Advertisment

জানেন ‘ব্রহ্মাস্ত্র’র জন্য কীরকম পরিশ্রম করেছেন রণবীর?

সম্প্রতি অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় 'ব্রহ্মাস্ত্র' ছবির শুটিংয়ের জন্য জার্মানিতে রয়েছেন রণবীর কাপুর। সেখানেই মুভমেন্ট ও কালচারাল গ্রুপের কাছে ট্রেনিং নিচ্ছেন তিনি। ছবিতে রণবীরের সঙ্গে রয়েছেন আলিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Photo: Ayan Mukerji/ Instagram

সম্প্রতি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় 'ব্রহ্মাস্ত্র' ছবির শুটিংয়ের জন্য জার্মানিতে রয়েছেন রণবীর কাপুর। সেখানেই তিনি মুভমেন্ট ও কালচারাল গ্রুপের কাছে ট্রেনিং নিচ্ছেন তিনি। ছবিতে রণবীরের সঙ্গে রয়েছেন আলিয়া ভট। পরিচালক মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন।

Advertisment

ভিডিওটিতে দেখা যাচ্ছে, অভিনতা তাঁর ট্রেনারের কাছে মুভ নিয়ে অনুশীলনে রত। ভিডিওটি তুলছেন রণবীরের সহ অভিনেতা ও প্রেমিকা আলিয়া ভাট। সূত্রের খবর, "বাবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে রণবীর ছবিতে ডিস্ক জকি হয়েছে। কীভাবে সে তার স্বপ্নকে ছুঁতে পারবে, সেই জার্নি নিয়েই ছবির গল্প। এর মধ্যে দিয়েই ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করবে রণবীর।"

Advertisment

গত মাসেই পরিচালক জানিয়েছেন, ২০২০-র গরমে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। এর আগে ডিসেম্বরে ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু টেকনিক্যাল দিকের কথা ভেবেও ভিএফএক্সকে সময় দিতেই রিলিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। অমিতাভ বচ্চনকে এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ছবির প্রযোজনায় ধর্মা প্রোডাকশনস।

Read the full story in English 

bollywood ranbir kapoor alia bhatt
Advertisment