এই শুক্রবারেই রিলিজ করছে আমির খানের ঠাগত অফ হিন্দোস্তান। আমির খানের ছবি মানেই আকাশ ছোঁয়া প্রত্যাশা। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক আমিরের আগের কয়েকটা ছবি বক্স অফিসে আমিরি-ফকিরির হিসেব।
সিক্রেট সুপারস্টার (২০১৭)- জায়রা ওয়াসি এ ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। এ ছবিতে জায়রার স্বপ্নকে বিশ্বাস করতে শিখিয়েছিল তাঁর অভিনীত চরিত্র। আমির খানের ব্যানারে ছবিটি প্রযোজিত হয়েছিল, পরিচালনার দায়িত্বে ছিলেন অদ্বৈত চৌহান। সেটিই তাঁর প্রথম ছবি। ৬৩.৪০ কোটি টাকা তুলেছিল এ ছবি। সিক্রেট সুপারস্টার সম্প্রতি ঢুকে পড়েছে নেটফ্লিকসেও।
৬৩.৪০ কোটি টাকার ব্যবসা করেছিল সিক্রেট সুপারস্টার
দঙ্গল (২০১৬)- দঙ্গল রেকর্ড করেছিল বক্স অফিসে। মোট কালেকশনের পরিমাণ ছিল ৩৮৭.৩৮ কোটি টাকা। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় সর্বমোট অর্থ সংগ্রহকারী ছবির রেকর্ড দঙ্গলের ঝুলিতে।
পিকে (২০১৪)- পরিচালক রাজকুমার হিরানির ছবি পিকে। এ ছবির ব্যবসার পরিমাণ ছিল ৩৪০.৮ কোটি টাকা।
বক্স অফিসে সাড়া ফেলেছিল পিকে
ধুম ৩ (২০১৩)- বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত এ ছবির মোট বকস্ অফিস কালেকশনের পরিমাণ ২৮৪.২৭ কোটি টাকা।
তালাশ (২০১২)- ১০০ কোটির আকাশ ছুঁতে ব্যর্থ হয়েছিল তালাশ। করিনা কাপুর, রানি মুখার্জির মত তারকাদের সঙ্গে নিয়েও ছবির সর্বমোট সংগ্রহের পরিমাণ ৯৩.৪০ কোটি টাকা।