ব্যোমকেশ বেশে দেব, তাই নতুন কিছু চমক তো থেকেই যায়। একেই বিতর্ক তুঙ্গে, তাঁরমধ্যেই যেন নতুন কিছু করার চেষ্টা করেছেন দেব। এমনকি নিজের অজিত হিসেবেও বেছে নিয়েছেন অম্বরিশ ভট্টাচার্যকে। একজন অসাধারণ অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে কি যে সাংঘাতিক হিউমার, সেকথাই তিনি আবারও প্রমাণ করলেন।
ব্যোমকেশ দেবের অজিত অম্বরিশ। কটাক্ষ শুরু হয়েছে প্রথম দিন থেকেই। অভিযোগ এবং দাবি সকলের প্রায় একই, এতদিন যে কজন অভিনেতা অজিতের ভূমিকা পালন করেছেন তাঁরা কেউ চেহারার দিক থেকে স্থূল নন। সেখানে অম্বরিশকে দেখে অনেকেই অবাক হয়েছেন। সেই প্রশ্নের জবাব দিতে গিয়েই অম্বরিশ যা বললেন...
"অজিত কেন মোটা হয়েছে এই নিয়ে অনেকের অনেক প্রশ্ন। কিন্তু, আমি জানি না কেন এই ভাবনা আসছে। যারা এধরনের কথা বলছেন তাঁরা হয়তো অজিতকে চিনতেন। অজিতের সঙ্গে বোধ করি পরিচয় ছিল। আসলে, দোষ নেই। দেব যখন, আমায় ফোন করে বলেন যে অজিতের চরিত্রটা আমায় করতে হবে আমিও অবাক হয়েছিলাম। কারণ, যে কজন অজিতকে আমরা দেখেছি রাহুল পর্যন্ত, তারা কেউ আমার মত না। আবার এদিকে, আমার একটু জোর বেশি। যে আমি একদম আলাদা। তবে, হ্যাঁ! কাজটা দেখার পর এই নিয়ে কথা বললে বোধহয় ভাল হয়। কারণ, আমি নিজে নিশ্চিত, আমি খুব ভাল করেছি।"
আরও পড়ুন < ‘খারাপ গাইলে আমায় লাথি মেরে বের করুন, কিন্তু…’, প্রকাশ্যে নিজের শক্তি জাহির করলেন ইমন >
যদিও, অম্বরিশ এখানে থেমে যেতে পারতেন। কিন্তু, তারপরেও তিনি শেষ যে কথাটি বললেন তারপর শো সুপারহিটই বলা যায়। সেদিন সৃজিত অনির্বাণের ব্যোমকেশ টিমের মধ্যে একমাত্র উপস্থিত ছিলেন না রাহুল। সেই প্রসঙ্গ টেনেই অম্বরিশ বলেন, "আমি হয়তো এতই ভাল করেছি, যে সেই ভয়েই রাহুল আজ এখানে আসে নি।" একথা শুনেই হেসে ওঠেন সকলে। হাততালি ফেটে পড়ে সর্বত্র। এবং হাসির ছলেই সকলের মুখ বন্ধ করে দেন অম্বরিশ। কিন্তু, ব্যোমকেশ দেব নিপাট খুশি তাঁর উত্তরে। বললেন...
"আমার কাছে অভিনেতার সাইজ কাম্য নয়, তাঁর অভিনয় আসল বিষয়। আমি একদম সিওর ছিলাম যে অম্বরিশ এলে অজিতের চরিত্রটা আরও বড় হবে।"