scorecardresearch

বিয়ে করে ফেললেন বনি-কৌশানী! উত্তেজনায় ফুটছেন ফ্যানেরা

বিয়ের পিঁড়িতে টলিউডের তারকাজুটি?

Bonny Sengupta, Koushani Mukherjee, Bonny-Koushani new film, বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, বনি-কৌশানী, বনি-কৌশানীর সিনেমা, অন্তর্জাল, bengali news today
বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়

বিয়ে করে ফেললেন বনি-কৌশানী! টলিপাড়ায় হইচই। বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়ের সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসছেন টলিউডের এই তারকাজুটি? এবার কি তাঁদের ইচ্ছেপূরণ রকরতেই ছাদনাতলায় সাত পাকটা ঘুরে ফেললেন বনি-কৌশানী!

সত্যিটা কী? বাস্তবে নয়, আসলে রিল লাইফে সাত পাকে বাঁধা পড়েছেন দুই তারকা। ‘অন্তর্জাল’ সিনেমার জন্যই এমন কাণ্ড! বুধবার বনি সেনগুপ্তর আগামী ছবি ‘অন্তর্জাল’-এর টিজার পোস্ট করা মাত্রই ফ্যানরা উত্তেজনায় ফুটছেন। সেই ভিডিওতে দেখা গিয়েছে বনি-কৌশানীকে বিয়ের পিঁড়িতে। সেই প্রেক্ষিতেই উচ্ছ্বসিত ভক্তদের আবদার- রিল লাইফে তো হল, এবার রিয়েল লাইফে কবে হচ্ছে? সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনই অধরা।

[আরও পড়ুন: উত্তরবঙ্গের জঙ্গলে শুটিং চলাকালীন কেলেঙ্কারি কাণ্ড! বন্ধ হল মধুমিতার ছবির কাজ]

তবে ‘অন্তর্জাল’-এর গল্পটা খানিক ঝালিয়ে ফেলা যাক। স্বামী-স্ত্রীর ভূমিকায় বনি-কৌশানী। টিজারের শুরুতে প্রেমের গল্প মনে হলেও পরতে পরতে রহস্য। বিয়ের পরই এক খুনের ঘটনায় জড়িয়ে যায় দুজনে। বনির ভূমিকার নাম অপূর্ব সেনগুপ্ত ও কৌশানীর চরিত্রের নাম এখানে লহরী। বিয়ের পর কোন আকস্মিক ঘটনায় ছাড়খার হয়ে যায় অপূর্ব-লহরীর জীবন?

পরের গল্প বলতেই আগামী ২৯ জুলাই প্রেক্ষাগৃহে আসছে ‘অন্তর্জাল’। আপাতত এই সিনেমার টিজারে বনি-কৌশানী বিয়ের ঝলক দেখেই দুধের সাধ ঘোলে মেটাচ্ছেন অনুরাগীরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bonny sengupta koushani mukherjees new update