Entertainment Latest News Highlights: না ফেরার দেশে ভারতীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
hu1

জেনে নিন আজকের আপডেট...

Entertainment Latest news Highlights: তামিল চলচ্চিত্র-জগতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক, এমসি সাবেসান, যিনি 'সাবেশ' নামে বেশি পরিচিত ছিলেন, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

Advertisment

সাবেশ ছিলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জুটি সাবেশ-মুরালির একজন সদস্য। তাঁরা তাঁদের সঙ্গীতযাত্রা শুরু করেন তাঁদের ভাই, কিংবদন্তি সুরকার দেবা-র সহকারী হিসেবে। ১৯৯৯ সালে প্রশান্ত অভিনীত “জোড়ি” সিনেমায়,  ব্যাকগ্রাউন্ড মিউজিক, রচনা করার সুযোগ তাঁদের কেরিয়ারে এক বড় মোড় আনে।

  • Oct 24, 2025 17:53 IST

    Sachin Sanghvi Arrested: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে লাগাতার যৌন অত্যাচার, গ্রেফতার 'আজ কি রাত' খ্যাত সচিন

    Sachin Sanghvi-Sexual Assault: গানের অ্যালবামে সুযোগ এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নিপীড়নের অভিযোগ। ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় গ্রেফতার করা হয়ছে আজ কি রাত খ্যাত সুরকার সচিন সাংভি। তবে খুব অল্প সময়ের মধ্যেই তিনি জামিনে মুক্তি পেয়ে যান। বর্তমানে মামলাটি বিচারাধীন এবং তদন্ত চলছে। 



  • Oct 24, 2025 16:59 IST

    Pori Moni: 'এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে', কেন এমন বললেন পরীমণি?

    তাঁর নামে সঙ্গে জুড়ে যায় বিতর্ক শব্দটা। যতই তিনি বর্তমানে সেই সব বিতর্ক থেকে দূরে থাকুন না কেন, তাঁকে নিয়ে চর্চা হতেই থাকে। তিনি এক পা ফেললেই যেন শিরোনামে উঠে আসেন। তিনি আর কেউ না, বরং পরীমণি।



  • Advertisment
  • Oct 24, 2025 16:17 IST

    Malaika Arora-Arjun Kapoor: 'হাসিখুশি থেকো আর সবসময় খুঁজে...', মালইকার উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট অর্জুনের!

    মালাইকার জন্মদিনে ইঙ্গিতপূর্ণ পোস্টে কী লিখেছেন অর্জুন কাপুর? জন্মদিনের শুভেচ্ছাবার্তায় প্রাক্তন লেখেন, 'হ্যাপি বার্থডে, মালাইকা অরোরা। জীবনে আরও সফল হও, হাসতে থাকো, আর সবসময় খুঁজতে থাকো...'। তবে কী খোঁজার ইঙ্গিত দিয়েছেন সেটা স্পষ্ট করেননি অভিনেতা।



  • Oct 24, 2025 15:01 IST

    Shah Rukh Khan: সিনেমার শুটিংয়ের মাঝেই বোনকে নিয়ে হাসপাতালে, জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ শাহরুখের

    ব্যক্তিগতজীবনের কষ্টের কথা ২০১২ সালে তেহেলকা টিভির এক সাক্ষাৎকারে অকপটে বলেছিলেন শাহরুখ। খুব অল্প বয়সে বাবা-মাকে হারানোর যন্ত্রণা কিং খান এবং তাঁর বোন শেহনাজ লালারুখ খানের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। বোনের মানসিক অবস্থার কথা বলতে গিয়ে শাহরুখ জানান, বাবা-মাকে হারানোর পর শেহনাজ ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের শুটিং চলাকালীন এক কঠিন সময়ের স্মৃতিচারণ করে বলেন, 'ও কাঁদেনি, কথা বলেনি, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। ওঁর জন্য পৃথিবীটাই বদলে গিয়েছিল। মাশ আল্লাহ, এখন অনেকটা ভাল আছে কিন্তু কিছু শারীরিক দুর্বলতা রয়ে গিয়েছে। ডিডিএলজে-র শুটিং চলাকালীন হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। চিকিৎসকরা বলেছিলেন আর বাঁচানো সম্ভব নয়। সেই সময় আমি তুঝে দেখা তো ইয়ে জানা সনম গানের শুটিং করছিলাম। ওকে সুইজারল্যান্ডে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে ছিলাম।'



  • Oct 24, 2025 14:34 IST

    Javed Akhter: 'মুসলিমদের মত', ধর্মীয় মন্তব্যে বিতর্ক! লাকি আলির তোপের মুখে জাভেদ আখতার

    Lucky Ali: সম্প্রতি অনলাইনে প্রকাশিত এক ভিডিও ঘিরে প্রবীণ গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার এবং গায়ক লাকি আলি-র মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, জাভেদ আখতার হিন্দুদেরকে “মুসলিমদের মতো হওয়ার চেষ্টা না করতে” অনুরোধ জানান। ভিডিওটির উৎস বা তারিখ এখনো নিশ্চিত নয়, তবে এটি একটি জনসমক্ষে অনুষ্ঠানের অংশ বলেই ভাবনা সকলের। যেখানে তিনি বাকস্বাধীনতা এবং গণতন্ত্রের ওপর আলোচনা করছিলেন।



  • Oct 24, 2025 13:52 IST

    Bonny Sengupta Health Update: শুটিং সেটে গুরুতর চোট, এখন কেমন আছেন বনি সেনগুপ্ত?

    অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে মারাত্মক চোট পান বনি। গোড়ালির বেশ কিছুটা অংশ কেটে যায়। প্রযোজনা সংস্থার প্রত্যেকে অ্যান্টিসেপটিক ওষুধ নিয়ে আসেন। এখন কেমন আছেন অভিনেতা? বর্তমানে শারীরিক অবস্থা কেমন তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে বনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁর তরফে সাড়া না পেয়ে যোগাযোগ করা হয় বনির মা পিয়া সেনগুপ্তের সঙ্গে। তিনি জানান, 'এখন সুস্থ আছে। বড়মার দর্শন-শুটিং সব মিলিয়ে খুব ক্লান্ত আছে। তাই এখন একটু বিশ্রাম নিচ্ছে। তবে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট হয়েছে বলে বড় কিছু ঘটেনি।



  • Oct 24, 2025 13:10 IST

    Piyush Pandey Death: ৭০-এ সব শেষ- প্রয়াত বিজ্ঞাপনের লেজেন্ড পিয়ূষ পাণ্ডে, শোকস্তব্ধ বিনোদুনিয়া থেকে রাজনৈতিকমহল

    Advertising legend Piyush Pandey: শুক্রে শোকের ছায়া। ৭০ বছরে প্রয়াত বিজ্ঞাপন দুনিয়ার লেজেন্ড পিয়ূষ পাণ্ডে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ-ও। তাঁর অনবদ্য সৃষ্টির মধ্যে রয়েছে এশিয়ান পেইন্টসের 'হার ঘর কুছ কহতা হ্যায়' থেকে গুগল ইন্ডিয়ার 'রিইউনিয়ন'। এছাড়াও তৈরি করেছিলেন পন্ডসের 'গুগলি উগলি উশ', ভোডাফোনের জুজু ও পাগ মাসকট, এবং অমিতাভ বচ্চনকে নিয়ে তৈরি করা পোলিও সচেতনতা প্রচার 'দো বুন্দ জিন্দেগি কি'। তাঁর লেখা ও নিজের কণ্ঠে গাওয়া জাতীয় সংহতির গান 'মিলে সুর মেরা তুমহারা' আটের দশকের শেষের দিকে সাংস্কৃতিক জগৎ-এ মাইলফলক তৈরি করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০১৪ সালের নির্বাচনী প্রচারে তাঁর তৈরি স্লোগান  'অব কি বার, মোদি সরকার' রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত তৈরি করেছিল। 



  • Oct 24, 2025 12:27 IST

    Subhashree Ganguly: ইউভান-ইয়ালিনির ভাইফোঁটার কাণ্ডে হাসির রোল, শুভশ্রীর মাতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

    Yaalini and Yuvaan-Subhashree Ganguly:  গতকাল ভাইফোঁটা উপলক্ষে তারকারা নানা উৎসব আনন্দে মেতে উঠেছিলেন। ইন্ডাস্ট্রির নায়ক-নায়িকারা এই মিষ্টি উৎসবে সামিল হন। সমাজ মাধ্যমে সেই-সব দৃশ্য দেখা গিয়েছিল বেশ। খুদে-দের অনেকেই এবছর প্রথম ভাইফোঁটা দিয়েছে। তাঁর মধ্যে কোয়েল কন্যা কাব্যা এবং কবীরের ভাইফোঁটা নিয়ে নানা আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।



  • Oct 24, 2025 12:07 IST

    Riya Ganguly: '১৪ অক্টোবর কোর্টে ডেট ছিল আর আমরা...', শাশুড়ির মৃত্যু কী ভাবে জুড়ে দিল বাঙালি অভিনেত্রী রিয়ার ভাঙা সংসার?

