Hina Khan: ক্যানসার আক্রান্ত হিনার জন্য বিশেষ কাজ, মন জিতলেন প্রেমিক রকি?

Hina Khan-Cancer: এখন তো হাসপাতাল তাঁর দ্বিতীয় বাড়ি। নিজেকে সুস্থ রাখতে, ট্রিটমেন্ট নিতে মাঝেমধ্যেই তাঁকে সেখানে যেতেই হয়। গতকাল যখন সারা বিশ্ব প্রেমে মশগুল, তখন বিছানায় শুয়ে হিনা কী করছিলেন?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
hina khan-cancer bollywood news

Hina Khan: কী বলছেন হিনা তাঁর প্রেমিককে নিয়ে? Photograph: (Instagram)

Hina Khan-Cancer: এত বড় রোগ হওয়ার পরেও মানুষ কীভাবে পজিটিভ থাকেন, তাঁর বিরাট উদাহরণ হলেন হিনা খান। অভিনেত্রী শেষ কিছু মাসে যা কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন, তাতে এত কষ্টের মাঝেও পাশে পেয়েছেন তাঁর কাছের মানুষদের। মা এবং পরিবার তো বটেই, কাছের মানুষটি যাকে মন দিয়েছিলেন তিনি, রকি তাকেও দেখা গিয়েছিল হিনাকে সঙ্গ দিতে। 

Advertisment

তাহলে গতকাল যখন সারা বিশ্ব প্রেমে মশগুল, তখন বিছানায় শুয়ে হিনা কী করছিলেন? এখন তো হাসপাতাল তাঁর দ্বিতীয় বাড়ি। নিজেকে সুস্থ রাখতে, ট্রিটমেন্ট নিতে মাঝেমধ্যেই তাঁকে সেখানে যেতেই হয়। নানা শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। বেশ কিছু বিষয়, সকলের সামনে এনেছেন, আবার কিছু আড়াল রেখেছেন।

কিন্তু, ভালবাসার দিন বিশেষ কিছু হয়েছে তাঁর সঙ্গে। কাছের মানুষটি তাঁকে সারপ্রাইজ দিয়েছেন। রকি, তাঁর একসময় প্রিয় বন্ধু ছিলেন। আর তারপর বিগ বসের ঘরে হিনা যখন নিজের খেলা জারি রেখেছেন, তখনই রকি তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছেন। এবং সেই প্রস্তাবে না করতে পারেননি হিনা। বিগ বসের সাফল্য যখন উপভোগ করছেন তখনই, তাঁর এহেন ভয়ঙ্কর রোগ দেখা দিল। কিন্তু, ভালবাসা এবং যত্ন যে সবকিছু ঠিক করতে পারে, সেটা হিনার পোস্ট দেখলেই বোঝা যাচ্ছে। 

Advertisment

বিছানায় শুয়ে একটা ফুলের তোড়া জাপটে ধরে আছেন হিনা। মুখে মলীন হাসি। তিনি লিখছেন, "এভাবেই আমার দিন শুরু হলো। ভ্যালেন্টাইনস ডে তার জন্মদিনও কিন্তু সেআমাকে অবাক করতে ব্যর্থ হন না। ভালবাসার জন্য সংরক্ষিত এই বিশেষ দিনে আমাকে বিশেষ অনুভব করানোর জন্য সর্বদা চেষ্টা করে। ও প্রায়ই বলে, প্রতিদিনই তোমার সাথে ভ্যালেন্টাইন্স ডে..আর এটা তো আমার জীবনের উষ্ণতার অনুভূতি..আমাকে আগলে রাখার জন্য ধন্যবাদ। অনেক ভালবাসি।" 

উল্লেখ্য, চিকিৎসা তিনি ভারতেই করিয়েছেন, শুধু তাই নয়। এত পজিটিভ মানুষ আগে দেখা যায় নি। যেমন শুটিং করছেন তিনি। তেমন র‍্যামপে হেঁটে বেড়াচ্ছেন তিনি। ফলে, হিনা যে নিদারুণ ভাইব ক্রিয়েট করেছেন, সেকথা পরিস্কার।  

bollywood hina khan bollywood actress