/indian-express-bangla/media/media_files/2025/10/12/diane-2025-10-12-12-20-00.jpg)
জেনে নিন আপডেট...
Entertainment Latest News Highlights:
Diane Keaton Passes Away: ১৯৭৭ সালের রোম্যান্টিক কমেডি মুভি অ্যানি হল। এই ছবিতে উডি অ্যালেনের প্রেমিকার চরিত্রে অভিনয় করে অস্কার জিতেছিলেন। ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অস্কারজয়ী এই কিংবদন্তি অভিনেত্রী। তিনি নানা আদার দ্যান ডিয়ানে কেটন। শনিবার পিপল ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী পরিবারের তরফে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। 'দ্য গডফাদার ত্রয়ী', 'দ্য ফার্স্ট ওয়াইভস ক্লাব' এবং উডি অ্যালেনের সঙ্গে আটটি ছবিসহ অভিনয় কেরিয়ারে মোট ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। হলিউডে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন হলিউড অভিনেত্রী ডিয়ানে কেটন।
- Oct 12, 2025 18:07 IST
Saif Ali Khan Ex Wife: 'যখন হাসপাতালের বিছানায় থাকি...', প্রাক্তন স্ত্রী অমৃতাকে নিয়ে কোন সিক্রেট ফাঁস সইফের?
Saif Ali Khan-Amrita Singh: কাজল ও টুইঙ্কল খন্নার নতুন টক শো Too Much with Kajol & Twinkle-এ সম্প্রতি অতিথি হয়ে এসেছিলেন সইফ। সেখানে তিনি বলেন, 'আমরা শুধু গুরুত্বপূর্ণ বিষয়েই কথা বলি। আর সেটা তখনই হয় যখন আমি হাসপাতালের বেডে থাকি।'
- Oct 12, 2025 17:42 IST
Zubeen Garg Wife Garima: 'শক্তি দাও আমায়', জুবিনের মৃত্যুর পর কী প্রতিশ্রুতি দিলেন স্ত্রী গরিমা?
Zubeen Garg Wife Garima: স্বামী হারানোর যন্ত্রণা, সেই কষ্ট বোঝার ক্ষমতা অনেকের পক্ষেই সম্ভব না। আর সেই স্বামী যদি সুস্থ হন এবং হঠাৎ করেই এমন খবর আসে সেই মানুষটা আর নেই তাহলে নিজেকে ধরে রাখা যে সম্ভব না- এটা বোধহয় জুবিনের স্ত্রী গরিমাকে দেখলেই বোঝা যাচ্ছে। জুবিনের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন গরিমা।
- Oct 12, 2025 17:13 IST
Sudipa Chatterjee EXCLUSIVE: প্রতি ১৫ দিনে ১টা অবলা প্রাণীর মৃত্যু, টালিগঞ্জে নরক দর্শন, সুদীপার অভিযোগ..'বক্সের ভেতর নাড়িভুঁড়ি'
Sudipa Chatterjee: চারপেয়ে অবলা প্রাণী বলে কি তাদের প্রাণের কোন দাম নেই? নাকি তাদের সুরক্ষার জন্য কেউ পাশে দাঁড়াবে না? অভিনেত্রী সুদিপা চট্টোপাধ্যায় গতকাল রাতে যে নরক যন্ত্রণা সহ্য করেছেন, এবং তার সমাজ মাধ্যমের দৌলতে নরক দর্শন করিয়েছেন তার দর্শকদের, তাতে ঘুম উড়ে যাওয়ার জোগার। টালিগঞ্জের চন্ডী ঘোষ রোড, এলাকার একটি বাড়ি। যেখানে সারমেয়েদের এবং বিড়ালদের, আগলে রাখার ও দেখভাল করানোর নামে অকথ্য অত্যাচার করা হয়, নিজের আদরের বিড়ালকে সেখানেই হারালেন তিনি।
- Oct 12, 2025 16:52 IST
রবিবাসরীয় সকালে প্রকাশ্যে 'টম অ্যান্ড জেরি' চিরঞ্জিৎ-রুক্মিণী, খুনসুটি-মান অভিমান দেখে কী বললেন দেব?
