পরিচালক অনীক দত্ত-র পরিচাবনায় সামনেই মুক্তি পেতে চলেছে 'বরুণবাবুর বন্ধু'। প্রকাশ্যে এল ছবির ট্রেলার। সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছবিতে দেখা যাবে বরুণবাবুর চরিত্রে। তবে বন্ধুটি কে তা নিয়ে জট কাটল না।
বরুণবাবু- ভীষণই খিটখিটে একটা মানুষ। নিজেকে সমাজ ও আত্মীয়দের কাছ থেকে সরিয়ে রাখতেই ভালবাসেন। এহেন 'বরুণবাবুর বন্ধু' আসছেন। ঠিক কবে আসছেন তা জানা নেই, তবে শীতেই তাঁর আগমণ একথা নিশ্চিত। তাই বন্ধুর খাতির যত্নে কোনও খামতি রাখবেন না তারা। তৈয়ারি শুরু এবং তারই ঝলক মিলল মঙ্গলবার।
Advertisment
তবে পুরোটাই সেলুলয়েডে। আসলে পরিচালক অনীক দত্ত-র পরিচাবনায় সামনেই মুক্তি পেতে চলেছে 'বরুণবাবুর বন্ধু'। প্রকাশ্যে এল ছবির ট্রেলার। সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছবিতে দেখা যাবে বরুণবাবুর চরিত্রে। তবে বন্ধুটি কে তা নিয়ে জট কাটল না।
সাহিত্যিক রমাপদ চৌধুরির লেখা কাহিনি ‘ছাদ’ অবলম্বনেই তৈরি এই ছবি। সুরিন্দর ফিল্মস প্রযোজিত 'বরুণবাবুর বন্ধু' এবারে প্রদর্শিত হয়েছে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে। সৌমিত্র ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক সেন, অর্পিতা চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র।
ছবির চিত্রনাট্য লিখেছেন উৎসব মুখোপাধ্যায় ও পরিচালক। সম্পাদনার দায়িত্ব সামলেছেন অর্ঘ্যকমল মিত্র। সিনেমাটোগ্রাফি অভীক মুখোপাধ্যায়ের এবং সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। দিন এখনও জানা না গেলেও শোনা যাচ্ছে শীতের দর্শকের সামনে আসবেন 'বরুণবাবুর বন্ধু'।