Advertisment
Presenting Partner
Desktop GIF

দিনের পর দিন জিনাত আমানের ঘর থেকে উধাও হত এক মূল্যবান জিনিস! কে লোপাট করতেন জানেন?

কে করতেন এই চূড়ান্ত কাজ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
zeenat aman, zeenat aman bollywood, zeenat aman house, zeenat aman actress, জিনাত আমান, bollywood, bolly news, entertainment news, latest entertainment update, latest entertainment news

জিনাত আমান

তারকাদের বাড়ি থেকে জিনিসপত্র চুরি হওয়ার গল্প অনেকের জানা, তবে একজন তারকার উপস্থিতিতে কিছু লোপাট হয়ে যাচ্ছে! একথা যেন ভাবনাতীত। এমন কিছুই ঘটেছিল জিনাত আমানের বাড়িতে.. কী হয়েছিল সেদিন?

Advertisment

তখন সদ্য মা হয়েছেন জিনাত। ছেলে একেবারেই ছোট। তারকাদের অনেকেই তাঁকে দেখতে গিয়েছেন। তারই মধ্যে একজন হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অর্চনা পূরণ সিং। তিনিই নাকি এই কান্ড ঘটিয়েছিলেন। সেকথা সকলের সামনে প্রকাশ্যে এনেছেন কপিল শর্মা। তাঁর শোয়ে যেই মুহুর্তে জিনাত এলেন, তখনই কপিল জিজ্ঞেস করে বসেন অর্চনা নাকি আপনার বাড়ি থেকে কাজু চুরি করতেন?

শুনে বেজায় তাজ্জব তিনি। এমনিতেও অর্চনা কপিলের কথায় হাসতেই থাকেন। তবে, এবার তিনি সত্যটা সামনে আনলেন। তিনিই আসল কথা জানালেন। বললেন, "জিনাত তোমার মনে আছে কিনা জানা নেই, তবে তোমার ছেলে যখন জন্মায় আমি তাঁকে দেখতে গিয়েছিলাম। আর তোমার বাড়িতে অনেক দেরি করে সকালে ব্রেকফাস্ট হত। আমি সত্যি বলতে গেলে খিদে খুব একটা সহ্য করতে পারতাম না।"

জিনাতের বাড়িতে ভর্তি থাকত কাজু, ড্রায়ফ্রুট। খিদে নিবারণ করতে না পেরেই তিনি সেই কাজুর ডাব্বা খুলে মুঠো মুঠো খেতেন। একদিকে যেমন চলত আড্ডা তেমনই কাজু খাওয়াও ছিল অর্চনার রোজের কাজ। এইকথা শুনে একটুও অবাক নন কপিল। বলে বসলেন, আপনার থেকে আর কি আশা করা যায়। আমাদের শোয়ের কাজুও তো আপনি এভাবে খেয়ে খেয়েই শেষ করেছেন।

বলিউডের কমিক থেকে সিরিয়াস চরিত্র, এমনকি তামিল তেলেগু ছবিতেও তিনি কাজ করেছেন। তবে, এখন তাঁর পাকা ঠিকানা কপিলের শো। বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

bollywood Entertainment News
Advertisment