রবিবাসরীয় সকালে প্রকাশ্যে এল রুক্মিণী মৈত্রর পরবর্তী ছবির ঝলক। প্রথমবার বাবা মেয়ের ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র। 'এক লক্ষ্মীমন্ত মেয়ে আর তার অবাধ্য বাবার মান-অভিমানের গল্প'-এই ক্যাপশনেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টিজার পোস্ট করেছেন রুক্মিণী। শুভেচ্ছা জানিয়েছেন 'রঘু' দেব। নতুন ছবির টিজার শেয়ার করে শুভেচ্ছাবার্তায় লিখেছেন, 'নতুন ছবির জন্য অনমেক শুভকামনা। এই শীতে মুক্তি পাচ্ছে হাঁটি হাঁটি পা পা।' উল্লেখ্য, রুক্মিণীর যে কোনও ছবি মুক্তির আগে শুভেচ্ছা জানান দেব। বিনোদিনীর সময় তো সিনেমার প্রচারেও পাশে ছিলেন 'রাজার রাজা' দেব।
- Oct 12, 2025 16:26 IST
Aamir Khan: অটোতে পোস্টার লাগানো-পথচারীদের ছবি দেখার আর্জি, সফল কেরিয়ারের তাগিদে আমিরের লড়াই শুনলে তাজ্জব বনে যাবেন
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি Lehren Retro-তে একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। সেখানেই সাধারণ টি-শার্ট ও শর্টসে দেখা যাচ্ছে আমির খানকে। Qayamat Se Qayamat Tak মুক্তির আগে পথচারীদের মধ্যে পোস্টার বিতরণ করছেন এবং অটো-রিকশার চালকদের কাছে বিনীতভাবে অনুরোধ তাঁরা যেন তাদের গাড়িতে সিনেমার পোস্টার ঝুলিয়ে রাখেন। এখানেই থেমে থাকেননি আমির। পথচারীদের সিনেমা হলে গিয়ে ছবি দেখার আর্জিও করেন। অভিনেতা হিসেবে আমিরের এই কঠোর পরিশ্রম, কাজের প্রতি একাগ্রতা ইন্ডাস্ট্রিতে পায়ের নীচের মাটি শক্ত করতে সাহায্য করেছে। সে কথা বলাইবাহুল্য।
- Oct 12, 2025 14:16 IST
Trisha Krishnan Wedding: বাড়ির পছন্দের ব্যবসায়ী পাত্রের সঙ্গে চুপিসারে বিয়ে! চর্চার মাঝেই হানিমুন প্রসঙ্গে তৃষা বললেন...
অভিনেত্রী তৃষা কৃষ্ণানের জীবন নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। তিনি নাকি চণ্ডীগড়ের এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নিজের সম্পর্কে এমন রটনা আর মেনে নিতে পারেননি তৃষা। তাঁর জীবন নিয়ে মানুষের পরিকল্পনা কখন যে মধুচন্দ্রিমা পর্যন্ত পৌঁছে যাবে সেই নিয়ে চিন্তিত তৃষা! বাড়ির সদস্যের পছন্দ করা পাত্রের সঙ্গে অভিনেত্রী জীবনের নতুন জার্নি শুরু করেছেন। দুই পরিবারের নাকি বেশ কিছু বছর পরিচয়। যদিও আনুষ্ঠানিকভাবে তৃষা এই খবরে সিলমোহর দেননি। বরং দেখে নেওয়া যাক ইনস্টা স্টোরিতে উলটো সুরে কথা বললেন অভিনেত্রী। তৃষা মজা করে লিখেছেন, 'আমার খুব আনন্দ হয় যখন মানুষ আমার জীবন নিয়ে পরিকল্পনা করে। আমি তো অপেক্ষা করি কখন আমার হানিমুনের সময় নির্ধারিত করে দেয়।'
- Oct 12, 2025 13:47 IST
Kareena Kapoor-Saif Ali Khan: 'সইফকে আমার থেকে বেশি ভয় পায়', জেহ-তৈমুরকে কী ভাবে বড় করছেন সইফিনা? ফাঁস করলেন বেবো
Kareena Kapoor-Taimur-Jeh: সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টের নতুন পর্বের অতিথি ছিলেন করিনা কাপুর খান। সন্তানদের লালনপালন প্রসঙ্গে কথা বলেছেন বেবো। কারিনা স্বীকার করেছেন, সাইফের এই সহজ-সরল স্বভাবের মাঝেও একধরনের কর্তৃত্ববোধ আছে যা মাঝে মধ্যে নিজের সুবিধার্থে প্রয়োগ করেন। বেবোর বক্তব্য, 'আমাদের কেউই খুব রেগে যাই না। কিন্তু যদি ওরা খুব বেশি দুষ্টুমি করে বা ওদেরকে কোনও কাজ করাতে হবে তখন বলতে হয় আব্বা রেগে যাবে। কারণ আমার মনে হয়, ছেলেরা আমায় যতটা ভয় পায় তার চেয়ে বেশি সইফকে ভয় পায়।'
- Oct 12, 2025 13:22 IST
Abhishek Bachchan: গর্বের শেষ নেই, অভিষেক পুরস্কার পেতেই জড়িয়ে ধরে স্নেহচুম্বন জয়ার, ঐশ্বর্য কোথায়?
