Entertainment Latest News Highlights: প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী

Entertainment Latest News Highlights:: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights:: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
d6

জেনে নিন আপডেট...

Entertainment Latest Live News Updates: প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ডায়ান ল্যাড, যিনি মার্টিন স্করসেসির 'Alice Doesn’t Live Here Anymore', ডেভিড লিঞ্চের -'Wild at Heart' এবং মার্থা কুলিজের -'Rambling Rose' ছবিতে উজ্জ্বল অভিনয়ের জন্য তিনবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন, তিনি সোমবার মারা গিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮৯।

Advertisment

  • Nov 04, 2025 15:59 IST

    আদালতে লাগামছাড়া ভিড়, রেগে আগুন বিচারক, নৃশংস হত্যাকান্ডে ফের কারাগারে অভিনেত্রী!

    Renukaswamy case: কন্নড় অভিনেতা দর্শন তুগুদীপা, তার কথিত সঙ্গী পবিত্রা গৌড়া এবং আরও ১৫ জনের বিরুদ্ধে রেণুকাস্বামী হত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। বেঙ্গালুরুর ৬৪তম আদালতে সোমবার চার্জশিট দাখিল হয়, যেখানে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ এবং বেআইনি সমাবেশের অভিযোগ তোলা হয়েছে। মোট ১৭ জন অভিযুক্তই নিজেদের নির্দোষ দাবি করেছেন। আদালত আগামী ১০ নভেম্বর থেকে বিচার শুরু করার জন্য শুনানি স্থগিত করেছে। চার্জশিটে পবিত্রা গৌড়াকে এই মামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।



  • Nov 04, 2025 14:55 IST

    কিংবদন্তির জীবনাবসান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

    মঞ্চ, চলচ্চিত্র এবং টেলিভিশন- তিন মাধ্যমেই সমান দক্ষতার পরিচয় দিয়ে, এই অভিনেত্রী, দর্শকের মন জয় করেছিলেন। ১৯৪০ সালের ১১ মার্চ জন্ম হয় এই শিল্পীর। কিশোর বয়সেই অভিনয়-জগতে পা রাখেন এবং পরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি)-তে পড়াশোনার মাধ্যমে অভিনয়ের সাধনাকে আরও পোক্ত করেন। মারাঠি অভিনয় জগতের প্রিয় মুখ দয়া ডোংরে বার্ধক্যজনিত কারণে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫। 



  • Advertisment
  • Nov 04, 2025 14:38 IST

    Himanta Sarma-Zubeen Garg Death: 'জুবিনের মৃত্যু অস্বাভাবিক নয় ওকে...', চার্জশিট জমার দিন ঘোষণা করে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

    Zubeen Garg Death Case Update: ১৯ সেপ্টেম্বর ৫২ বছর বয়সে জুবিনের অকাল প্রয়াণ যেন আজও মেনে নিতে পারছে না তাঁর অনুরাগীরা। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সব শেষ! প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল স্কুবা ডাইভিংয়ের সময় ডুবে গিয়ে মৃত্যু হয়েছে গায়কের। কিন্তু, সময় যত গড়িয়েছে তদন্ত এগচ্ছে, এই গ্রেফতারও হয়েছে কয়েকজন। তদন্ত চলাকালীন জানা গিয়েছে জুবিন সাঁতার জানতেন। প্রয়াত গায়কের স্ত্রী দাবি করেছেন জুবিনের ম্যানেজার জানতেন জলে তাঁর সমস্যা আছে। অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রথম দিন থেকেই জুবিনের মৃত্যুর সঠিক তদন্তের লক্ষ্যে এগনোর নির্দেশ দিয়েছেন। সম্প্রতি সংবাদ সংস্থা PTI-র কাছে তিনি দাবি করেছেন, জুবিন গর্গের মৃত্যু অস্বাভাবিক নয়, তাঁকে খুন করা হয়েছে।



