আজ থেকে শুরু হল ৭১ তম কান চলচ্চিত্র উৎসব। এ বছর প্রতিযোগিতা বিভাগে এশিয়ার মোট ৯টি চলচ্চিত্র স্থান পেয়েছে। তার মধ্যে রয়েছে বাঙালি পরিচালক কৌশিক গাঙ্গুলির বাংলা ছবি নগরকীর্তনের নামও। শব্দ, বিসর্জনের মতো একাধিক ছবির পর জাতীয় পুরস্কারের দরবারে পৌঁছে গিয়েছিল এই ছবিটিও। এবার এ ছবি দেখা যাবে কানেও।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেশ কয়েকটি বেশ কয়েকটি বিভাগে সম্মানিত হয়েছে কৌশিক গাঙ্গুলির নগরকীর্তন। এ ছবির জন্যই সেরা অভিনেতার পুরস্কার এসেছে ঋদ্ধি সেনের ঝুলিতে। নগরকীর্তনের বরাতে জুটেছে বিশেষ জুরি পুরস্কারও। এছাড়াও এ ছবির জন্যে সেরা পোশাক পরিকল্পনার পুরস্কার পেয়েছেন গৌতম মণ্ডল এবং সেরা মেকআপ শিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন রাজ রজক।
রূপান্তরকামীর প্রেমের কাহিনি নির্ভর এ ছবিতে ঋদ্ধি ছাড়াও আর এক প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী।
বাংলা তথা দেশের মন জয় করার পর এবার ঐতিহ্যমণ্ডিত কান চলচ্চিত্রোৎসবে পাড়ি দিল নগরকীর্তন।
এরই মাঝে সদ্য মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবি দৃষ্টিকোণ। বাঙালির অন্যতম পছন্দের জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণার সঙ্গে চুর্ণী গঙ্গোপাধ্যায়ের অভিনয় ইতিমধ্যেই দর্শক মনোরঞ্জনে অনেকটাই সফল। বক্স অফিস কালেকশনও সে কথাই বলছে।
এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী স্মৃতি ইরানি। আন্তর্জাতিক বাজারে ভারতীয় ছবির পরিবেশন ও প্রদর্শনের ব্যাপারে বিশেষ লক্ষ্য থাকবে এই প্রতিনিধি দলের।
৭১তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এবারও দেখা মিলবে বলিউড সুন্দরীদের। সেই তালিকায় থাকছেন ঐশ্বর্য রাই বচ্চন, সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রানাওয়াত, হুমা কুরেশি সহ আরও অনেকে।
হলিউডের নামী তারকাদের অনেককেই দেখা যাচ্ছে কানের আনাচে কানাচে। এবারের উৎসব শুরু হবে আসগর ফারহাদির ছবি এভরিবডি নোজ প্রদর্শনের মাধ্যমে।
যেসব ভারতীয় ছবি এবারের উৎসবে দেখানো হবে, তার মধ্যে রয়েছে নন্দিতা দাস পরিচালিত মান্টো, অনীক চৌধুরী পরিচালিত হোয়াইট, রিমা দাসের অসমিয়া ছবি ভিলেজ রকস্টার। দেখানো হবে মালয়ালাম ছবি ভয়ানকম। এ ছাড়াও এ উৎসবে প্রদর্শিত হবে জাসারি ভাষায় নির্মিত লাক্ষাদ্বীপের ছবি সিঞ্জর।