scorecardresearch

‘ED-ও রক অ্যান্ড রোল করাবে’, ভয়ঙ্কর কটাক্ষ বনিকে! দুঃসময়ে ভরসা দিলেন কৌশানী

লক্ষ্মীবারে ইডির ঘরে, শুক্রে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জুটিতে বনি-কৌশানী।

Bonny Sengupta, Koushani Mukherjee, Bonny Koushani, SSC scam, SSC scam Bonny Sengupta, WB SSC scam ED, Piya Sengupta, Bonny Sengupta family, Bonny Sengupta news, ED Bonny Sengupta, Kuntal Ghosh Bonny Sengupta, tollywood news, TMC, SSC দুর্নীতি, ইডি, বনি সেনগুপ্ত, বনি কৌশানী, কুন্তল ঘোষ, বনি সেনগুপ্তর সিনেমা, পিয়া সেনগুপ্ত, বনি সেনগুপ্তর মা, কৌশানী মুখোপাধ্যায়, টলিউড অভিনেতা, টলিউডের খবর
বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়

ED-র দপ্তরে হাঁকডাকের মাঝেই ‘রক অ্যান্ড রোল’ অবতারে ধরা দিয়েছিলেন বনি সেনগুপ্ত। ছেড়ে কথা বলেনি নেটপাড়ার নীতিপুলিশেরা। অতঃপর উড়ে এল কটু মন্তব্য। এও শুনতে হল যে, ‘ইডি রক-ও করাবে, রোলও করাবে..।’ তবে এমন নিন্দার ঝড়ের মাঝেও হাত ছেড়ে গেলেন না কৌশানী মুখোপাধ্যায়।

বাংলার শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের জেরে বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে জেরার মুখে পড়েছিলেন বনি সেনগুপ্ত। প্রথম দফা জেরার পর ইডি আধিকারিকরা মোটেই সন্তুষ্ট নন। অতঃপর মঙ্গলবারও তলব করা হয়েছে অভিনেতাকে। খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়ার ছি- ছি রব! কম কটাক্ষ, সমালোচনা পোহাতে হচ্ছে না বনিকে। তবে দমে যাননি টলিপাড়ার নায়ক। এত্তসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় রিল শেয়ার করলেন। ব্যস, অমনি ফের নতুন করে বিতর্কের স্ফুলিঙ্গ জ্বলে উঠল।

রেট্রো লুকে এক রিল শেয়ার করে বনি সেনগুপ্ত লিখেছিলেন- ‘জীবনটাই রক অ্যান্ড রোল..’। অভিনেতার এমন পোস্টেই উপচে পড়ে ঘৃণাভরা মন্তব্য। সেখানে বনির পাশে দাঁড়িয়ে কৌশানী লিখলেন, “আরও অনেক পথ চলা বাকি।” নিন্দুকদের নজর এড়ায়নি নায়িকার মন্তব্যও। অতঃপর বনি সেনগুপ্তর পাশে দাঁড়াতে গিয়ে ট্রোলড হতে হল তাঁকেও। কেউ বললেন, ‘হ্যাঁ দাদা, কৌশানীদিকেও নিয়ে যান আপনার সঙ্গে।’ কারও বা আবার মন্তব্য, ‘গরীবের টাকায় গাড়ি চড়ে। আর প্রেমিকা বায়না করলে সৌদি নিয়ে যায়..।’

[আরও পড়ুন: ‘বনি যা করেছে বেশ করেছে..’ কাঁদা ছোড়াছুড়ি নিয়ে বিস্ফোরক টলিউড প্রযোজক]

প্রসঙ্গত, ইডি-র জেরার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার শহরের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা মিলল বনি-কৌশানী জুটির। এদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এইপ্রথম টলিপাড়ার কোনও অভিনেতাকে যেহেতু তলব করল ইডি, তা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। অনেকের মতেই, ‘গেরুয়া শিবির থেকে সরে যাওয়ার জন্যই অভিনেতার এই হাল..!’

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bonny sengupta posts reel netizen trolled koushani mukherjee reacts