/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/aishwarya-rai-759-lead.jpg)
কানের রেড কার্পেটে ঐশ্বর্য রাই বচ্চন।
কান চলচ্চিত্র উৎসবের অন্যতম চর্চিত মুখ তিনি, কখনও বেগুনি রঙের লিপস্টিকে নজর কেড়েছেন, কখনও আবার চ্যালেঞ্জিং পোশাকে মন ছুঁয়েছেন। শনিবার কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট মাতালেন বলি ডিভা ঐশ্বর্য রাই বচ্চন। প্রতিবারের মতো এবারও তাঁর গ্র্যান্ড অ্যাপিয়ারেন্স মুগ্ধ করল তামাম বিশ্বকে। প্রজাপতির পাখনার মতো পোষাকে ক্যামেরাবন্দি হলেন তিনি। মাইকেল শিনকোর ডিজাইন করা আল্ট্রা ভয়োলেট এবং ব্লু গাউনের সঙ্গে সঙ্গে আস্থা শর্মার জুয়েলারিতে এদিন সকলের নজর কাড়লেন এই বলিউড সুন্দরী।
@aishwaryaraibachchan_arb @michael5inco @degrisogono @lorealindia @lorealmakeup ????????????
A post shared by Aastha Sharma (@aasthasharma) on
তবে এবার তিনি একা নন, সঙ্গে দেখা মিলল তাঁর কন্যা আরাধ্যারও। লাল একটি গাউনে মা-কে সঙ্গ দিল সে-ও। ছবিটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঐশ্বর্য রাই বচ্চন।
@aishwaryaraibachchan_arb @giorgioarmani @racinecarreeshoes @jimmychoo @lorealindia @lorealmakeup
A post shared by Aastha Sharma (@aasthasharma) on
এখানেই থেমে থাকেননি বলিউড সুন্দরী। কানের রেড কার্পেটে রাখলেন আরও চমক। এদিন রাতে তাঁকে দেখা গেল একেবারে অন্য লুকে। সকালের গাউন ছেড়ে তখন তিনি ফর্মালে। আর্মানির প্যান্টস্যুটের সঙ্গে Racine Carrée-র গ্ল্যাডিয়েটর হিল আর মানানসই মেকআপে পোজ দিলেন নায়িকা।
গত বছর সিন্ডারেলার পোশাকে দেখা মিলেছিল বিশ্বসুন্দরীর। চোখধাঁধানো রূপে সেবারও সকলের মন ছুঁয়েছিলেন তিনি।