Advertisment
Presenting Partner
Desktop GIF

ঠাগস অফ হিন্দোস্তান মুক্তির আগে দেখে নেওয়া যাক আমির খানের আগের পাঁচ ছবির ব্যবসার হিসেব

শুক্রবার, নয় নভেম্বর তারিখে প্রেক্ষাগৃহে হৈ হৈ করে এসে পড়ছে আমির খানের ঠাগস অফ হিন্দোস্তান। এ ছবি নিয়ে বহুল পরিমাণ চর্চা হয়েছে। এ প্রতিবেদনে চর্চা করা হল আমিরের শেষ পাঁচ ছবির বক্স অফিস কালেকশনের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ঠাগস অফ হিন্দোস্তান মুক্তি পাচ্ছে ৯ নভেম্বর

এই শুক্রবারেই রিলিজ করছে আমির খানের ঠাগত অফ হিন্দোস্তান। আমির খানের ছবি মানেই আকাশ ছোঁয়া প্রত্যাশা। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক আমিরের আগের কয়েকটা ছবি বক্স অফিসে আমিরি-ফকিরির হিসেব।

Advertisment

সিক্রেট সুপারস্টার (২০১৭)- জায়রা ওয়াসি এ ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। এ ছবিতে জায়রার স্বপ্নকে বিশ্বাস করতে শিখিয়েছিল তাঁর অভিনীত চরিত্র। আমির খানের ব্যানারে ছবিটি প্রযোজিত হয়েছিল, পরিচালনার দায়িত্বে ছিলেন অদ্বৈত চৌহান। সেটিই তাঁর প্রথম ছবি। ৬৩.৪০ কোটি টাকা তুলেছিল এ ছবি। সিক্রেট সুপারস্টার সম্প্রতি ঢুকে পড়েছে নেটফ্লিকসেও।

publive-image ৬৩.৪০ কোটি টাকার ব্যবসা করেছিল সিক্রেট সুপারস্টার

দঙ্গল (২০১৬)- দঙ্গল রেকর্ড করেছিল বক্স অফিসে। মোট কালেকশনের পরিমাণ ছিল ৩৮৭.৩৮ কোটি টাকা। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় সর্বমোট অর্থ সংগ্রহকারী ছবির রেকর্ড দঙ্গলের ঝুলিতে।

পিকে (২০১৪)- পরিচালক রাজকুমার হিরানির ছবি পিকে। এ ছবির ব্যবসার পরিমাণ ছিল ৩৪০.৮ কোটি টাকা।

publive-image বক্স অফিসে সাড়া ফেলেছিল পিকে

ধুম ৩ (২০১৩)- বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত এ ছবির মোট বকস্ অফিস কালেকশনের পরিমাণ ২৮৪.২৭ কোটি টাকা।

তালাশ (২০১২)- ১০০ কোটির আকাশ ছুঁতে ব্যর্থ হয়েছিল তালাশ। করিনা কাপুর, রানি মুখার্জির মত তারকাদের সঙ্গে নিয়েও ছবির সর্বমোট সংগ্রহের পরিমাণ ৯৩.৪০ কোটি টাকা।

aamir khan
Advertisment