Abhishek Bachchan: অবশেষে এই বিশেষ বিভাগে পুরস্কার হাতে পাওয়ার সৌভাগ্য হল। অভিষেক বচ্চন, তাঁর দীর্ঘদিনের কেরিয়ারে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ব্ল্যাক লেডিকে ছুঁতে পারার আনন্দ পেলেন। কিংবদন্তি অমিতাভ বচ্চনের পুত্র হয়েও কেরিয়ারের প্রথমদিকে তিনি পরিচিতি পেলেও অভিনেতা হিসেবে খ্যাতি অর্জন করতে পারেননি। এমনকি, গুরু ছবিতে তাঁর অভিনয় দারুণ কিছু চরিত্র তাঁকে শুরুর দিকে উপহার দিতে পারল না। তাঁকে স্টিরিওটাইপ হিসেবেই ভাবা হতে থাকে। তবে, শেষ কিছু ছবিতে তিনি তাঁর অভিনয় দক্ষতার পরিচয় দিলেন।
- Oct 12, 2025 13:17 IST
SRK-Kajol Filmfare Awards: শাহরুখ-কাজলের পারফরম্যান্সে জিয়া নস্ট্যাল-মাঝরাত পর্যন্ত নাচের মহড়ায় বাদশা, আর কী চমক ফিল্মফেয়ারে?
Filmfare Awards 2025: শাহরুখ-কাজলের উপস্থিতিতে তৈরি হয়েছিল এক নস্ট্যালজিক মুহূর্ত। ১৭ বছর পর ফের সঞ্চালকের আসনে কিং খান। প্রথমবার এই অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করলেন অনন্যা পাণ্ডে।
- Oct 12, 2025 12:44 IST
দিওয়ালির আগেই নিখোঁজ সন্তান, ছেলের দুঃশ্চিন্তায় সকলের কাছে কী আর্জি ডিয়ার জিন্দেগী খ্যাত অভিনেত্রীর?
Farida Patel Son Missing: ২৬ বছর বয়সী ছেলে অংশু ভেঙ্কট গত ২৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। মুম্বইয়ের গ্রান্ট রোড ইস্টের বাড়ি থেকেই নিখোঁজ অভিনেত্রী ফারিদা প্যাটেল ভেঙ্কটের ছেলে। লেটেস্ট পোস্টে জানিয়েছেন, ৭ অক্টোবর রাত প্রায় সাড়ে আটটা নাগাদ অংশুকে কুরলা ওয়েস্টে দেখা গিয়েছে। তিনি লিখেছেন, 'আমরা এখনও অংশুকে খুঁজছি। কেউ যদি ওকে দেখতে পান দয়া করে ওর সঙ্গে থাকুন এবং সঙ্গে সঙ্গে আমাদের ফোন করুন। কোনও তথ্য থাকলে দয়া করে ৯৮২০৯০২৮২৮ নম্বরে যোগাযোগ করুন। আপনাদের সাহায্য ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।'
- Oct 12, 2025 12:21 IST
Diane Keaton Dies: বিনোদুনিয়ায় নক্ষত্রপতন, জীবনাবসান অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রীর
সেরা অভিনেত্রীর জন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন ১৯৮১ সালে। রাজনৈতিক নাটক রেডস-এ মার্কিন সাংবাদিক লুইস ব্রায়ান্ট চরিত্রে সাড়া ফেলেছিলেন। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ১৯৯৬ সালে পারিবারিক ছবি মার্ভিন’স রুম এবং ২০০৩ সালের রোমান্টিক কমেডি সমথিং’স গটা গিভ। কেটন ছিলেন একাধারে পরিচালক, লেখক, প্রযোজক ও আলোকচিত্রশিল্পীও। তিনি দুটি আত্মজীবনীমূলক বই লিখেছেন, Then Again এবং Let’s Just Say It Wasn’t Pretty।