/indian-express-bangla/media/media_files/2025/10/16/851815-69403-tsufczuqhq-1506404328-2025-10-16-10-39-25.jpg)
জেনে নিন আজকের আপডেট...
Entertainment Latest Highlights: সংগীত জগতের দুই প্রতিভাবান শিল্পী রঘু দীক্ষিত ও বারিজাশ্রী বেণুগোপাল তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে চলেছেন। জনপ্রিয় ব্যান্ড ‘The Raghu Dixit Project’-এর প্রতিষ্ঠাতা ও মুখ্য শিল্পী রঘু দীক্ষিত (৫০) এবং গ্র্যামি-মনোনীত গায়িকা ও বাঁশিবাদক বারিজাশ্রী বেণুগোপাল (৩৪) এই মাসের শেষের দিকে একটি ছোট, ঘনিষ্ঠ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। যদিও বিয়ের তারিখ ও স্থান এখনও প্রকাশ করা হয়নি, রঘু বেঙ্গালুরু টাইমসকে জানিয়েছেন, এই নতুন অধ্যায় তাঁর জীবনে ‘স্থিরতা’ এনে দিয়েছে।
- Oct 16, 2025 19:02 IST
North Bengal-Tollywood: প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ, লক্ষ লক্ষ টাকা ত্রান তহবিলে দান টলিপাড়ার
North Bengal Flood-Tollywood: শেষ কিছুদিনে উত্তরবঙ্গ বারবার নজরে এসেছে। কারণ, প্রাকৃতিক দুজ্যোগ। ধসে-বন্যায় প্রায় বেশিরভাগ এলাকা শেষ। মানুষের প্রাণহানির সঙ্গে সঙ্গে তাঁরা যেভাবে নিজেদের অনেককিছু হারিয়েছেন, তা দেখে চোখে জল আসতে ব্যাস্ত। বাংলার যে এলাকা এত সুন্দর যেখানে চোখ রাখলে শান্তির নিঃশ্বাস পরে মানুষের, সেই পাহাড়-কে এভাবে ভেঙেড়তে দেখে অনেকেরই মন কেঁদে উঠেছিল।
- Oct 16, 2025 18:08 IST
Amar Singh Chamkila: বীরেন্দ্র মৃত্যুর তিন দিন আগে দেখা করেছিলেন, অমর সিং-কে আগেভাগেই সতর্ক করেছিলেন যোগরাজ?
ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা, অভিনেতা ও প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং সম্প্রতি এক সাক্ষাৎকারে ১৯৮০-এর দশকের পাঞ্জাবি সিনেমা জগতের উত্তাল সময়ের স্মৃতি তুলে ধরেছেন। তাঁর দাবি, সেই সময় তিনিই ছিলেন একমাত্র পাঞ্জাবি অভিনেতা, যাকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। যোগরাজ জানিয়েছেন, তিনি শিখ নেতা জারনেইল সিং ভিন্দ্রানওয়ালের সঙ্গে দেখা করেছিলেন, যিনি ব্যক্তিগতভাবে তাঁর নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন। সেই সময় পাঞ্জাবের সাংস্কৃতিক ও চলচ্চিত্র মহলের বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে টার্গেট করা হচ্ছিল।
- Oct 16, 2025 17:07 IST
Sudipa Basu-Piyush: পীযূষের মৃত্যুর দিনে সেটে নেমেছিল নীরবতা, থমথমে মুখে অঞ্জন দত্ত, স্মৃতিচারণে সুদীপা বসু
সুদীপার কথায়, তাঁর অভিনয়জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ ছিল ম্যাডলি বাঙালি এবং চিত্রচোর। এই দুই ছবিতেই পীযূষের সঙ্গে কাজ করেছিলেন তিনি। সহজ কথায় এসে তিনি স্মৃতিচারণ করেন, “ও ছিল দারুণ একজন মানুষ, শুধু অভিনেতা হিসেবেই নয়, মানুষ হিসেবেও অসাধারণ। আমি ওকে ভীষণ মিস করি। পীযূষ যখন চলে গেল, তখন আমরা ‘মিস্টার পিচম অ্যান্ড মিসেস পিচম’-এর কাজ করছিলাম।”
- Oct 16, 2025 15:23 IST
Bengali Serial TRP: ফের বেঙ্গল টপার এই ধারাবাহিক, খেতাব হারাল চিরদিনই তুমে যে আমার
Bengali Serial TRP: আবারও ঘুরেছে খেলা। বাংলা ধারাবাহিকে প্রতি সপ্তাহেই বেঙ্গল টপারের জায়গা ছিনিয়ে নিচ্ছে ভিন্ন ভিন্ন ধারাবাহিক। গত সপ্তাহে চমকপ্রদ ফল করে টিআরপি-র মাথায় ছিল চিরদিনই তুমি যে আমার। তবে, এই সপ্তাহে আবারও আগের ঘটনা। সেই বেঙ্গল টপারের খেতাব গিয়ে পৌঁছল পরিণীতার কাছে।
