Entertainment news Highlights: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুজন? অভিনেতার তরফে যা জানা গেল...

Entertainment news Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে ইন্ডাস্ট্রি জুড়ে? কোথায় কোন তারকা কী বললেন? টলিউড, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই। এখনই পড়ুন

Entertainment news Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে ইন্ডাস্ট্রি জুড়ে? কোথায় কোন তারকা কী বললেন? টলিউড, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই। এখনই পড়ুন

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
sujan neel mukherjee / tollywood

নিজের শারীরিক অবস্থা নিয়ে যা দাবি করলেন তিনি... Photograph: (ফেসবুক )

Entertainment news Highlights:  পরিচালক হরনাথ চক্রবর্তীর স্ত্রী চলে যাওয়ার পরেই জানানো হয়, যে পরিচালক নিজেও নাকি গত হয়েছেন। তারপর এহেন মিথ্যে খবরে পরিচালক জানান, তিনি আজও বুঝে পেলেন না, যে কী করে এবং কেন তাঁকে মেরে ফেলা হল। আর এবার সুজন নীল মুখোপাধ্যায় ( Sujan Nee Mukherjee )। তাঁকে নিয়েও একই খবর রটেছে। তিনি নাকি হার্ট অ্যাটাক করেছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন! এহেন ভয়ঙ্কর খবর কি আদৌ সত্যি? কারণ, একটু গবেষণা করলে দেখা যাবে, তাঁর বাবা শ্রী অরুণ মুখোপাধ্যায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু এখন ভাল আছেন। 

Advertisment

আজ সারাদিন কী কী হচ্ছে ইন্ডাস্ট্রি জুড়ে? কোথায় কোন তারকা কী বললেন? টলিউড, বলিউড, ওটিটি থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন জগতের লাইভ আপডেট পান এখানেই। এখনই পড়ুন... 

  • Apr 13, 2025 19:11 IST

    Entertainment News Live: বৃদ্ধ বয়সে কাছের মানুষকে হারিয়ে মর্মাহত ধর্মেন্দ্র

    অভিনেতা মনোজ কুমারের মৃত্যু বলিউডের জন্য একটি বিশাল ধাক্কা ছিল এবং ইন্ডাস্ট্রিকে শোকের মুখে ফেলে দিয়েছিল। কুমারের ভাই মণীশ গোস্বামী সম্প্রতি তাঁর জীবন ও কর্মজীবন সম্পর্কে নানা গল্প এবং তথ্য শেয়ার করেছেন। তিনি বলেছিলেন যে তাঁর ভাই এবং ধর্মেন্দ্র একসাথে শিখরে উঠেছিলেন এবং এতটাই ঘনিষ্ঠ ছিলেন যে তারা একে অপরের পোশাক ভাগ করে নিতেন। 



  • Apr 13, 2025 18:30 IST

    Entertainment live news: হার্ট অ্যাটাকের পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুজন?

    সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে এহেন মন্তব্য করা হয়েছে। এবং বেশ কিছু ভক্তরা সেখানে তাঁর দ্রুত সুস্থ হওয়ার আরোগ্য কামনা করেছেন। কিন্তু, এই খবর যে সম্পূর্ন ভুয়ো এবং মিথ্যে একথাই জানিয়েছেন, অভিনেতা নিজেই। সংবাদ মাধ্যমে তিনি বিরক্তির সুরেই জানিয়েছেন... তাঁর কাছে এই খবর এসে পৌঁছেছে। সমাজ মাধ্যমে লিখতেও চেয়েছিলেন এই নিয়ে, কিন্তু হাস্যকর এই ঘটনা নিয়ে কী লিখবেন বুঝতে পারেননি। বাবার শারীরিক বার্তা নিতেই অনেকের ফোন এসেছিল। সেটা থেকে যে অপভ্রংশ করে এরকম বানিয়ে দেবে, তিনি কল্পনাও করতে পারেননি। 



  • Advertisment
  • Apr 13, 2025 17:19 IST

    Entertainment live news: কিলবিলের জয়জয়কার, সৃজিত এর বিরাট লক্ষ্মীলাভ!

