ভরা গ্যালারিতে বিরাট কোহলির দিকে চুমু ছুড়লেন অনুষ্কা শর্মা, কিন্তু কেন?

সোমবার ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বিরাট কোহলি ভারতকে জয়ের দিকে একধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন। আর গ্যালারিতে বসে হাততালি দিতে দেখা গেল অনুষ্কা শর্মাকে।

সোমবার ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বিরাট কোহলি ভারতকে জয়ের দিকে একধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন। আর গ্যালারিতে বসে হাততালি দিতে দেখা গেল অনুষ্কা শর্মাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
anushka-virat-759

ইংল্যান্ড ট্যুরের প্রথম থেকেই বিরাটের সঙ্গে আছেন অনুষ্কা শর্মা।

অনুষ্কা শর্মা এখন আইনত ভারতীয় স্কিপার বিরাট কোহলির স্ত্রী। বলা যায়, গর্বিত স্ত্রী। কারণ, বিরাট তাঁর ক্রিকেট কেরিয়ারে আরও একটা মাইলস্টোন পার করলেন। সোমবার ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বিরাট কোহলি ভারতকে জয়ের দিকে একধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন। এবং গ্যালারিতে বসে হাততালি ও উৎসাহ দিতে দেখা গেল অনুষ্কা শর্মাকে। এমনকি বিরাটের উদ্দেশ্যে চুমুও ছুড়লেন তিনি। দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা গর্বে উদ্বেল এই ভারতীয় ক্রিকেটার নিয়ে।

Advertisment

ইংল্যান্ড ট্যুরের প্রথম থেকেই বিরাটের সঙ্গে আছেন অনুষ্কা শর্মা। এমনকি সুই-ধাগা অভিনেত্রী নিয়মিত মাঠেও যাচ্ছেন কোহলিকে উৎসাহ দিতে। তিনি তাঁর স্বামীর সাপোর্ট সিস্টেমের কাজ করছেন আর তার জন্য জনসমক্ষে তার প্রকাশেও পিছপা নন নায়িকা।

Advertisment

সম্প্রতি তিনি সোশাল মিডিয়ায় ট্রোলের শিকার। পরনে সাদামাটা শাড়ি, কপালে ছোট্ট টিপ, সিঁথিতে সিঁদুর, চোখে কাজল-মাসকারা দূর অস্ত, গালে ছিটেফোঁটা ফেস পাউডারের প্রলেপও নেই। আর এমন ছাপোষা চেহারা নিয়েই সক্কলকে চমকে দিয়েছেন বলিপাড়ার গ্ল্যামার গার্ল অনুষ্কা শর্মা, সৌজন্যে ‘সুই ধাগা’। হ্যাঁ, বি-টাউনের নতুন এই ছবিতে এমন সাদামাটা চেহারাতেই দেখা যাবে অনুষ্কাকে। নায়িকার এহেন অবতার দেখে অবশ্য অনেকেই তারিফ করেছেন।

কিন্তু ছবির একটি দৃশ্যে অনুষ্কার একটা পোজ নিয়ে নিজেদের মধ্যে ঠাট্টা-ইয়ার্কিতে মেতে রয়েছেন নেটিজেনরা। শুধু একারণেই নয়, তাঁকে ট্রোল করা হয়েছিল লন্ডনে ভারতীয় হাই কমিশনে ইন্ডিয়ান ক্যাপ্টেন ও টিমের সঙ্গে ছবি তোলা নিয়েও। সুই ধাগার প্রমোশনে এসে এই নিয়ে অভিনেত্রী বলেন, "ক্ল্যারিফিকেশন তাদের দেওয়া উচিৎ যারা এটা তৈরি করেছে। আমি ট্রোল নিয়ে প্রতিক্রিয়া দিইনা, পাত্তাও দিইনা এসব। যা হয়েছে সেটা নির্দেশিকা মেনেই হয়েছে, যা হবে সেটাও নিয়ম মেনেই"।

আরও পড়ুন, ‘সুই ধাগা’র অনুষ্কাকে নিয়ে রকমারি মিম!

সুই ধাগার পর, অনুষ্কার পরবর্তী ছবি আসছে শাহরুখ খান, ক্যাটরিনার সঙ্গে 'জিরো'। পরিচালনায় আনন্দ এল রাই। তবে শোনা যাচ্ছে কফি উইথ করণের সিজন ৬-এ বিরাট কোহলির সঙ্গে আসতে পারেন অনুষ্কা।

Virat Kohli Anushka Sharma