মন্দ ছেলের উপাখ্যান 'বুড়ো সাধু'

ভাল ছাত্র কিংবা ছবির পরিচালক কোনওটাই ঠিকমতো করে ওঠা হচ্ছেনা তার। যদিও এই ব্যর্থ জীবনে আরও দুরূহ তার প্রেম। সবমিলিয়ে মন্দ ছেলের উদাহরণ।

ভাল ছাত্র কিংবা ছবির পরিচালক কোনওটাই ঠিকমতো করে ওঠা হচ্ছেনা তার। যদিও এই ব্যর্থ জীবনে আরও দুরূহ তার প্রেম। সবমিলিয়ে মন্দ ছেলের উদাহরণ।

author-image
IE Bangla Web Desk
New Update
buro sadhu

ঋত্বিক চক্রবর্তী ও ঈশা সাহা।

আবিরের জীবনের দুটি অধ্যায়- ছাত্র ও চাকরি জীবন। কিন্তু এই দুটি পর্যায়েই তার হাতে এসেছে ব্যর্থতা। ভাল ছাত্র কিংবা ছবির পরিচালক কোনওটাই ঠিকমতো করে ওঠা হচ্ছেনা তার। যদিও এই ব্যর্থ জীবনে আরও দুরূহ তার প্রেম। সবমিলিয়ে মন্দ ছেলের উদাহরণ। আর এই চরিত্রেই অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী।

Advertisment

কথা হচ্ছে ছবি বুড়ো সাধু নিয়ে। এদিন কলকাতায় হয়ে গেল ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ। উপস্থিত ছিলেন ঋত্বিক চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, ঈশা সাহা ও অন্যান্য কলাকুশলীরা। দীপাবলিতে মুক্তি পাবে ভিক পরিচালিত এই ছবি।

Advertisment

আরও পড়ুন, কেউ ফোস্কা নিয়ে ঠাকুর দেখবেন, কেউ ফিরবেন বাড়ি! পুজো নিয়ে আড্ডায় টিম ‘নকশিকাঁথা’

ছবির গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, তিমির বিশ্বাসের মতো শিল্পীরা। জীবনের প্রতি ব্যর্থতা থেকে মদকাসক্ত হয়ে পড়ে আবির। কিন্ত কোন সমরীকণে মিলছিল না জীবনের অঙ্ক, কেনই বা সবার বিরাগভাজন হয়ে পড়ে সে। আস্তে আস্তে সব জট কাটে। কিন্তু কীভাবে সেটাই বুড়ো সাধুর গল্প।

ছবিতে ঈশার চরিত্রের নাম শ্বেতা। ছবিতে রয়েছে জনপ্রিয় টেলি তারকা মিশমি দাস, তাঁকে ঋত্বিকের প্রথম প্রেমিকার চরিত্রে দেখা যাবে ছবিতে। এই তিনজন ছাড়াও রয়েছেন দোলন রায়, দেবেশ চট্টোপাধ্যায়, বরুণ চক্রবর্তীর মতো শিল্পীরা। চিরঞ্জীতকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। বুড়ো সাধু-র সঙ্গীত পরিচালনার দায়িত্ব রয়েছে প্রাঞ্জল দাস।

Ritwick Chakraborty Bengali Cinema