জটিল সম্পর্কের অজানা ‘অভিধান’ নিয়ে প্রকাশ্যে নুসরত-আবীরের ‘ডিকশনারি’র ট্রেলার

অসম বয়সি দাম্পত্য সম্পর্ক, বিবাহ বহির্ভূত প্রেম-ভালবাসা, সম্পর্কের জটিল ধাঁধা নিয়ে মুক্তি পেল ব্রাত্য বসু পরিচালিত 'ডিকশনারি'র ট্রেলার। দেখুন নিন ট্রেলার।

অসম বয়সি দাম্পত্য সম্পর্ক, বিবাহ বহির্ভূত প্রেম-ভালবাসা, সম্পর্কের জটিল ধাঁধা নিয়ে মুক্তি পেল ব্রাত্য বসু পরিচালিত 'ডিকশনারি'র ট্রেলার। দেখুন নিন ট্রেলার।

author-image
IE Bangla Web Desk
New Update

অসম বয়সি দাম্পত্য সম্পর্ক, বিবাহ বহির্ভূত প্রেম-ভালবাসা, সম্পর্কের জটিল ধাধা নিয়ে মুক্তি পেল ব্রাত্য বসু (Bratya Basu) পরিচালিত 'ডিকশনারি'র ট্রেলার। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘অসুর’ ছবির পর আরও একবার স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা গেল নুসরত জাহান (Nusrat Jahan) এবং আবীর চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee)।

Advertisment

সাদামাটা ঘরোয়া লুক, অসুখী গৃহবধূ স্মিতা সান্যালের ভূমিকায় নুসরত। যে কিনা মুখ ফুটে স্বামী অশোক সান্যালকে কিছুই বলতে পারে না। তবে সমবয়সী দেওর তাঁর মনের অনেক কাছের। এক ছাদের তলায় স্বামীর সঙ্গে সহাবস্থান তাঁর কাছে যেন শরশয্যার মতোই ঠেকে। অন্যদিকে শ্বশুরবাড়ির 'ডাইনি' অপবাদ। বৈবাহিক সম্পর্কের জটিল ধাঁধায় হারিয়ে যাওয়া স্মিতার কাছে যেন তাঁর 'আরণ্যক সিন্ড্রোম'-এ ভোগা দেওর-ই একমাত্র আশ্রয়। ছাপোষা মধ্যবিত্ত সরকারি চাকুরে স্বামী অশোক সব জানতে পেরেও ভালবাসে স্মিতাকে। অন্তর্মুখী অশোকের পক্ষে তার অনুভূতির ব্যাখ্যা দেওয়া অসম্ভবপর। যে ভূমিকায় অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। স্মিতার প্রেমিকার ভূমিকায় দেখা গেল অর্ণ মুখোপাধ্যায়কে। সম্পর্কের অজানা এক 'অভিধান' নিয়ে এভাবেই এগোয় ছবির গল্প। 'ডিকশনারি'র ট্রেলারেই উঠে সেই কাহিনি।

লেখক বুদ্ধদেব গুহর দু’টি ছোটগল্প ‘স্বামী হওয়া’ এবং ‘বাবা হওয়া’ অবলম্বনে ছবি তৈরি করেছেন পরিচালক ব্রাত্য বসু। দীর্ঘ বছর দশেক পর ফের পরিচালকের আসনে তিনি। লেখকের দুটো গল্প নিয়ে নিজের মতো করে চিত্রনাট্য সাজিয়েছেন। স্মিতা-অশোকের দাম্পত্য জীবনের গল্পের পাশাপাশি আরেকটা প্লটে রয়েছে ‘বাবা হওয়া’র গল্প। যেখানে মূল ভূমিকায় অভিনয় করতে দেখা গেল বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা মোসারেফ করিমকে। কম পড়াশোনা জানা একটি লোক, যিনি কিনা পেশায় ব্যবসায়ী। নিজে সেভাবে পড়াশোনা না করতে পারলেও ছেলের পড়াশোনার জন্য কোনওরকম কসরত করতে বাকি রাখেন না তিনি। মোশারফের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছেন পৌলমী বসু।

Advertisment

ফিরদাসৌল হাসান প্রযোজিত 'ডিকশনারি' ছবিটি মুক্তি পাবে ১২ ফেব্রুয়ারি।

দেখুন ট্রেলার-


-

Abir Chatterjee Nusrat Jahan