    শাশুড়ি মায়ের মৃত্যুতে কী ভাবে জোড়া লাগল ভাঙা সংসার? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রিয়া বললেন, 'শাশুড়ি মা মৃত্যুর দু-একমাস আগেও আমাকে ফিরে আসার কথা বলেছিলেন। কিন্তু, সেই সময় পরিস্থিতি এমন ছিল যে সম্ভব হয়নি। তখন আমাদের মধ্যে আইনি লড়াই চলছে। কিন্তু, ভাগ্যের এমন পরিহাস শাশুড়ি মায়ের ইচ্ছেটাই পূরণ হল কিন্তু, উনি দেখে যেতে পারলেন না। মাকে হারানোর পর অরিন্দম একদম একা হয়ে পড়েছিল। খুব কান্নাকাটি করছিল। সন্তানদের কাছে চাইছিল। সেই সময় আমিও ওঁর দিকটাই ভেবেছি।'



  • Oct 24, 2025 11:36 IST

    Thamma vs Ek deewane ki deewaniyat box office: বক্স অফিসে বাজিমাত!‘থাম্মা’-র দখল কমলেও, দর্শক টানছে হর্ষবর্ধনের ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’

    ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, এই ছবি মুক্তির তৃতীয় দিনে ৬ কোটি টাকা আয় করেছে, ফলে এর মোট দেশীয় নেট কালেকশন দাঁড়িয়েছে ২২.৭৫ কোটি টাকা। এই পরিসংখ্যান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ, ছবিটি আয়ুষ্মান খুরানার বড় বাজেটের ছবি ‘থাম্মা’-র সঙ্গে মুক্তি পেয়েছে। সেই ছবি বিশাল প্রচার সত্ত্বেও একই সময়ে মাত্র ৫৫.১ কোটি টাকা আয় করেছে। ধর্মা প্রোডাকশনের  'তুলসী কুমারী’, যেখানে বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, রোহিত সারাফ ও সানিয়া মালহোত্রা অভিনয় করেছেন, প্রথম তিন দিনে মাত্র ২২.২৫ কোটি টাকা আয় করতে পেরেছিল। অন্যদিকে, ‘পরম সুন্দরী’ ছবিটি তিন দিনে ২৬.৭৫ কোটি টাকা উপার্জন করেছিল।



  • Oct 24, 2025 11:09 IST

    Bhai Phonta-Prosenjit Chatterjee: 'ওর খবর আমি কী করে দেব?' ভাইফোঁটায় দাদা প্রসেনজিৎ-কে নিয়ে কেন একথা বললেন পল্লবী?

     

    Bhai Phonta-Prosenjit Chatterjee: ভাইফোঁটার দিন কি সব বোনেদের কাছে এক হয়? এদিন যেমন আনন্দের, ঠিক তেমন, অনেকের কাছেই বেশ অন্যরকম। এই সমাজে সব ভাই-বোনের মধ্যে সম্পর্কের ব্যখ্যা কি বেশ মধুর? ভাইফোঁটার বিশেষ দিন, উপলক্ষেই তারকাদের মধ্যে যাদের দিকে বেশি করে নজর থাকে, তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তাঁর বোন পল্লবী চট্টোপাধ্যায়। 



  • Oct 24, 2025 10:33 IST

    Ram Charan and Upasana Twins: রামচরণ-উপসানার জীবনে জোড়া সুখ আসন্ন, যমজ সন্তানের খবরে সিলমোহর অভিনেতার শাশুড়ি মায়ের

    Ram Charan and Upasana Konidela Twins: মেয়ের বয়স মাত্র দু'বছর। এর মাঝেই ফের বাবা হচ্ছেন দক্ষিণী সুপারস্টার রামচরণ। অভিনেতার শাশুড়িমা জানিয়েছেন, এবার তিনি যমজ সন্তানের দিদা হচ্ছেন। 



  • Oct 24, 2025 10:05 IST

    Satyam Majumder: কর্মহীন জীবন-চরম অর্থাভাবে দিন গুজরান, সত্য প্রকাশ্যে আনতেই সত্যমের জীবনে আশার আলো!

    Bengali Actor Satyam Majumder: চরিত্র অভিনেতা হিসেবে বাংলা মেগার দর্শকের কাছে পরিচিত মুখ সত্যম মজুমদার। অমিতাভ বচ্চন থেকে আয়ুষ্মান খুরানার মতো স্টারের সঙ্গেও কাজ করেছেন। কর্মহীন জীবনে চরম অর্থাভাব! সোশ্যাল মিডিয়ায় সমস্যার কথা জানানোর পরই নতুন কাজের প্রস্তাব পেয়েছেন সত্যম।



  • Oct 24, 2025 09:28 IST

    MC Sabesan: প্রখ্যাত সঙ্গীত পরিচালকের জীবনাবসান, রেখে গেলেন সুরের স্মৃতি

    সাবেশ ছিলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জুটি সাবেশ-মুরালির একজন সদস্য। তাঁরা তাঁদের সঙ্গীতযাত্রা শুরু করেন তাঁদের ভাই, কিংবদন্তি সুরকার দেবা-র সহকারী হিসেবে। ১৯৯৯ সালে প্রশান্ত অভিনীত “জোড়ি” সিনেমায়,  ব্যাকগ্রাউন্ড মিউজিক, রচনা করার সুযোগ তাঁদের কেরিয়ারে এক বড় মোড় আনে।



Entertainment News Today bollywood