Bubly: বাড়ির বারান্দায় দাঁড়িয়ে শাকিবের প্রাক্তন, বুবলিকে দেখতে গাছে উঠে উঁকি ঝুঁকি অনুরাগীর!

Bubly in Movie: এ কী কাণ্ড! বুবলি নিজেই শেয়ার করলেন সেসব ভিডিও.. বললেন...

Bubly in Movie: এ কী কাণ্ড! বুবলি নিজেই শেয়ার করলেন সেসব ভিডিও.. বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bubly, shakib khan, bubly news

Bubly News-কলকাতার শুটিং শেষে বুবলি/ ছবি-ফেসবুক

Bubly video viral: তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। কিছুদিন আগেই বুবলি ফ্ল্যাশব্যাক সিনেমার শুটিং করে গিয়েছেন। কলকাতা থেকে উত্তরবঙ্গ সর্বত্রই শুটিং করে বেশ আপ্লুত তিনি। তাঁর সঙ্গে ঘণ্টার পর ঘন্টা মানুষ যে দাঁড়িয়ে আছেন সেকথাও বললেন।

Advertisment

কলকাতায় যখন এসেছিলেন বুবলি ( Bubly ) তাঁকে ঘিরে ধরেছিলেন অনুরাগীরা। এই প্রথম তিনি কাজ করছেন এই বাংলার সিনেমায়। কৌশিক গঙ্গোপাধ্যায় ( Kaushik Ganguly ) এবং সৌরভ দাসের ( Sourav Das ) সঙ্গে তাঁর কাজ। ছবির ফার্স্ট লুক থেকে ফটোশুট সামনে এনেছিলেন তিনি। তবে, তাঁর শুটিংয়ে মানুষের ভিড় দেখে তাঁর প্রতিক্রিয়া দারুণ। হাজার হাজার লোক একটি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন।

কিন্তু, গল্প এখানেই শেষ না। তাঁকে দেখতে মানুষ ভিড় করেছেন ভাল কথা। গেছে উঠে গিয়েছেন বেশ কিছু। এদিক ওদিক থেকে উঁকি দিচ্ছেন তারা। আর এই দৃশ্য দেখেই বেশিরভাগ হাসতে হাসতে পেটে খিল। শুটিংয়ের এমন অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি লিখলেন..."কত কষ্ট করে এই ভালোবাসার মানুষগুলো ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে শুটিং দেখে । অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা আপনাদের প্রতি , এভাবেই আপনাদের ভালোবাসা এবং দোয়ায় থাকতে চাই সবসময়।"

Advertisment

আরও পড়ুন - ‘ছেলের দায়িত্ব আমারই, শাকিব শুধু ইচ্ছে হলে…’, সোশ্যাল মিডিয়ায় কেঁদে ভাসালেন বুবলি

এদিকে, গাছে ঝুলে পড়া সেই পাবলিককে দেখে হেসে খিল ধরে গেলে বাংলাদেশের দর্শকদের। তারা যেমন মজা নিলেন তেমনই তারা এমন মন্তব্য করলেন, যে কেবল শাকিবের ( Shakib Khan ) নাম জড়িয়ে আছে বলেই আপনার এত ফ্যান। উল্লেখ্য, কিছুদিন আগেই তাঁর ছেলেকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। শাকিব তাঁর সঙ্গে সংসার করতে চান না, এমন কথাও ওঠে।

যদিও, পরে দেখা গিয়েছে শাকিব পুত্র বীরকে নিয়ে তিনি ঘুরতে গিয়েছেন। ছেলেদের পর সমান ভালবাসা দেখান তিনি। নিজের জন্মদিনেই জয়কে পাশে রেখেছিলেন শাকিব। আর বুবলি, সে এখন ব্যস্ত নতুন কাজে।

tollywood bubly Entertainment News