Advertisment
Presenting Partner
Desktop GIF

৪ দিনেই ২০০ কোটি! দক্ষিণী ইন্ডাস্ট্রিকে বুড়ো আঙুল রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'র

বক্সঅফিসে ধুন্ধুমার রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র' নিয়ে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
brahmastra, brahmastra box office, brahmastra box office day 4, brahmastra box office collections, ranbir kapoor, ayan mukerji, alia bhatt, karan johar, amitabh bachchan, Ranbir Alia, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর আলিয়া, ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাস্ত্র বক্সঅফিস কালেকশন, ব্রহ্মাস্ত্র বক্সঅফিস আয়, অয়ন মুখোপাধ্যায়, করণ জোহর, Box office report, Indian express Entertainment News, Bengali news today

বক্সঅফিসে ধুন্ধুমার রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র' নিয়ে

ট্রেলার রিলিজের পরই 'ব্রহ্মাস্ত্র' তাক করে রণবীর কাপুর দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির উদ্দেশে হুঙ্কার ছুঁড়েছিলেন- ‘ওদের দেখিয়ে দেব..’। এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই কাপুর-নন্দনের সেই কথা যেন একেবারে অক্ষরে অক্ষরে ফলে গেল! অতিমারী উত্তর পর্বে 'RRR', 'পুষ্পা', 'কেজিএফ চ্যাপ্টার ২'-এর মতো দক্ষিণী ছবিগুলো যে হারে ব্যাবসা করেছে, সেখানে বলিউড ধোপে টিকতে পারেনি। তবে সবার হয়ে এবার জবাব দিল 'ব্রহ্মাস্ত্র'।

Advertisment

মাত্র ৪ দিনেই ২০০ কোটির ঘরে পৌঁছেথে রণবীর-আলিয়ার সিনেমা। বক্সঅফিস রীতিমতো কাঁপাচ্ছে। রিলিজের আগে অনেকেই 'ব্রহ্মাস্ত্র' বয়কটের ডাক দিয়েছিলেন। তাছাড়া, নেটপাড়ার একাংশ ভবিষ্যদ্বাণী করেছিল, এই ছবি দু দিনও হলে টিকবে না। তবে রিলিজের পরে ছবিটাই পাল্টা গিয়েছে। বরং, সব সিনেমাকে টেক্কা দিয়ে কালো ঘোড়ার মতো দৌঁড়চ্ছে 'ব্রহ্মাস্ত্র'।

প্রথম সপ্তাহেই বাজিমাত করেছে রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'। হিন্দি বলয়ে তো বটেই পাশাপাশি ডাবিং ভার্সনে কাঁপিয়েছ দক্ষিণী রাজ্যগুলোতেও। সোমবার-ই ধর্মা প্রোডাকশনের তরফে জানানো হয়েছে যে এই সিনেমা আন্তর্জাতিক বক্স অফিসের নীরিখে প্রথম সপ্তাহান্তে ২২৫ কোটি কামিয়েছে। যদিও সেই তথ্যের সাপেক্ষে কোনও প্রমাণ নেই। তবে হিসেব বলছে, ভারতে ১৪৩ কোটির পাশাপাশি গোটা বিশ্বে মাত্র ৩ দিনে ৬৫ কোটির ব্যবসা করেছে 'ব্রহ্মাস্ত্র'। যার মোট আয় দাঁড়াচ্ছে ২০৯ কোটি।

<আরও পড়ুন: ‘সেক্স করেই যৌবন ধরে রেখেছি..’, অনিল কাপুরের কথা শুনে ‘থ’ করণ!>

publive-image

বলিউড সংবাদমাধ্যমসূত্রে খবর, আন্তর্জাতিক ময়দান কাঁপানো ভারতীয় সিনেমার তালিকায় 'ব্রহ্মাস্ত্র' ইতিমধ্যেই 'পদ্মাবত', 'ধুম ৩', 'সুলতান', 'দিলওয়ালে', 'দঙ্গল'-এর পর জায়গা করে নিয়েছে ৫ নম্বরে। তাছাড়া, 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'সঞ্জু'র পর রণবীরের ফিল্মি কেরিয়ারেও ১৫০ কোটি পেরনো ৩ নম্বর সিনেমা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood karan johar ranbir kapoor box office report alia bhatt Entertainment News Brahmastra
Advertisment