Advertisment
Presenting Partner
Desktop GIF

'এটা আমার অক্ষমতা যে…', সৃজিতের 'ব্যোমকেশ' কেন হয়ে উঠতে পারলেন না দেব?

অনির্বাণকে মাথায় রেখেই এগিয়েছেন সৃজিত, তবে দেবকেও...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dev, srijit mukherjee, byomkesh, byomkesh durga rahasya, anirban bhattacharya, dev as byomkesh, ব্যোমকেশ, দেব, সৃজিত মুখোপাধ্যায়, দেব-সৃজিত, ব্যোমকেশের ট্রেলার লঞ্চ, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

দেব-সৃজিত

নতুন ব্যোমকেশ দেব! আর তাঁর সঙ্গে আজ একই মঞ্চে ধরা দিলেন মানুষের মণিকোঠায় স্থান পাওয়া আরেক ব্যোমকেশ অনির্বাণ। দ্বন্দ্ব - বিতর্ক থেকে তাঁরা ক্রোশ দূরে। ইন্ডাস্ট্রি একটাই পরিবার, কিন্তু প্রশ্ন একটাই উঠে এল। সৃজিত যখন দুর্গ রহস্য করলেন, তাহলে দেবের সঙ্গে হাত কেন মেলালেন না।

Advertisment

আজ ট্রেলার লঞ্চের মঞ্চেই সেকথাও খোলসা করলেন তিনি। অনির্বাণ এর সঙ্গে এবং দেবের সঙ্গে এর আগেও কাজ করেছেন তিনি। জানিয়েছেন, ২০২৪ দেবের প্রযোজনার ব্যানারে আসতে চলেছে এক বিরাট ধামাকা। দুই দুর্গ রহস্যের কারণে, ঝগড়া ঝাটি ব্যোমকেশ প্রেমীদের মধ্যে। সৃজিতের ব্যোমকেশ কেন হয়ে উঠলেন না দেব? পরিচালক মুখ খুললেন...

আরও পড়ুন < ‘আমি গুলিতে নয়, লাথ-ঘুষিতে বিশ্বাসী…’, কেন একথা বললেন শ্বাশ্বত? >

সৃজিত মুখোপাধ্যায়ের কথায়, "দেবের দূর্গরহস্যের তুলনা নেই। কারণ একটাই, এর জন্য ভয়ঙ্কর সুন্দর সিনেমাটিক বিষয় রাখা দরকার। দ্বিতীয়, যেটা দরকার সেটা হল বিরাট মাপের একটা স্কেল, দেবের লার্জার দ্যান লাইফের মতোই ট্রেলারটা গ্র্যান্ড।" কিন্তু ব্যোমকেশ হিসেবে কাকে নেওয়া উচিত, এই চিত্র আগেই অঙ্কের সূত্রে বেঁধে ফেলেছিলেন তিনি। বলেন...

"আমি যখন লিখছিলাম ব্যোমকেশ, তখন একটা মুখ মাথায় বসিয়ে নিয়েছিলাম। সেটা হল অনির্বাণ। আমি অত সহজে মুখ পাল্টে ফেলতে পারি না। সেটা আমার অক্ষমতা। তাঁর সঙ্গে অন্য ছবির কোনও কাস্টিং নিয়ে কিছু থাকে না। আমি সহজে পাল্টাতে পারি না। তবে, তাই বলে দেব যে কিছু কম, সেটা মোটেই না। এই ছবিটার ট্রেলার দেখে তো আমায় ব্যাং অন বলতেই হচ্ছে। দেব ভীষণ ভাল।"

আরও পড়ুন < ‘তোমায় নিয়ে খেলা হবে..’, ফের একবার প্রলয় আসার আগেই পরিচালক রাজের মন্তব্য… >

প্রথমবার, ব্যোমকেশ হচ্ছেন দেব। একটা চাপ তো থাকেই। সৃজিতের কথায়, নিজেকে নিপাট সামলেছেন অভিনেতা। প্রতিবারের মত এবারও ভাঙতে চেষ্টা করেছেন। আর তাতে সফল হয়েছেন। অন্যদিকে, সত্যবতী? রুক্মিণীর কথায়, "সোহিনী সত্যবতী হিসেবে এমনিও জনপ্রিয়। ওকে ভালবাসার পর যদি কিছু থাকে তবে, আমায় সেই ভালবাসা দেবেন।"

tollywood Dev anirban bhattacharya Srijit Mukherji Entertainment News
Advertisment