বাইবেল কিংবা আবহমানকাল ধরে প্রচলিত প্রথা ভেঙে যিশুকে মহিলা রূপে দেখানোর চেষ্টা করছেন পরিচালক। যিশুখ্রীস্ট্র সম্পর্কে সম্যক ধ্যানধারণার একেবারে বাইরে গিয়ে নতুন পরিভাষা গড়ার চেষ্টা করেছে অনীক চৌধুরি।
বাঙালি পরিচালক অনীক চৌধুরীর আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের জায়গা করে নিয়েছিলেন। আবারও খবরের শিরোনামে আসলেন তিনি। মেলবোর্নের চলচ্চিত্র উৎসবে এবার দেখানো হবে তাঁর পরের ছবি 'ক্যাকটাস'। বাইবেল কিংবা আবহমানকাল ধরে প্রচলিত প্রথা ভেঙে যিশুকে মহিলা রূপে দেখানোর চেষ্টা করছেন পরিচালক। যিশুখ্রীস্ট্র সম্পর্কে সম্যক ধ্যানধারণার একেবারে বাইরে গিয়ে নতুন পরিভাষা গড়ার চেষ্টা করেছে অনীক চৌধুরি।
Advertisment
তবে মেলবোর্নের আগে ভিয়েনায় প্রিমিয়ার হয়েছে ক্যাকটাসের। কান চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে তাঁর ছবি। ছবিতে যিশুর চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা দে। এছাড়াও যিশুর জন্মের আগে মাদার মেরির ভূমিকায় দেখা যাবে ঐশানী দে’কে এবং যিশুর মৃত্যু পরের সময়ে মাদার মেরি রূপে রয়েছেন অনুরূপা চক্রবর্তী।
ছবির নাম ‘ক্যাকটাস’ কেন, সে প্রশ্নের উত্তরে পরিচালক ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছিলেন, “যিশুকে (জীবনকে) দেখার বিকল্প দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরতে চেয়েছি। আপনি যেভাবে দেখবেন, স্বর্গ কিংবা নরক, সেটা আপনার উপর নির্ভর করছে। যিশু এতটা কষ্ট সহ্য করেছেন, কোথাও তো পরিস্থিতিটা ওঁর জন্য নরক যন্ত্রণার মতো।”
কলকাতাতেই শুটিং হয়েছে ৯০ মিনিটের এই ছবির। দুর্গাপুজো ২০১৯-এর আগে একবার ছবিটার প্রিমিয়ার করার ইচ্ছে রয়েছে অনীক চৌধুরির।