Advertisment
Presenting Partner
Desktop GIF

ছেলের জীবনী পর্দায় দেখে সন্তুষ্ট ক্যাপ্টেন বাত্রার বাবা-মা! 'শের শাহে'র প্রশংসায় পরিবার

Sher Shah: ‘ডিম্পল চিমা এখনও ফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন। বছরে দুই বার বিক্রমের মা এবং বাবার জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানান।‘

author-image
IE Bangla Web Desk
New Update
Sher Shah, Vikram Batra, Biopic

Sher Shah: পর্দায় শের শাহের রূপায়ণ নিয়ে সন্তোষ প্রকাশ করেলন শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার বাবা। রবিবার সর্বভারতীয় দৈনিককে এক সাক্ষাৎকার দিয়েছেন গিরিধর লাল। তিনি বলেছেন, ‘আমি এবং আমার স্ত্রী কমল কান্ত বাত্রা, দু’জনেই শের শাহ দেখে সন্তুষ্ট।‘ ছেলের বায়োপিকে নাম ভুমিকায় সিদ্ধার্থ মালহোত্রা এবং ডিম্পল চিমার চরিত্রে কিয়ারা আদবানির প্রশংসা করেছন শহিদ ক্যাপ্টেনের বাবা-মা।

Advertisment

তবে শুধু বিক্রম বাত্রার পরিবার নয়, এই ছবির প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া থেকে সিনে সমালোচকরা। প্রত্যেকের মতোই সুনিপুণ ভাবে এই ছবি তৈরির জন্য পরিচালক বিষ্ণু বর্ধনের প্রশংসায় পঞ্চমুখ গিরিধর লাল। তিনি বলেন, ‘বেশ যত্ন এবং সময় নিয়ে এই ছবি বানানো হয়েছে। সিদ্ধার্থ-কিয়ারা দু’জনেই দুর্দান্ত কাজ করেছেন। ছবির শুরুতে সিদ্ধার্থের প্রবেশের দৃশ্য বেশ ভালো। ভালো ভাবে ছবি পরিচালনা করেছেন বিষ্ণু বর্ধন।‘   

ছেলের চরিত্র এবং তাঁর প্রেমিকা ডিম্পল চিমার চরিত্রে কাদের নেওয়া হবে? এই বিষয় ছবির প্রযোজনা সংস্থা বাত্রা পরিবারের সঙ্গে কোনও আলোচনা করেছে? এই প্রশ্নের জবাবে গিরিধর লাল বলেন, ‘অনেক নাম সামনে এসেছিল। কিন্তু সিদ্ধার্থ-কিয়ারাকে চূড়ান্ত করা হয়েছে। পাঞ্জাবি ক্ষত্রীর চরিত্রে সিদ্ধার্থ আর ডিম্পলের চরিত্রে কিয়ারাকে ভালো মানিয়েছে। চূড়ান্ত কাস্টিং নিয়ে প্রযোজনা সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল।‘

ছেলের জিবনী নিয়ে ছবি তৈরি প্রসঙ্গে প্রথমে একটু দোনামনায় ছিলেন বাত্রা পরিবার। তিনি বলেন, ‘হ্যাঁ আমাদের মধ্যে বিভ্রান্তি ছিল। জেপি দত্ত যখন এলওসি: কার্গিল বানাচ্ছিলেন, আমরা তাঁকে অনুরোধ করেছিলাম এমন কিছু না দেখাতে যাতে নেতিবাচক প্রভাব পড়ে। তাই এবার যুক্তি দিয়েই সবকিছু বানানোর পক্ষে ছিলাম।‘ বাত্রা পরিবার জানিয়েছেন, ‘ডিম্পল চিমা এখনও ফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন। বছরে দুই বার বিক্রমের মা এবং বাবার জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানান।‘   

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Kiara Advani Siddharth Malhotra Kargil War Captain Vikram Batra Bipoic
Advertisment