- Oct 16, 2025 14:12 IST
Raghu Dixit: ৫০-এ বিয়ের পিঁড়িতে গায়ক, গাঁটছড়া বাঁধছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকার সঙ্গে
Raghu Dixit: সংগীতজগতের দুই প্রতিভাবান শিল্পী রঘু দীক্ষিত ও বারিজাশ্রী বেণুগোপাল তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে চলেছেন। জনপ্রিয় ব্যান্ড ‘The Raghu Dixit Project’-এর প্রতিষ্ঠাতা ও মুখ্য শিল্পী রঘু দীক্ষিত (৫০) এবং গ্র্যামি-মনোনীত গায়িকা ও বাঁশিবাদক বারিজাশ্রী বেণুগোপাল (৩৪) এই মাসের শেষের দিকে একটি ছোট, ঘনিষ্ঠ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। যদিও বিয়ের তারিখ ও স্থান এখনও প্রকাশ করা হয়নি, রঘু বেঙ্গালুরু টাইমসকে জানিয়েছেন, এই নতুন অধ্যায় তাঁর জীবনে ‘স্থিরতা’ এনে দিয়েছে।
- Oct 16, 2025 13:28 IST
Pankaj Dheer dies: রক্তাক্ত চোখ, রথ থেকে ঝাঁপ-ই হত মৃত্যুর কারণ! তবুও হার মানেননি কর্ণ, অবশেষে লড়াই শেষ পঙ্কজ ধীরের
এক পুরনো সাক্ষাৎকারে পঙ্কজ ধীর জানান, কর্ণের চরিত্রে অভিনয় করা, তাঁর জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা ছিল। শারীরিকভাবেও বেশ ভেঙে পড়েন তিনি। তিনি বলেন, "অর্জুন ও কর্ণের যুদ্ধের দৃশ্যের সময় একটি তীর ভুলবশত আমার চোখের কোণে এসে লাগে। মুহূর্তের মধ্যে রক্ত ঝরতে শুরু করে। সবাই আতঙ্কিত হয়ে বলছিল, ‘পঙ্কজ ধীর অন্ধ হয়ে গেছে!’ তখন ভাবছিলাম, ক্যারিয়ার তো সবে শুরু, এখনই শেষ হয়ে গেল নাকি?"
- Oct 16, 2025 12:28 IST
Mimi Chakraborty-Kali Puja: আলো উৎসবে অবলাদের আর্তনাদ! শব্দবাজি কমাতে অনুরোধ মিমি চক্রবর্তীর
Mimi Chakraborty-Kali Puja: আলো উৎসবে চারিদিক যনখ আনন্দে আত্মহারা। ঠিক তখনই, কিছু অবলা প্রাণীদের তখন যেন প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা করতে হয়। তাঁরা কোথায় তখন আশ্রয় নেবে, কীভাবে একটু শব্দের হাত থেকে বাঁচবে, সেটাই তখন তাঁদের জীবনের আসল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। সেই চারপেয়ে অবলাদের কথা উৎসব আবহে কেউ ভাবে না। কিন্তু, যারা তাঁদেরকে সন্তানের চোখে দেখেন, তাঁদের কাছে এই দিন যেন আতঙ্কের।
- Oct 16, 2025 11:29 IST
Madhumati Death: স্বর্ণযুগের অবসান, না ফেরার দেশে ফিল্মি দুনিয়ার কিংবদন্তি
Madhumati Death: প্রবীণ অভিনেত্রী ও নৃত্যশিল্পী মধুমতি ১৫ অক্টোবর, ৮৭ বছর বয়সে প্রয়াত। আঁখেন, টাওয়ার হাউস, শিকারি এবং মুঝে জিনে দো-এর মতো সিনেমায় তাঁর অভিনয় তাঁকে ভারতীয় চলচ্চিত্রের স্মরণীয় মুখ করে তুলেছিল। দীর্ঘ ক্যারিয়ারে, মধুমতি তাঁর অভিব্যক্তিশীল নাচ এবং পর্দার উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। প্রায়শই হেলেনের সঙ্গে তুলনা করা হলেও, মধুমতির নিজস্ব স্বতন্ত্র নৃত্যশৈলী এবং অভিনয় তাঁকে আলাদা করেছিল।
- Oct 16, 2025 10:42 IST
Bomb Threat: স্টুডিওতে বোমা হুমকি! কিংবদন্তি সুরকারকে সুরক্ষা দিতে তদন্তে পুলিশ
ইমেলটিতে দাবি করা হয়েছিল যে ইলায়ারাজার স্টুডিওতে একটি বোমা পুঁতে রাখা হয়েছে। শুধু তাঁর অফিসেই নয়, ইমেলটির একটি অনুলিপি পাঠানো হয়েছিল, পুলিশের ডেপুটি জেনারেলের অফিসে। ঘটনাটির পরপরই পুলিশ বাহিনী ও বোমা নিষ্কাশন স্কোয়াড (BDDS) ঘটনাস্থলে পৌঁছে যায়। পুরো স্টুডিও এবং আশপাশের এলাকা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়। তবে শেষ পর্যন্ত এটি একটি ভুয়ো হুমকি বলে নিশ্চিত করেন কর্মকর্তারা।