Advertisment

ইতালিতে পরমব্রত-কোয়েল-অঞ্জন

ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে 'বনি'র শুটিং। আর শুটিংয়ের ফ্লোর থেকেই ছবি পোস্ট করলেন কোয়ল মল্লিক। সেটে নতুন অতিথির সন্ধান দিলেন স্বয়ং পরিচালক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইতালীতে চলছে 'বনি'র শুটিং। ফোটো- কোয়েল ইনস্টাগ্রাম

শনিবারই তারা উড়ে গিয়েছেন ইতালির উদ্দেশ্যে। পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক ও অঞ্জন দত্ত অর্থাৎ টিম 'বনি'। চিত্রনাট্যেই রয়েছে মিলানে থাকে এক দম্পতি। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। বেশ কিছুদিন পর তারা বুঝতে পারে তাদের সন্তানের মধ্যে সুপারন্যাচারাল পাওয়ার রয়েছে। এদিকে এক বিজ্ঞানী দম্পতি ওই শিশুটির খোঁজেই মিলানের উদ্দেশ্যে রওনা দেন। এবার সেই অংশের শুটিংয়েই ইতালি যাত্রা 'বনি'র শিল্পীদের।

Advertisment
View this post on Instagram

Hooooshhhh we go to Italy!!!!!! ✈️ #Bony????

A post shared by Koel Mallick (@yourkoel) on

View this post on Instagram

Shoot in Italy! #Bony

A post shared by Koel Mallick (@yourkoel) on

আরও পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি অগ্নিমিত্রার

ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। আর শুটিংয়ের ফ্লোর থেকেই ছবি পোস্ট করলেন কোয়ল মল্লিক। সেটে নতুন অতিথির সন্ধান দিলেন স্বয়ং পরিচালক। শেয়ারও করলেন তার ছবি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই সায়েন্স ফিকশন।

View this post on Instagram

We have a guest on set #bony @surinderfilmsofficial @yourkoel @aroyfloyd

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay) on

১৭ জুন থেকে কলকাতায় শুটিং শুরু হয়েছে ছবির। তারপরের গন্তব্য ইতালি। তবে সায়েন্স ফিকশন নিয়ে বাংলা ছবিতে বিশেষ কাজ হয়নি। এর আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায়েরই গল্প অবলম্বনে তৈরি হয়েছিল ‘পাতালঘর’। বেশ জনপ্রিয় হয়েছিল এই ছবি। সামনেই মুক্তি পেতে পারে সন্দীপ রায়ের ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’।

tollywood parambarata chatterjee koel mallick
Advertisment