/indian-express-bangla/media/media_files/2025/05/16/ikf5GxaFokxwOy2EPFIh.jpg)
বর্ডার ২ প্রযোজকের প্রেগন্যান্সির জার্নির কথা জানুন
/indian-express-bangla/media/media_files/2025/05/16/KHIZw013IL5Av2GC4NuM.jpg)
অন্তঃসত্ত্বা নিধি
বর্ডার ২-এর প্রযোজক নিধি দত্ত অন্তঃসত্ত্বা। প্রেগন্যান্সি জার্নি নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের জার্নির কথা শেয়ার করেছেন। যখন কেউ মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন তখন তাঁর মনের উপর কতটা চাপ সৃষ্টি করত। কারণ সেই সময় সন্তান ধারণে সমস্যা তৈরি হয়েছিল (fertility struggles)।
/indian-express-bangla/media/media_files/2025/05/16/3hFOZcshsi8VtdVl6NSv.jpg)
কে এই অন্তঃসত্ত্বা নিধি?
কে এই অন্তঃসত্ত্বা নিধি? অন্তঃসত্ত্বা নিধি শুধুই বর্ডার ২-এর প্রযোজক নন, তিনি বিশিষ্ট পরিচালক JP Dutta-র মেয়ে। Paltan, Ghudchadi-এর মতো ছবিও প্রযোজনা করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/05/16/DEfEr6oyzXCEXBhJorPJ.jpg)
নিধির কঠিন জার্নি
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রেগন্যান্সির একটি ফটোশুটের ছবি শেয়ার করেন নিধি। সেখানেই নিজের জীবনের কঠিন জার্নির কথা উল্লেখ করেছেন তিনি। সন্তানধারণের জন্য কতটা চ্যালেঞ্জ তাঁকে গ্রহণ করতে হয়েছিল সেই কথাই বলেছেন নিধি। একাধিক মহিলার নীরব সংগ্রামের কথা তুলে ধরেছেন। সন্তান ধারণের ক্ষেত্রে একাধিক সমস্যা বা বন্ধ্যাত্ব থাকলেও কখনও আশাহত হওয়া উচিত নয়। বরং অন্যকে উৎসাহিত করা উচিত। তিনি ভরসা রেখেছিলেন ট্রাইং টু কনসিভ (TTC)-তে
/indian-express-bangla/media/media_files/2025/05/16/hTCDSYcGAZeNzsT8tQre.jpg)
বেবি বাম্প প্রদর্শন করে...
দুধ সাদা গাউনে বেবি বাম্প প্রদর্শন করেছেন নিধি। সেই সঙ্গে একটি লম্বা চওড়া ক্যাপশনও দিয়েছেন। যার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন, অনকটা কষ্ট করে মাতৃত্বের স্বাদ আস্বাদনের স্বপ্নপূরণের পথে এগতে পেরেছেন। এই জার্নির সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক যন্ত্রণা, চোখের জল। একজন প্রকৃত জীবনসঙ্গী থাকলেই মেয়েরা 'ট্রাইং টু কনসিভ'-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। পরিবার আর বন্ধুদের মানসিক সাপোর্ট এই সময় কতটা প্রয়োজন সেই কথাও বলেছেন নিধি।
/indian-express-bangla/media/media_files/2025/05/16/DgmLA4LWoSGbic5s4S9k.jpg)
নিধির পরামর্শ
সন্তান ধারণের ক্ষেত্রে বহু মহিলাই নানারকম সমস্যার সম্মুখীন হন। তাঁরা যেন কখনও আশাহত না হন। সঠিক চিকিৎসা আর মনের জোরের মাধ্যমেই অসাধ্য সম্ভব বলে মনে করেন নিধি। তাঁর জীবনে যে মিরাকল ঘটেছে সেই জার্নির কথা প্রত্যেকের কাছে পৌঁছে যাক সেটাই চান প্রযোজক নিধি।
/indian-express-bangla/media/media_files/2025/05/16/d3lyXFBmeOeRcEtD6j2F.jpg)
মা হতেই হবে...
নিজের জীবনের জার্নির কথা বলতে গিয়ে নিধি বলেছেন, অনেকেরই সন্তান প্রসবের আগে মৃত্যু হয়। বারবার চেষ্টা করেও অনেকে সন্তান সুখ পায় না। তখন দত্তক নেওয়ার ভাবনাচিন্তা করেন বহু নিঃসন্তান দম্পতি। সেই সময় একটাই কথা মাথায় রাখার অনুরোধ করেছেন নিধি। আর সেটি হল TTC অর্থাৎ 'ট্রাইং টু কনসিভ'। যে কোনও উপায়েই মা হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তাহলে নিশ্চয়ই স্বপ্নপূরণ হবে।