/indian-express-bangla/media/media_files/2025/07/13/indias-richest-2025-07-13-17-08-50.png)
কে এই ব্যক্তি?
কে বলেছে এই ইন্ডাস্ট্রিতে কপাল ফেরে না? আর কেই বা বলেছে যে একজন বহিরাগত কোনদিনও ইন্ডাস্ট্রিতে জায়গা পান না? যাকে নিয়ে কথা হচ্ছে তিনি এমন একজন মানুষ, যিনি স্ট্রাগল দেখেছেন, সেরকমই একটা সময় পর তাকে গোটা বিশ্ব চিনেছে হাস্যরসের রাজা হিসেবে। মাসে ৫০০ টাকা থেকে শুরু করে, এখন সব থেকে বেশি ইনকাম ট্যাক্স তিনি নিজেই দেন। কিন্তু তার ছোটবেলাটা একেবারেই সহজ সরল ছিল না। বরং অনেক অল্প বয়সেই তিনি, নানা সমস্যা দেখেছেন।
অল্প বয়সেই বাবাকে হারান। বাবাকে মারণ রোগের সঙ্গে লড়াই করতে দেখেই জীবনে দাঁড়ানোর যে দাঁড়ানোর জেদ আরও বেড়ে গিয়েছিল। পরিবারের পক্ষে রোজগার করার মতো আর কেউ ছিলনা। তাই তাকে দাঁড়াতে হয়েছিল একমাত্র রোজগার হিসেবে। চাকরি করতেন PCO তে। তার সঙ্গে সঙ্গে টেক্সটাইল মিলে চাকরি করতেন তিনি। প্রতি মাসে ৫০০ থেকে ৯০০ টাকা রোজগার ছিল। কিন্তু মানুষকে হাসাতে ভালবাসতেন। সঙ্গে সঙ্গে এদিক ওদিক বিয়েবাড়িতে অনুষ্ঠান বাড়িতে গানও গেয়ে বেড়াতেন তিনি। জীবনের মোর পাল্টে গেল একটা শোতে এসে। যদিও শোয়ে যখন তিনি প্রথমবার অডিশন দিয়েছিলেন, তখন তাকে রিজেক্ট করা হয়েছিল। পরবর্তীকালে তিনি সিলেকশন এবং সেই সময় পা রাখেন। এই শো জিতে ফেরেন তিনি সঙ্গে নিয়ে ফেরেন ১০ লাখ টাকা। সেই টাকা দিয়েই বোনের বিয়ে দিয়েছিলেন।
Actress Health Update: বিপদ পিছু ছাড়ছে না, ক্যানসারের ট্রিটমেন্টের মা…
প্রসঙ্গে ওয়ান এন্ড অনলি কপিল শর্মা। তার মা নাম রেখেছিলেন টনি। পরবর্তীকালে ১৯৮৩ সালে যখন কপিল দেব বিশ্বকাপ জেতেন, তার নাম অনুসারে কপিলের নাম রেখেছিলেন তার মা। কিন্তু কপিল শর্মা হয়ে ওঠার পথে তাকে অনেক বাধা সহ্য করতে হয়েছিল। যেমন আর্থিক অনটনে দিন কেটেছে। ঠিক সেরকমই নানান রকম ভাবে লোকে তাঁকে অবছেদ্দাও করেছে। দিনে ৫০০ টাকা ইনকাম করা কপিলাকে ৫ কোটি টাকা পারে এপিসোড নেন সম্প্রতি নেটফ্লিক্সে আবারও গ্রেট ইন্ডিয়ান কপিল নিয়ে ব্যাক করেছেন। এবং রিপোর্ট বলছে তিনটি সিজন থেকে প্রায় ২০০ কোটি টাকা রোজগার করেছেন তিনি।
তার বাসভবন দেখলে চমকে যেতে হয়। ১৫ কোটি টাকার অ্যাপার্টমেন্টে মুম্বাইয়ের আন্ধেরিতে থাকেন তিনি। সঙ্গে থাকেন তার স্ত্রী তার দুই সন্তান এবং তার মা। শিরোনামে এসেছিলেন সব থেকে বেশি ট্যাক্স দেওয়ার জন্য। জানা যায় প্রায় হাজার কোটি টাকার সম্পত্তি আছে এই কমেডিয়ানের। শুধু যে মানুষকে হাসান এমনটা নয় বরং তিনি দুটি ছবিতে অভিনয় করেছেন। এবং সূত্র বলছে, বলিউডের বড় বড় স্টারের থেকে তার বেশি পয়সা। অভিষেক বচ্চন কিংবা রণবীর সিং, এদের থেকেও বেশি সম্পত্তির মালিক তিনি।