    কথায় বলে, মানুষ চাইলে কী না হয়। কিলবিলের ক্ষেত্রেও সেটাই দেখা গেল। ছবির চাহিদা আকাশছোঁয়া, তাই তো শো বাড়ছে রমরমিয়ে। মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে প্রায় ৫০টি শো বেড়েছে এই ছবির। এককথায় আনন্দে আত্মহারা পরিচালক। শেষ ২৪ ঘণ্টায় এই ছবির টিকিট বিক্রি হয়েছে প্রায় সাড়ে দশ হাজারের কাছাকাছি। এবং বাংলা ছবির অন্যতম জায়গা নন্দনে আজ এই শো হাউসফুল। মানুষ যে বাংলা ছবি দেখতে বেশ আগ্রহী সেকথা কিন্তু বোঝা যাচ্ছে। বিশেষ করে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় যে সকলের মনেই রাজ করছেন, সেটা বলাই উচিত। এর আগেও সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতেও তাঁর পরিচালনা নিয়ে নানা কথা হয়েছিল, এবারও ব্যতিক্রম না। বরং, তিনি যেভাবে কৌশানিকে পূর্ণা হিসেবে তুলে ধরলেন, সেটা সাংঘাতিক ভাল। 



  • Apr 13, 2025 16:17 IST

    Entertainment live news: রাজেশ না, বিনোদ খান্না টুইঙ্কেলের বাবা!

     টুইঙ্কেল এক সাক্ষাৎকারে নিজেই সেকথা জানিয়েছেন। নিজের পিতৃপরিচয় নিয়েই ভয়ঙ্কর কথা বলে বসেন তিনি। তাঁর বোনের বরের সঙ্গে যেদিন প্রথম দেখা, সেদিন তিনি রসিকতা করতে গিয়েই রাজেশ খান্নার জায়গায় নিজের বাবা হিসেবে পরিচয় দেন বিনোদ খান্নার। একদিন সমাজ মাধ্যমে নিজেই জানিয়েছলেন তাঁদের দুই বোনের মধ্যে বয়সের পার্থক্য মাত্র ১ বছর। তাঁরা দুজনেই পুরো টম অ্যান্ড জেরির মতো। এবং একে অপরের সঙ্গে রসিকতা-মশকরা করতে তাঁদের জুড়ি মেলা ভার। তারপরই আসল কথা জানান। তিনি বলেন..."ওর বরের সঙ্গে যখন আমাদের দেখা হয়েছিল আমার মনে আছে, ওর বরকে আমি বলেছিলাম তোমার জেনে রাখা দরকার যে আমাদের দুটো বাবা। এবং দুজনের বাবা আলাদা। আমার বাবা বিনোদ খান্না এবং ওর বাবা রাজেশ খান্না। সেকারণেই আমি আকারে লম্বা আর ও বেটে। আমার বোন রেগে গিয়েছিল, যদিও আমার কাছে বেশ মজার ছিল ঘটনাটা।"  



  • Apr 13, 2025 14:56 IST

    Entertainment live news: অগ্নিকাণ্ডে আহত ছেলেকে নিয়ে ফিরলেন অভিনেতা, দেখুন ভিডিও..

    তেলুগু অভিনেতা তথা অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ ছেলে মার্ক শঙ্করকে নিয়ে হায়দরাবাদে ফিরেছেন। সিঙ্গাপুরে নিজের স্কুলে অগ্নিকাণ্ডে আট বছর বয়সী মার্কের হাত ও পায়ে আঘাত লাগে। অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টও দেখা দেয় তাঁর। রবিবার হায়দরাবাদ বিমানবন্দরে দেখা যায় পবন ও তাঁর ছেলেকে। অভিনেতা-রাজনীতিবিদের সঙ্গে তাঁর স্ত্রী ও কন্যাকেও দেখা গিয়েছে।  



  • Apr 13, 2025 13:52 IST

    Entertainment live news: ফিরছেন ACP প্রদ্যুম্ন! বড় খবর CID ভক্তদের জন্য..

