে দেখা যাবে হৃত্বিকে। আর তাঁর সঙ্গে জুটি বাঁধতে পারেন প্রীতি জিন্টা। হৃত্বিক-প্রীতি জুটি আরও একবার ফিরিয়ে আনবে Koi Mil Gaya-এর নস্ট্যালজিয়া। এই ছবিতে সিঙ্গল চরিত্র এরপর কৃষ ২-এ দ্বৈত চরিত্র ও কৃষ ৪-এ ত্রিপল চরিত্রে হৃত্বিককে দেখার প্রবল সম্ভবনা রয়েছে বলেই খবর।  Avengers: Infinity War, Avengers: Endgame থেকে অনুপ্রাণিত হয়ে সুপারহিরো ভিত্তিক এই ছবি তৈরি হয়েছে বলে খবর। 



  • Apr 09, 2025 11:58 IST

    হৃত্বিকের US Tour এ অব্যবস্থার অভিযোগ, টাকা দিয়েও অভিনেতার সঙ্গে সেলফি তোলা হয়নি! ধাক্কা মেরে স্টেজ থেকে শিশুদের নামানোর অভিযোগ

    ৫ এপ্রিল শনিবার Dallas  'মিট অ্যান্ড গ্রিট' সেশনে হৃত্বিকের সঙ্গে হাত মালতে-সেলফি তুলতে ভিড় জমিয়েছিল অনুরাগীরা। মোটা অঙ্কের টাকায় টিকিট বুক করে প্রিয় অভিনেতাকে দেখতে আসেন ভক্তরা। কিন্তু, হৃত্বিকের আচরণে ক্ষুব্ধ ফ্যানেরা। ভক্তদের সেলফি তোলার আবদার খারিজ করে দেন অভিনেতা। এই ঘটনায় আয়োজকদের উপর চটেছেন উপস্থিত সকলে।  খুদেরা হৃত্বিকের সঙ্গে মঞ্চে পারফর্ম করার আবদার করেছিল। কিন্তু, তাদের  যে ব্যবহার করা হয়েছে তাতে রেগে কাঁই অভিভাবকরা। হৃত্বিকের কাছে যাওয়ার সুযোগ না পেয়ে কাঁদতে শুরু করে বাচ্চারা। এক ভক্তের ১০ বছরের শিশুর সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন। 



Bengali Serial Bengali Cinema Bengali Actress Bengali Actor Bengali Film Industry Bengali Film bollywood