/indian-express-bangla/media/media_files/2025/03/15/ekJkT4GkV7YgWaGKEFcy.jpg)
জেনে নিন আজকের আপডেট... Photograph: (Instagram)
Entertainment Latest Live News Updates: তারকা বলে কি তাঁর কোনও প্রাইভেসি নেই? নাকি তাঁদের জীবনের ওপর সকলের যত ইচ্ছা অধিকার আছে? এর আগেও বহুবার তারকারা নিজেদের প্রাইভেসি লঙ্ঘন নিয়ে নানা অভিযোগ করেছেন। সেই দলে এবার নাম লেখালেন আলিয়া ভাট নিজেও।
- Aug 27, 2025 14:02 IST
Sohini Ganguly Newborn Death: 'সন্তান হারানোর যন্ত্রণাটা সামলাতে দিন'
তাঁকে নিয়ে এত নেগেটিভিটি শুরু হয়েছে, যে অবশেষে মুখ খুলতে তিনি বাধ্য হলেন। এই শরীর আর মনের অবস্থা, তাঁর মধ্যেই তিনি নিজের দিক তুলে ধরলেন সমাজ মাধ্যমের পাতায়। এই শোক ভোলার নয়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুএন্সার লিখছেন... "২২শে অগস্ট আমাদের জীবনে যে বিপর্যয় নেমে এসেছে, তাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে যা চলছে, তা আমাদের কল্পনার অতীত। আমরা বিভিন্ন মানুষের জল্পনার এবং সেই সংক্রান্ত আলোচনায় বিধ্বস্ত। এই বিষয়ে নানান ভিডিয়ো, পোস্ট,ডাক্তারবাবুর ভিডিয়োটি ও তার কমেন্ট সেকশন আমাদের দুজনকে এই শোকের সময়ে দুর্বলতর করে তুলছে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বা আনঅফিসিয়াল বক্তব্য রাখিনি। এই পাঁচ দিনে আমাদের পক্ষে তা ভাবার পরিসরই ছিল না। আমরা চাইনি এখনই এই বিষয়কে কেন্দ্র করে কোনো কথা হোক যা আমাদের মানসিক অবস্থাকে আরো বিঘ্নিত করে।"
- Aug 27, 2025 13:04 IST
Entertainment News: গোপনে প্রেম, প্রকাশ্যে বাগদান- বড় খবর দিলেন গায়িকা
পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে জানা গেছে, ট্র্যাভিস কেলস আর্টিফেক্স ফাইন জুয়েলারির কিন্ড্রেড লুবেকের সহযোগিতায় তৈরি একটি বিশেষ নকশার আংটি দিয়ে টেলরকে প্রপোজ করেছেন। এই তারকা-যুগলের সম্পর্ক শুরু হয় ২০২৩ সালে। টেলর টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তাদের সম্পর্কের শুরুর গল্প শেয়ার করে বলেন...
- Aug 27, 2025 11:54 IST
Bollywood: একাধিক বিতর্কে জেরবার, বহু অভিযোগ করেছেন অভিনেত্রীরা, সেই অভিনেতা নাকি মেয়েদের সুরক্ষা দিতেন?
সলমন খান, অনিল কাপুর, ফারদিন খান, বিপাশা বসু ও সেলিনা জেটলি অভিনীত কাল্ট কমেডি নো এন্ট্রি মুক্তির দুই দশক পূর্ণ করেছে। এখনও এই ছবির ভক্তদের উন্মাদনা অটুট। সম্প্রতি স্ক্রিন-কে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জনা সাক্সেনার চরিত্রে অভিনয় করা সেলিনা তাঁর অভিজ্ঞতা, সহ-অভিনেতাদের সঙ্গে সম্পর্ক ও সিক্যুয়েল নিয়ে নানা কথা শেয়ার করেছেন।
- Aug 27, 2025 11:11 IST
Shah Rukh Khan-Farha Khan: 'আমায় ক্ষমা করে দাও', শাহরুখ-পুত্র আরিয়ানের কাছে মাফ চাইলেন ফারহা! কেন?
ফারাহ খান ও তাঁর প্রিয় রাঁধুনি দিলীপ আবারও ইন্টারনেট মাতিয়েছেন, আর ভক্তরা তাঁদের মজাদার কাণ্ডকারখানা দেখে চোখ ফেরাতে পারছেন না। অদ্ভুতুড়ে ঠাট্টা আর স্বতঃস্ফূর্ত রসায়নের জন্য পরিচিত এই জুটি যখনই একসঙ্গে কিছু করেন, তা ভাইরাল হওয়াই স্বাভাবিক। এবারও ব্যতিক্রম নয়। ফারাহর সর্বশেষ ইনস্টাগ্রাম রিল নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
- Aug 27, 2025 10:29 IST
Alia Bhatt: বাড়ির অন্দরের দৃশ্য নেটদুনিয়ায় ভাইরাল হতেই চোটে লাল আলিয়া
অভিনেত্রীর নতুন বাড়ির অন্দর মহল নিয়ে নানা সময় নানা খবর হয়েছে। রাহার বাবা-মা তাঁর জন্য যে নতুন বাড়ি তৈরি করছেন, সেকথা অনেকেই জানেন। তবে শেষ কিছুদিন তাঁদের নতুন বাড়ির নানা ছবি-ভিডিও ভাইরাল করা হয়েছে। আর সেকারণেই আলিয়া এবার চোটে লাল।