/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/gali-guleiyan-7592.jpg)
দ্বিতীয় দিনেও খুব একটা বেশি ব্যবসা করতে পারল না 'গলি গুলিয়াঁ'
বলিউড হাঙ্গামা অনুযায়ী প্রথম দিনে গলি গুলিয়াঁর ব্যবসা হওয়ার কথা ছিল প্রায় ১০ লাখ টাকা। শুধু সমালোচকদের প্রশংসাই নয়, দীপেশ জৈন পরিচালিত ওই ছবি দর্শকদর সহজেই হলমুখী করতে অক্ষম। দ্বিতীয় দিনেও খুব একটা বেশি ব্যবসা করতে পারল না 'গলি গুলিয়াঁন'। মনোজ বাজপেয়ী অভিনীত এই ছবি পাড়ি দিয়েছিল বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং মুম্বইয়ের মামি, এই তিনটি চলচ্চিত্র উৎসবে। প্রিমিয়ার হিসেবে সেখানে দেখানো হয়েছে গলি গুলিয়াঁ। মামিতে গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল এ ছবি। নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছিলেন মনোজ বাজপেয়ী। আর এই ছবির পরিচালনা করেই বলিউডে হাতেখড়ি হল পরিচালক দীপেশ জৈনের।
ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক এই ছবির রিভিউ ভাল লিখেছিলেন। তিনি বলেছিলেন, ''বাজপেয়ী সবসময়ই সমস্ত চরিত্রেই নিজের সেরাটা দেন, তবে ওং সিং 'ইদ্দু'র চরিত্রে সবার মন ছুঁয়ে যাবে। ছবিটা প্রথম পর্যায়ে ভাল চলেছে এবং দ্বিতীয়ভাগে কিছুটা সূক্ষভাবেই সাইকোলজিক্যাল থ্রিলারের প্রভাব রয়েছে। যখনই শেষের দিকে আপনার মনে হবে কি হতে পারে ধরে ফেলেছেন ঠিক তখনই চমক অপেক্ষা করবে আপনার জন্য''।
Team #GaliGuleiyan has definitely stolen the show and is creating the right buzz around. Watch it in cinemas now - https://t.co/9kcXhpgoEh#EnterTheMaze@BajpayeeManoj@RanvirShorey@ShahanaGoswami@himanshu_A_M@dipeshjainfilm#NeerajKabi#OmSingh#ShuchiJainpic.twitter.com/TDv46DhUYO
— Gali Guleiyan (@GaliGuleiyan) September 8, 2018
আরও পড়ুন, বুলগেরিয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
গলি গুলিয়াঁর সঙ্গে দ্য নান, লায়লা মজনু ও পলটন মুক্তি পেয়েছে। তবে পরের সপ্তাহে গলার কাঁটা হতে পারে রণবীর শোরে, নীরজ কবি ও শাহানা গোস্বামীর ছবি।