Advertisment

ব্যোমকেশ গোত্রর ট্রেলারে পরতে পরতে রহস্যের জাল

পুজোয় মুক্তি পাচ্ছে 'ব্যোমকেশ গোত্র'। সম্প্রতি প্রকাশিত হল ছবির ট্রেলারে। আর ট্রেলারের প্রতিটা কোণে রহস্যের গন্ধ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুক্তি পেল 'ব্যোমকেশ গোত্র',

পুজোয় যে ব্যোমকেশের একটি সিরিজ মুক্তি পাচ্ছে তার দামামা বেজে গিয়েছিল অনেকদিন আগেই। অরিন্দম শীল আবারও পর্দায় নিয়ে আসছেন তাঁর শক্তিশালী বাণ। পুজোয় মুক্তি পাচ্ছে 'ব্যোমকেশ গোত্র'। সম্প্রতি প্রকাশিত হল ছবির ট্রেলার। আর ট্রেলারের প্রতিটা কোণে রয়েছে রহস্যের গন্ধ।

Advertisment

বক্স অফিস বলছে এখনও পর্যন্ত তাঁর দর্শকদের নিরাশ করেননি পরিচালক। এবারও তিনি কোমর বেঁধেছেন নতুন ব্যোমকেশ সিরিজের জন্য। হর হর ব্যোমকেশ ও ব্যোমকেশ পর্বের সাফল্যের পর অরিন্দম শীলের তৃতীয় ছবি ব্যোমকেশ গোত্র। এ গল্পে বছর একুশের তরুণ সত্যকাম কলকাতায় ব্যোমকেশের বাড়িতে দেখা করতে আসে। নিজেকে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ছেলে বলে পরিচয় দেন তিনি। ব্যোমকেশের কাছে গিয়ে তিনি বলেন, তাঁর প্রাণের আশঙ্কা রয়েছেন। মুসৌরিতে ফিরে খুন হয়ে যান সত্যকাম। সত্যকামের হত্যা রহস্যের তদন্ত করতে শেষমেষ মুসৌরি পৌঁছন সত্যান্বেষী।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘রক্তের দাগ’ অবলম্বনে পরিচালক তৈরি করেছেন এই ছবি। তবে কলকাতার পরিবর্তে ছবির প্রেক্ষাপট মুসৌরি। তবে এই সিরিজে চমক কিন্তু অজিতেশ। ঋত্বিক নয় এবার পর্দায় আবিরের সহকারী রাহুল বন্দ্যোপাধ্যায়। ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন বৈশাখী মার্জিত,অঞ্জন দত্ত, হর্ষ ছায়া, প্রিয়াঙ্কা সরকার, সৌরসেনী মিত্র, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, অনিন্দিতা বসু।

প্রত্যেকটা চরিত্র নিজেদের জায়গায় ভাল। অর্জুন চক্রবর্তী ট্রেলারের একটা বিশাল অংশে রয়েছেন। আর অঞ্জন দত্তের সঙ্গে যুগলবন্দীটাও বেশ শক্তিশালী বলেই ঠাওর হচ্ছে। তাছাড়াও এছবিতে অভিয়ন করবেন স্বয়ং অরিন্দম শীল। অনিন্দিতা বসুর ঝলকই বলে দিচ্ছে এক চুল সুযোগও ছাড়েননি অভিনেত্রী।

আরও পড়ুন, ভারত থেকে অস্কারের দৌড়ে মনোনীত হল ভিলেজ রকস্টারস

এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আবারও বিক্রম ঘোষ। একসঙ্গে ছয়টি ছবি মুক্তি পাচ্ছে এবারের পুজোয়। আর তারমধ্যে আপনার ছবি দেখার তালিকায় যে ব্যোমকেশ থাকছেই একথা আর বলে দিতে হবে না।

rahul banerjee Abir Chatterjee
Advertisment