  • Nov 04, 2025 13:29 IST

    Shyamoupti Mudly Birthday: প্রথমবার প্রি বার্থডে সেলিব্রেশন রণজয়ের সারপ্রাইজ আর মায়ের হাতের রান্নায় জন্মদিন জমজমাট: শ্যামৌপ্তি

    প্রি বার্থডে সেলিব্রেশন

    সেই প্রসঙ্গে পূর্ণ সম্মতি জানিয়ে উচ্ছ্বাসের সঙ্গে বলেন, 'প্রথমবার প্রিবার্থডে-র অভিজ্ঞতা হল। সেটা সারাজীবন মনে রাখবে। নিজের বুদ্ধি, পরিশ্রম দিয়ে ওই দিন যে ব্যবস্থা করেছিল তার থেকে বড় গিফট আর কিছু হতে পারে না। জন্মদিনটা পুরোটাই সারপ্রাইজের উপরই চলছে। যাঁরা আমাকে খুব কাছ থেকে চেনে তাঁরা জানে আমার কাছে প্রকৃত উপহার কী।' 



  • Nov 04, 2025 13:09 IST

    জীবদ্দশায় উপেক্ষিত, মৃত্যুর পর কিংবদন্তি, দারিদ্রতাই কেড়ে নিল সুরকারকে

    তিনবার অস্কার মনোনয়নের সম্মানপ্রাপ্ত এবং শক্তিশালী অভিনয়ের জন্য বিখ্যাত হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই। ৮৯ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাশে ছিলেন তাঁর মেয়ে, অভিনেত্রী লরা ডার্ন। লরা এক বিবৃতিতে মায়ের মৃত্যুর খবর জানিয়ে তাকে নিজের “চিরকালের নায়ক” এবং “জীবনের সবচেয়ে বড় উপহার” বলে বর্ণনা করেছেন। মৃত্যুর কারণ ঘোষণা করা হয়নি। 



  • Nov 04, 2025 12:19 IST

    Madhuri Dixit: অনুষ্ঠানে ৩ ঘণ্টা দেরি-টাকা ফেরৎ-এর দাবি! মাধুরীর শো ঘিরে তুলকালাম, অনলাইনে ভাইরাল ভিডিও

    Madhuri Dixit: মেলবোর্নের কনসার্টে তিন ঘণ্টা দেরিতে পৌঁছানোর জন্য গায়িকা নেহা কক্করকে জনগণের রোষের মুখে পড়তে হয়েছিল। সেই একই ঘটনার ছায়া মাধুরী দিক্ষীতের জীবনেও। এই মুহূর্তে বলিউডের ডান্সিং ক্যুইন মাধুরী দিক্ষীতকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। নেপথ্যে কানাডা সফরের নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা দেরিতে পৌঁছানো। এই ঘটনায় উপস্থিত দর্শকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায়  ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। কাঠগোড়ায়  অনুষ্ঠানের আয়োজকরাও, প্রশ্ন উঠেছে তাঁদের দক্ষতা নিয়েও। ইতিমধ্যেই অনুষ্ঠানের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে মাধুরী মঞ্চে পারফর্ম করছেন। ভিডিওটির উপর লেখা, 'যদি একটা পরামর্শ দিতে পারতাম সেটা হবে মাধুরী দীক্ষিতের অনুষ্ঠানে যাবেন না। আপনার টাকা বাঁচান।' 



  • Nov 04, 2025 11:53 IST

    সিনে-জগতে নক্ষত্রপতন, চলে গেলেন অস্কার-মনোনীত অভিনেত্রী

    তিনবার অস্কার মনোনয়নের সম্মানপ্রাপ্ত এবং শক্তিশালী অভিনয়ের জন্য বিখ্যাত হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই। ৮৯ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাশে ছিলেন তাঁর মেয়ে, অভিনেত্রী লরা ডার্ন। লরা এক বিবৃতিতে মায়ের মৃত্যুর খবর জানিয়ে তাকে নিজের “চিরকালের নায়ক” এবং “জীবনের সবচেয়ে বড় উপহার” বলে বর্ণনা করেছেন। মৃত্যুর কারণ ঘোষণা করা হয়নি। 



Entertainment News Today