    সিআইডি-র সাম্প্রতিক একটি পর্বে দেখা গিয়েছে, বারবোসার পরিকল্পিত বোমা বিস্ফোরণে শিবাজী সাতামের চরিত্র এসিপি প্রদ্যুমনের মৃত্যু হয়েছে। এই টুইস্ট হতবাক করে দিয়েছে অনুরাগীদের। তবে এখন রিপোর্ট বলছে, এসিপি প্রদ্যুমন মারা যাননি। বেশ কয়েকটি সংবাদমাধ্যম প্রকাশ করেছে যে নির্মাতারা আইকনিক চরিত্রটিকে ফিরিয়ে আনতে একটি বড় প্লট টুইস্টের পরিকল্পনা করছেন। সিআইডি নির্মাতারা চরিত্রটি ফিরিয়ে আনার জন্য ভক্তদের ব্যাপক চাহিদার পরে এসিপি প্রদ্যুমনের জন্য একটি গ্র্যান্ড রিএন্ট্রি পরিকল্পনা করছেন। সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকে ফের শুটিং শুরু করতে চলেছেন শিবাজি সাতাম। একটি প্রতিবেদনে আরও বলা হয়েছে যে শোতে পার্থ সামথানের উপস্থিতি স্বল্পস্থায়ী হবে। 



  • Apr 13, 2025 12:51 IST

    বিগ বস এবং খাত্রো কে খিলাড়ি - এই দুই শোয়ের অস্তিত্ব নাকি সংকটে?

    বিগ বস যেমন নানা বিতর্কের জন্ম দিয়েছে, ঠিক তেমনই এই শো থেকে বহু মানুষ নিজের জীবনের সেরা বন্ধু এবং প্রেম খুঁজে পেয়েছে। কিন্তু এই শো নাকি নতুন সিজন ফিরে আসার আগেই এক সমস্যার মুখোমুখি হয়েছে? এমনকি আদৌ এর নতুন সিজন আসবে কিনা, সেই নিয়েও উঠছে প্রশ্ন। কিন্তু কেন? এই শো দুটির যিনি প্রযোজক ছিলেন, তিনি নাকি ব্যাকফুটে চলে গিয়েছেন? তিনি নাকি তাঁর শেয়ার তুলে নিয়েছেন এই শো থেকে? কালারস টিভির সঙ্গে সঙ্গে তাঁদেরও প্রায় হাফ স্টক ছিল এই শোয়ে।



  • Apr 13, 2025 12:09 IST

    Entertainment live news: সানি দেওলের 'জাট' নিয়ে বড় কথা সৎ মা হেমার

    হেমা মালিনী এবং এশা দেওল সম্প্রতি সানি দেওলের জাটের প্রশংসা করে কিছু শব্দ শেয়ার করেছেন এবং বলেছেন যে ধর্মেন্দ্রও ছবিটি সত্যিই উপভোগ করেছেন। হেমা, সানির বাবা ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী। ইনস্ট্যান্ট বলিউডকে হেমা বলেন, 'শুনেছি বাম্পার নাম্বার দিয়ে ওপেন হয়েছে। এটা জেনে ভালো লাগছে যে মানুষ তার ছবিটি পছন্দ করছে। ধরম জি খুব খুশি। আমার বিশ্বাস, সিনেমাটি খুব ভালো হয়েছে। এষা আরও বলেন, 'আমি খুব খুশি। পুরোটাই তার কঠোর পরিশ্রম ও মানুষের ভালোবাসা। আমি খুব খুশি যে ছবিটি বড় জায়গায় রয়েছে। 



  • Apr 13, 2025 11:24 IST

    Entertainment live news: ভাইবোনের থেকে মুখ ফেরালেন গায়িকা

    সোনু নিজের সমাজ মাধ্যমে এক দুঃখের বার্তা লিখছেন। তিনি যে আন্তরিকভাবে ভীষণ যন্ত্রণার মধ্যে আছেন, সেকথাই জানিয়েছেন তিনি। এত ব্যাথা আর সহ্য হচ্ছে না বলেই এই সিদ্ধান্ত নিলেন তিনি? গায়িকা লিখছেন, "আপনাদের অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভাঙ্গা মন নিয়ে জানাচ্ছি, যে আমি আর টোনি এবং নেহার দিদি নয়।" 



Bollywood Actor bollywood actress bollywood tollywood news tollywood