গায়ক সিধু কেন বিয়ে করলেন না? এই প্রশ্ন সকলের মুখে মুখে ঘোরে। কিন্তু উত্তর আজ অবধি পাননি কেউই। তবে, এবার সেই উত্তর দিয়েছেন তাঁর দিদিরা।
একের পর এক হিট গান, ব্যান্ডের পরিভাষা পাল্টে দিয়েছিলেন সিধু। সেই মানুষটার জীবনেই কি প্রেম আসেনি নাকি তিনি একেবারেই এসব থেকে দূরে থাকতে ভালবাসেন। সম্প্রতি ঘরে ঘরে জি বাংলায় এসেছিলেন তাঁরা। সেখানেই গায়ককে নিয়ে নানা অজানা কথা শেয়ার করলেন তার পরিবার। সিধুকে বলতে শোনা যায়, "একা থাকার সিদ্ধান্ত নিলে কি সংসার করা হয় না?"
বিয়ের পরেই কি তবে সংসার করা সম্ভব! গায়কের কথায় তাঁর পরিবারের সকলেই নানা কথা বলেন। তাঁর দিদিরা প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন কিন্তু ভাই রাজি হলই না। বিশ্বনাথ যেই জিজ্ঞেস করলেন, ভাইয়ের বিয়ে দিতে পারলেন না? প্রকাশ্যে, তাঁর দিদিরা বললেন...
"আসলে দাদা এমন মানুষই না। বাঁধা ধরা কিছুই পছন্দ করে না। ও সবসময় নিজের মতো। নিজের মতো করে বাঁচতে চায়। নিজের স্বাধীনতার দিকটাই দেখে। ওর সংসার যতই না হোক কিন্তু ও খুব গোছানো। খুব ভাল মনের মানুষ ও। সেই জন্যই তো ওকে আমরা এত ভালবাসি।"
উল্লেখ্য, সিধুর বোনেরা এমনও জানান, যে তারা ভাইয়ের বিয়ের জন্য শাড়ি পর্যন্ত কিনে ফেলেছিলেন। কিন্তু ভাই বিয়ে করলই না। রাজিই হল না। সেকারণেই তো আনন্দ করা হল না।