বুদ্ধবাবুর শারীরিক অবস্থার অবনতির করতে উদ্বিগ্ন গোটা বাংলা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় রত সকলে। এরই মাঝে কুণাল ঘোষের বক্তব্য ঠিক এমনই ছিল, তাঁকে মহাপুরুষ বলে মাথায় ওঠানোর নেই।
আর তাতেই, বেজায় ক্ষেপেছেন অনেকেই। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে তাঁর রোগশয্যায় এহেন মন্তব্য? তৃণমূলের মুখপাত্রকে নিয়ে নানা প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, টলিপাড়ার অনেকেই রেগে আগুন। আওয়াজ তুললেন অনেকেই। বুদ্ধবাবু শ্রদ্ধার পাত্র তাঁদের কাছে। সেখানে কিনা এহেন কটু কথা?
আরও পড়ুন < বুদ্ধবাবুকে ‘মহাপুরুষ’ কটাক্ষ! কুণালকে পাল্টা ‘চোর’ সম্বোধন পরিচালক-প্রযোজক রানার? >
রানা সরকারের পর, এবার আওয়াজ তুললেন জয়জিৎ বন্দোপাধ্যায়। রানা সরকারের মত গদ্য না লিখলেও এক লাইনেই নিজের মনের কথা জানিয়ে দিলেন তিনি। লিখলেন, কোন চোরে কী বলল তাতে বুদ্ধবাবুর কিস্যু যায় আসে না। আর অভিনেতার এই মন্তব্য চোখে পড়তেই, কেউ কেউ তাঁকে সঙ্গ দিলেন আবার কেউ কেউ বললেন..
মহানায়ক সম্মানটা হাতছাড়া হল কিন্তু! আবার কেউ বললেন, শিরদাঁড়া সোজা রেখে এভাবেই কথা বলে যান। আবার কারওর কথায়, এই যে সোজা কথা সোজাভাবে বলেন এটাই তো এইযুগে চাই। উল্লেখ্য, সত্যি বলতে কখনোই ভয় পান না জয়জিৎ। বরং, নিজের মতামত নিপাট সহজ ভাবেই দিয়ে থাকেন তিনি। এবারও, ব্যতিক্রম নয়। বাহ বাহ কুড়লেন শিল্পী।