Entertainment Latest Highlights: অকাল প্রয়াণ শিল্পীর...

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
ri1

জেনে নিন আজকের আপডেট...

Entertainment Latest Live News Updates:  গায়ক ও অভিনেতা ঋষভ ট্যান্ডন, যিনি ‘ফকির’ নামেও পরিচিত, আকস্মিক মৃত্যুবরণ করেছেন। জনপ্রিয় পাপারাজ্জো ভাইরাল ভায়ানি ইনস্টাগ্রামে তাঁর মৃত্যুর খবরটি শেয়ার করেন। জানা গেছে, ঋষভ দিল্লিতে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু নিশ্চিত করেছেন যে মৃত্যু একেবারেই অপ্রত্যাশিত ছিল। 

Advertisment
  • Oct 22, 2025 20:00 IST

    Bangladeshi Rockstar James: বয়সকে বুড়ো আঙুল, ৬১-তে ফের বাবা হলেন রকস্টার

    Bangladeshi Rockstar James: বাংলা রক সংগীতের কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়। নবজাতকের নাম রাখা হয়েছে জিবরান আনাম। জন্মের সময় জেমস ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর নবজাতককে নিয়ে দেশে ফেরেন জেমস ও তাঁর স্ত্রী নামিয়া আনাম।

    Bangladeshi Rockstar James: বয়সকে বুড়ো আঙুল, ৬১-তে ফের বাবা হলেন রকস্টার



  • Oct 22, 2025 19:26 IST

    Pabitra Puniya: টেকেনি আগের সম্পর্ক, ১ বছরের মাথায় কার সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী?

    Bigg Boss Fame Actress Engagement: অভিনেত্রী পবিত্রা পুনিয়া, যিনি ইয়ে হ্যায় মহব্বতে, নাগিন এবং বলবীর এর মতো জনপ্রিয় ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত, সম্প্রতি একজন মার্কিন ব্যবসায়ীর সঙ্গে নতুন সম্পর্ক শুরু করেছেন। অভিনেত্রী তাঁর এনগেজমেন্টের মনোরম ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, তবে সঙ্গীর নাম বা মুখ দেখাননি। ২০২৪ সালে অভিনেতা এজাজ খান-এর সঙ্গে সম্পর্ক ভাঙার পর এবার পবিত্রা জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।



  • Advertisment
  • Oct 22, 2025 16:20 IST

    Dipika Kakkar: 'জীবন অনিশ্চিত', ক্যানসারের পর একাধিক উপসর্গ, ভাল নেই অভিনেত্রী?

    সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগে দীপিকা তার স্বাস্থ্যের নতুন আপডেট শেয়ার করেছেন। তিনি জানান, নিয়মিত রক্ত পরীক্ষা করার পর জানা গেছে যে ক্যান্সার চিকিৎসার কারণে, তার থাইরয়েডের মাত্রা বেড়ে গেছে। পাশাপাশি তিনি তীব্র চুল পড়া ও মুখের আলসারের সমস্যাতেও ভুগছেন। দীপিকা বলেন...



  • Oct 22, 2025 15:17 IST

    KIFF 2025: কলকাতার পর্দায় জীবন্ত ক্লাসিক, KIFF-এ এবার কী কী সিনেমা দেখানো হবে?

    KIFF 2025: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শতবর্ষ এবং বিশেষ শ্রদ্ধাঞ্জলি বিভাগের অংশ হিসেবে বেশ কয়েকটি কাল্ট ক্লাসিক সিনেমাগুলির একটি চমকপ্রদ লাইনআপ তৈরি করা হয়েছে। এই লাইনআপে ১৯২৫ সালের নির্বাক চলচ্চিত্র ‘দ্য লাইট অফ এশিয়া’ রয়েছে, যা সত্যজিৎ রায়ের ‘জয় বাবা ফেলুনাথ’-এর মতো মাস্টারপিসের সঙ্গে তুলনীয়। উৎসবে প্রদর্শিত হবে সত্যজিৎ রায়ের ‘অরণের দিনরাত্রি’ এবং বিমল রায়ের ‘দো বিঘা জমিন’ এর ৪K পুনরুদ্ধারকৃত সংস্করণ।



  • Oct 22, 2025 14:15 IST

    Chitrangada Singh: হাসপাতালে ভর্তি চিত্রাঙ্গদা! উৎসব আবহে কী এমন হল তাঁর?

    Chitrangada Singh: অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং তাঁর পর থেকেই উদ্বিগ্ন তাঁর ভক্তরা। তবে, তিনি তাঁর ভক্তদের স্বস্তি দিয়েছেন এবং নিজের স্বাস্থ্যের আপডেট শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে তিনি একটি ছবি পোস্ট করেন, যেখানে মেডিকেল ড্রিপের সঙ্গে বিশ্রাম করছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "খরগোশের মতো দৌড়ে ফিরে আসার আশা করছি শীঘ্রই!"



