Entertainment Latest News Highlights: প্রয়াত ভারতের অন্যতম কিংবদন্তি ...

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
deepak

প্রয়াত কিংবদন্তি...

Dipak Sarma Death-Himanta Biswa Sarma: দিনটা ছিল ১৯ সেপ্টেম্বর। থমকে গিয়েছিল প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গর্গের কণ্ঠ। সিঙ্গাপুরে শো করতে গিয়ে আর ফেরা হয়নি তাঁর। মৃত্যুর কোলে ঢলে পড়েন মিউজিক ম্যাস্ট্রো জুবিন গর্গ। দেড় মাসের মধ্যেই ফের অসমের বুকে শোকের ছায়া। আরও এক প্রতিভাকে হারাল অসম। প্রয়াত বিশিষ্ট বংশীবাদক দীপক শর্মা। মাত্র ৫৭ বছর বয়সে না ফেরার দেশে শিল্পী। সোমবার, ৩ নভেম্বর ভোর ৬টা ১৫ মিনিটে তিনি চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। গত মাসে গুয়াহাটির একটি হাসপাতালে ভর্তি থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চেন্নাইয়ে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু, শেষ রক্ষা হল না।

Advertisment
  • Nov 03, 2025 18:30 IST

    Women's Cricket World Cup 2025: কাদম্বিনীর পর প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের কোন চরিত্র পছন্দ? কী বলছেন ঊষসী-সোলাঙ্কি?

    Ushasi Ray and Solanki Roy-Women's Cricket World Cup: প্রথম মহিলা চিকিৎসকের মতো যদি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের নেপথ্যে কোনও চরিত্রের প্রস্তাব ঊষসী বা সোলাঙ্কির কাছে আসে তাহলে কোন খেলোয়ারের ভূমিকায় অভিনয়ের ইচ্ছে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এই প্রশ্নে ঊষসী বলেন, 'প্রত্যেকেই নিজেদের জায়গায় সেরা। এখানে কোনও পছন্দের জায়গা নেই। তবে হরমন প্রীত কৌরের ভূমিকায় কোনওদিন যদি অভিনয়ের সুযোগ পাই নিজেকে ভাগ্যবান বলে মনে করব। এই জীবনে তো স্পোটর্স পার্সন হতে পারিনি। যদি পরজন্মে হতে পারি।' সোলাঙ্কি বলেন, 'মেয়েদের অমনেক বাধাবিপত্তি পেরতে হয় সেটা অস্বীকার করার উপায় নেই। ছেলেরা যেটা সহজে পেয়ে যায় মেয়েদের সেটাই পেতে অনেক লড়াই করতে হয়। যে কোনও সেক্টরের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। প্রথমবার মহিলা ক্রিকেট বিশ্বকাপের এই ঐতিহাসিক জয় নারীজাতির কাছে অনুপ্রেরণা। তাই আমার কাছে যদি কখনও স্পোটর্স ড্রামা বা খেলোয়ারের বায়োপিকের প্রস্তাব আসে দ্বিতীয়বার না ভেবে লুফে নেব। 



  • Nov 03, 2025 17:56 IST

    Chaiti Ghoshal: আরজি কর আন্দোলনে মেয়েদের রাতদখলের সাফল্য নিয়ে প্রশ্ন-মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ে 'রাতদখল' সার্থক? কী মত চৈতির?

    Women World Cup 2025: আরজি করের ঘটনায় অভয়ার বিচার চেয়ে মেয়েদের রাতদখলের লড়াই কতটা ফলপ্রসু হয়েছে তা এখনও প্রশ্নচিহ্নের মুখে। ২ নভেম্বর রাত ১২ টার পর মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয় 'রাতদখল' শব্দের সার্থকতা? কী বলছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চৈতি ঘোষাল? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে চৈতি বলেন, 'চৈতির মতে, 'ওঁরা বিশ্বকাপ ঘরে এনেছে মানে প্রমাণিত মেয়েরাও অনেকটা এগিয়ে গিয়ে দখল করতে পারে, জয় করতে পারে। তাঁদেরকে গোটা ভারত স্যলুট করছে এটাই তো বিরাট প্রাপ্তি। আমি আরজি করের রাতদখলের সঙ্গে কালকের জয়ের রাতদখল পুরোটা এক রেখায় টানতে পারছি না। আমার মনে হয় প্রতিটি যুদ্ধেরই একটা স্বতন্ত্রতা আছে। তারপর হয়ত এক জায়গায় মিলে যায়।'



  • Advertisment
  • Nov 03, 2025 14:16 IST

    Womens' World Cup-Sreelekha Mitra: 'বাড়িতে থাকলে কাপ আসত?' মেয়েদের রাত্রি স্বাধীনতায় প্রশ্ন, মুখ্যমন্ত্রীর মন্তব্যে কড়া জবাব শ্রীলেখার

    কিন্তু, এই জয় আসার পরে একটা বিষয় নিয়ে বেশ জলঘোলা হচ্ছে, গতকাল সমাজ মাধ্যমে একটি মন্তব্য বেশ ঘুরছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য, রাত ৮টার পরে মেয়েদের বাইরে বেরনো উচিত নয়, বা না বেরনো-ই ভাল! গতকাল থেকেই আলোচনায় উঠে আসছে সেসব কথা। রাত ১২টার পর মেয়েগুলো জয় ছিনিয়ে আনল, মধ্যরাতে দেশের মানুষ রাস্তায় বেরিয়ে উচ্ছাস-উদযাপনে মেতে উঠেছিল? নানা প্রসঙ্গ উঠে আসে। মেয়েদের এই মধ্যরাতে জয় কি আবারও একবার নানা প্রশ্ন তুলল? এই প্রসঙ্গেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা জানতে চেয়েছিল শ্রীলেখার কাছে...



