Advertisment
Presenting Partner
Desktop GIF

Buddhadeb Bhattacharya Death: বুদ্ধবাবুর কোলে বসে রয়েছেন টলিপাড়ার অন্যতম অভিনেত্রী, 'মামা'র প্রয়াণে ব্যক্তিগত ক্ষতি হয়েছে তাঁর...

Bengal's Former CM death: প্রাক্তন মুখ্যমন্ত্রী কে নিয়ে আবেগঘন ও রাজনীতিবিদ থেকে বিনোদন জগতে অনেকেই। কিন্তু সকলের কাছে তিনি বুদ্ধদেব ভট্টাচার্য হলেও, একজনের কাছে তিনি বুদ্ধ মামা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Buddhadeb Bhattacharya Demise actress ushashi chakraborty paid tributes and mourns

কে এই অভিনেত্রী?

ছবিটা সাদা কালো। তখন বুদ্ধ বাবুর বয়স নেহাতই কম। সামনে দাঁড়িয়ে রয়েছে ফ্রক করা একটি বাচ্চা মেয়ে। যাকে আদরে ভরাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সাদাকালো ফ্রেমের চশমায় তখন তার অভিব্যক্তি এমনই, যেন খুদে বাচ্চাটির কাছ থেকে তার হাল হকিকত জানতে চাইছেন তিনি।

Advertisment

আজ সকাল থেকে এই বাংলার মানুষের মন খারাপ। কারণ তাদের অন্যতম প্রিয় রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই। সকালবেলা উঠে চা খেয়েছেন, প্রাতরাশ সেরেছেন, কিন্তু তারপরে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। পারি দিলেন না ফেরার দেশে। প্রাক্তন মুখ্যমন্ত্রী কে নিয়ে আবেগঘন ও রাজনীতিবিদ থেকে বিনোদন জগতের অনেকেই। কিন্তু সকলের কাছে তিনি বুদ্ধদেব ভট্টাচার্য হলেও, একজনের কাছে তিনি বুদ্ধ মামা।

তিনি আর কেউ নয়, বরং পর্দার জুন আন্টি উষসী চক্রবর্তী। অর্থাৎ রাজ্যের অন্যতম বাম নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা। বাবার সুবাদে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার কাছে মামা হয়ে উঠেছিলেন। মৃত্যুর খবর পেয়েই দৌড়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম এভিনিউর বাসভবনে। সমাজমাধ্যমে তো বটেই, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন...

আরও পড়ুন - Buddhadeb Bhattacharya Demise: ‘আমার বিয়েতে এসেছিলেন বুদ্ধবাবু…’, প্রাক্তন মুখ্যমন্ত্রী আর নেই, স্মৃতির পাতায় উঁকি ঋতুপর্ণার

"সততা স্বচ্ছতার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু। আমি বুদ্ধ মামা বলতাম। একেক জন করে সকলেই চলে যাচ্ছেন। কোথাও যেন একটা ইতিহাস মুছে যাওয়ার মত পরিস্থিতি। কিন্তু সেটা যেন না হয়। সততার যে রাজনীতি বুদ্ধমামা তৈরি করে গিয়েছেন, সেটি মাথায় রেখে আমাদের এগোতে হবে। তার দৃষ্টান্ত অনুসরণ করতে হবে। সেটাই তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন। এটা আমার কাছে একটা ব্যক্তিগত ক্ষতি।"

অভিনেত্রী সমাজ মাধ্যমে যে ছবিটি ভাগ করে নিয়েছেন সেখানে দেখা যাচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্যের কোলে বসে রয়েছেন তিনি। অভিনেত্রী লিখছেন, " জয়লোভে যশলোভে রাজ্য লোভে অয়ি, বীরের সদ্গতি থেকে ভ্রষ্ট নাহি হই 'বুদ্ধমামা,লাল সেলাম।"

উল্লেখ্য, উষসী নিজেও বাম মনোভাবাপন্ন। এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্যের হয়ে তাকে প্রচার করতে দেখা গেছে। প্রায় কিছু বছর আগে তিনি তার বাবাকেও হারিয়েছেন।

tollywood Buddhadeb Bhattacharya Entertainment News Ushasie Chakraborty
Advertisment