  • Oct 22, 2025 13:04 IST

    বুধের সকালে দুঃসংবাদ! দিল্লিতে অকালমৃত্যু ঋষভের

    ঋষভ ট্যান্ডন ছিলেন মুম্বাই-ভিত্তিক প্রতিভাবান গায়ক, সুরকার ও অভিনেতা। তিনি তাঁর শান্ত, আধ্যাত্মিক স্বভাব এবং সঙ্গীতের প্রতি গভীর নিবেদনের জন্য পরিচিত ছিলেন। তাঁর ইনস্টাগ্রাম বায়োতে লেখা ছিল — “শিবের শক্তিতে আচ্ছন্ন একজন বিশ্বাসী... গায়ক | সুরকার | অভিনেতা।” তাঁর সৃষ্টিতে প্রায়ই আধ্যাত্মিকতা ও মানবিকতার ছোঁয়া দেখা যেত।



  • Oct 22, 2025 12:08 IST

    Salman Khan-Arbaz Khan: অশ্লীল গানে আপত্তি! 'রেগে বাসন ছুড়তেন সলমন...', আরবাজের বিরুদ্ধে বিস্ফোরক পরিচালক

    অভিনব জানান, সলমন রাতের বেলা হঠাৎ তাঁর ঘরে এসে ছবির সম্পাদনা পরিবর্তন করতেন। তিনি বলেন, "রাত দেড়টায় সলমন আমার রুমে ঢুকতেন এবং আরবাজের একটি চেজ সিন সম্পূর্ণ কেটে দিতেন। তাঁর মধ্যে প্রবল নিরাপত্তাহীনতা ছিল।" এই নিয়ে সালমান ও আরবাজের মধ্যে একবার তীব্র ঝগড়াও হয়। তাঁর কথায়, "আমি নিজেই দেখেছি সলমন রেগে বাসনপত্র ছুড়ছেন।"পরিচালকের আরও অভিযোগ, সলমন নাকি একবার ছবির সম্পাদককে 'অপহরণ' করে তাঁর ফার্মহাউসে নিয়ে গিয়েছিলেন, যাতে সম্পূর্ণ এডিটিং প্রক্রিয়ার নিয়ন্ত্রণ তাঁর হাতে থাকে। "সম্পাদককে তিনি হুমকি দেন, যদি পরিচালক ছবিতে হস্তক্ষেপ করেন, তবে বিপদ হবে। 



  • Oct 22, 2025 11:13 IST

    Sanjay Dutt: অস্ত্র পছন্দ ছিল সঞ্জয়ের! মামলার ভয়েই সুনীল-পুত্রর পাশ থেকে সরে দাঁড়ায় বলিউড

    Sanjay Dutt-Bollywood: ১৯৯৩ সালের মারাত্মক মুম্বাই বোমা বিস্ফোরণের পরে অভিনেতা সঞ্জয় দত্তকে অন্যতম অভিযুক্ত হিসেবে দেখা হয়। পুলিশি তদন্তের পরই তাকে গ্রেপ্তার করা হয়। মামলার পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকম, সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, সঞ্জয় বিস্ফোরণের কোনো খবরই পেতেন না। তিনি জানিয়েছেন, সেই সময় অস্ত্র আইনে গ্রেপ্তার হওয়া অভিনেতার কাছে একটি 'একে-৫৬' রাইফেল ছিল এবং তিনি 'অস্ত্রের জন্য পাগল' ছিলেন, যা তাকে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত করেছিল।



  • Oct 22, 2025 10:30 IST

    Priya Malik: এক মুহূর্তের অসাবধানতা কেড়ে নিচ্ছিল প্রাণ!

    তবে সম্প্রতি অভিনেত্রী এক ভয়াবহ ঘটনার মুখোমুখি হন, যা ঘটেছিল গতকাল, অর্থাৎ দীপাবলির রাতে। ২০২৫ সালের ২০ অক্টোবর। নিজের সমাজ মাধ্যমের পেজে প্রিয়া একটি এমন অভিজ্ঞতা শেয়ার করেন, যা তাঁর জীবন পর্যন্ত কেড়ে নিতে পারত, যদি না তাঁর বাবা উপস্থিত থেকে তাঁকে বাঁচাতেন! 

     Priya Malik: এক মুহূর্তের অসাবধানতা কেড়ে নিচ্ছিল প্রাণ! ভয়াবহ অগ্নিকান্ডের শিকার বিগ-বস খ্যাত অভিনেত্রী



Entertainment News Today bollywood actress