  • Nov 03, 2025 13:25 IST

    Women’s World Cup 2025 Final: মহিলা ক্রিকেট বিশ্বকাপের ঐতিহাসিক জয়ের উপর অবশ্য ছবি তৈরি হওয়া উচিত: রাজ চক্রবর্তী

    বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী সাম্প্রতিক অতীতে 'চ্যাম্প', 'লে ছক্কা'-র মতো সিনেমা বানিয়েছেন। যেগুলো বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। মহিলা ক্রিকেট বিশ্বকাপের এই ঐতিহাসিক জয়ের পর হরমন প্রীত কৌর বা শেফালি ভার্মা কিংবা স্মৃতি মন্ধানাকে নিয়ে বায়োপিক তৈরির ভাবনা এসেছে রাজের মনে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এই প্রশ্নের উত্তরে রাজের সোজাসাপটা জবাব, 'না, এখনও আমি কিছু ভাবিনি। আসলে এভাবে তো চটজলদি কিছু ভাবা যায় না। একজন পরিচালক যখন কোনও ছবি নিয়ে কাজ করেন বা ভাবেন সেটা একটা পরিস্থিতির উপর নির্ভর করে। তবে রাজ একটা বিষয় স্পষ্ট করেছেন, 'মহিলা ক্রিকেট বিশ্বকাপের এই নজিরবিহীন সাফল্যের উপর অবশ্য ছবি তৈরি হওয়া উচিত। একটা দুর্দান্ত সিনেমা তৈরি হওয়াটাই কাম্য। আমি যদি না পারি, ইন্ডাস্ট্রিতে কেউ না কেউ ঠিক বানাবেন সেই ভরসা আমার আছে।'  



  • Nov 03, 2025 13:00 IST

    Womens' World Cup-Subhashree Ganguly: জন্মদিনের সেরা পাওয়া, কেন এত স্পেশ্যাল ফিল করছেন শুভশ্রী?

    Womens' World Cup-Subhashree Ganguly: ভারতের অগ্নি-কন্যারা  গতকাল জিতে দেখিয়ে দিয়েছেন যে তারা পারেন। মেয়েরা যে পিছিয়ে নেই, তারা যে ছেলেদের সমকক্ষ সেকথা সোজাসাপ্টা তাঁরা জানিয়ে দেন। হাজারো বঞ্চনা এবং নানা লাঞ্ছনা সহ্য করে, তাঁরা আজকে এই জায়গায় পৌঁছেছেন। ২০২৩ সালের ১৯ নভেম্বর যদি দুঃখের দিন হয়, তাহলে গতকাল এক চূড়ান্ত সুখের দিন। 



  • Nov 03, 2025 12:33 IST

    Raj Chakrabarty-Subhashree Ganguly: 'সারপ্রাইজ দিতে গেলেও ওঁর সাহায্য লাগে', শুভশ্রীর জন্মদিনে কী প্ল্যান রাজের?

    স্ত্রীর জন্মদিনে কী প্ল্যানিং? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে কী জানালেন? পরিচালক রাজ চক্রবর্তী বললেন, 'এবছর শুভশ্রীর জন্মদিনটা একটু স্পেশাল। ১২ টার পরই মহিলা ক্রিকেট বিশ্বকাপের ঐতিহাসিক জয় যা দেশের গর্ব। ও ক্রিকেট ভীষণ ভালবাসে। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও খেলা দেখেছে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবির শুটিং চলছে। ও যেহেতু আসতে পারছে না তাই আমি ইউভান আর ইয়ালিনিকে নিয়ে দুমকা যাচ্ছি। আজকের দিনটা ওঁর সঙ্গেই কাটিয়ে কাল ফিরব।' 



  • Nov 03, 2025 11:26 IST

    Shalini Passi: আত্মবিশ্বাসের অভাব-অস্ত্রোপচারের সিদ্ধান্ত, Fabulous Lives of Bollywood Wives খ্যাত শালিনীর কঠিন লড়াইয়ের গল্প জানেন?

    Shalini Passi-Fabulous Lives of Bollywood Wives: 'ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস'-এ উপস্থিতির পরই স্টাইল আইকন হিসেবে থেকেই শালিনী পাশির জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর স্বতঃস্ফূর্ততা, আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্যই দর্শকমহলে সকলের প্রিয়। গ্ল্যামারস এই সিরিজে সুকৌশলে 'না' বলতে পারার ক্ষমতাই তাঁকে সকলের থেকে আলাদা করে তুলেছে। সিরিজটি সম্প্রচারিত হওয়ার মাসখানেক পরও শালিনীকে মানুষ আজও ভালোবাসে শুধুমাত্র তাঁর বাস্তববাদী মানসিকতা এবং সততার জন্য। কিন্তু এই আত্মবিশ্বাসের আড়ালে রয়েছে এক কঠিন লড়াই। সম্প্রতি Humans of Bombay-এর সঙ্গে এক আলাপচারিতায় শালিনী তাঁর আত্মবিশ্বাস অর্জনের লড়াইয়ের গল্প শোনান। জীবনে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যখন তিনি প্রায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন।



Entertainment News Today bollywood