ট্রেলার রিলিজের পরই 'ব্রহ্মাস্ত্র' তাক করে রণবীর কাপুর দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির উদ্দেশে হুঙ্কার ছুঁড়েছিলেন- ‘ওদের দেখিয়ে দেব..’। এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই কাপুর-নন্দনের সেই কথা যেন একেবারে অক্ষরে অক্ষরে ফলে গেল! অতিমারী উত্তর পর্বে 'RRR', 'পুষ্পা', 'কেজিএফ চ্যাপ্টার ২'-এর মতো দক্ষিণী ছবিগুলো যে হারে ব্যাবসা করেছে, সেখানে বলিউড ধোপে টিকতে পারেনি। তবে সবার হয়ে এবার জবাব দিল 'ব্রহ্মাস্ত্র'।
Advertisment
মাত্র ৪ দিনেই ২০০ কোটির ঘরে পৌঁছেথে রণবীর-আলিয়ার সিনেমা। বক্সঅফিস রীতিমতো কাঁপাচ্ছে। রিলিজের আগে অনেকেই 'ব্রহ্মাস্ত্র' বয়কটের ডাক দিয়েছিলেন। তাছাড়া, নেটপাড়ার একাংশ ভবিষ্যদ্বাণী করেছিল, এই ছবি দু দিনও হলে টিকবে না। তবে রিলিজের পরে ছবিটাই পাল্টা গিয়েছে। বরং, সব সিনেমাকে টেক্কা দিয়ে কালো ঘোড়ার মতো দৌঁড়চ্ছে 'ব্রহ্মাস্ত্র'।
প্রথম সপ্তাহেই বাজিমাত করেছে রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'। হিন্দি বলয়ে তো বটেই পাশাপাশি ডাবিং ভার্সনে কাঁপিয়েছ দক্ষিণী রাজ্যগুলোতেও। সোমবার-ই ধর্মা প্রোডাকশনের তরফে জানানো হয়েছে যে এই সিনেমা আন্তর্জাতিক বক্স অফিসের নীরিখে প্রথম সপ্তাহান্তে ২২৫ কোটি কামিয়েছে। যদিও সেই তথ্যের সাপেক্ষে কোনও প্রমাণ নেই। তবে হিসেব বলছে, ভারতে ১৪৩ কোটির পাশাপাশি গোটা বিশ্বে মাত্র ৩ দিনে ৬৫ কোটির ব্যবসা করেছে 'ব্রহ্মাস্ত্র'। যার মোট আয় দাঁড়াচ্ছে ২০৯ কোটি।