Advertisment

Sanju movie box office collection: সনজুর আয় ছাড়াল ৫০০ কোটি

Ranbir Kapoor sanju box office collection: সারা বিশ্বে ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলল সনজু। রাজকুমার হিরানি পরিচালিত, সনজু বলিউড তারকা সঞ্জয় দত্তের বায়োপিক। ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। শুধুমাত্র ভারতেই এই ছবি আয় করেছে ৩০০ কোটি টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
sanju

সনজুর আয় ছাড়াল ৫০০ কোটি

Sanju movie box office collection: সারা বিশ্বে ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলল সনজু। রাজকুমার হিরানি পরিচালিত, সনজু বলিউড তারকা সঞ্জয় দত্তের বায়োপিক। ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। শুধুমাত্র ভারতেই এই ছবি আয় করেছে ৩০০ কোটি টাকা।

Advertisment

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন সনজুর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন টুইট করে বলেন, ''সনজুর স্বপ্নের দৌড় অব্যাহত । বক্সঅফিসে ৫০০ কোটি টাকা আয় করেছে এই ছবি।

আরও পড়ুন, Sanju movie review: রণবীর কাপুর অভিনীত এই ছবি চিত্তাকর্ষক

ভারতে এই নিয়ে দুটো ছবি ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে। তৃতীয় সপ্তাহের শেষেই এই ছবি তিনশো কোটির ঘরে ঢুকে পড়েছে। সনজু ছবিতে রণবীর কাপুর ছাড়াও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, ভিকি কৌশল, মনীষা কৈরালা, দিয়া মির্জা, সোনম কাপুর, অনুষ্কা শর্মা ও জিমি শার্ভ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা সনজু ছবির আলোচনায় লিখেছিলেন, ''সুনীল দত্তের ভূমিকায় পরেশ রাওয়ালের অভিনয়ও দৃষ্টান্তমূলক। রণবীরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছেন তিনি, কিছু সময়ে এগিয়েও থেকেছেন। নার্গিস দত্তের চরিত্রে মনীষা কৈরালাকে দেখে মনে হলো তাঁকে আর একটু বেশি দেখা গেলে ভাল হত। সঞ্জয়ের জীবনে কুপ্রভাব যে মানুষটি, সেই ভূমিকায় জিম সার্ভ অত্যন্ত সপ্রতিভ। আর নিউইয়র্কে সনজুর গুজরাতি বন্ধু যে জীবনের পাঠ পড়িয়েছিলেন, সেই চরিত্রে ভিকি কৌশল অনবদ্য। হিরানি তাঁর পরিচালনার মধ্যগগনে, আত্মজীবনী থেকে উঠে আসা প্রত্যেকটি চরিত্রকে যেন অন্ধ অনুসরণ করেছেন। শেষে বলতে হবে, ‘সনজু’ অত্যন্ত চিত্তাকর্ষক ছবি। কোনও সময়ে এটা আপনার হাসির কারণ তো কখনও দুঃখের। হিরানি তাঁর সেরাটা দিয়েছেন''।

এতকিছুর পরও এ ছবি বিতর্ক এড়াতে পারেনি। অনেকে বলেছেন, সঞ্জয় দত্তের ভাবমূর্তি উদ্ধার করার উদ্দেশ্যেই করার উদ্দেশ্যেই এই ছবির নির্মাণ। তবে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেন, ''আমি মনে করিনা ৩০-৪০ কোটি টাকায় কারও ভাবমূর্তি বদলাতে পারে। আমি শুধুমাত্র সত্যিটা বলেছি। আর এই সত্যিটাই যে দেশের মানুষ মেনে নিয়েছেন, বক্সঅফিস কালেকশন থেকে সে কথাই উঠে আসছে''।

box office report Webjalsha khatrimaza sanju
Advertisment