"সুশান্তের মৃত্যু খুন না আত্মহত্যা, এবার অন্তত সিবিআই বলুক!"

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

author-image
IE Bangla Web Desk
New Update
Sushant

পাঁচ মাস হয়ে গেল, এবার তো সিবিআই বলুক, সুশান্ত সিং রাজপুত খুন হয়েছিলেন না আত্মহত্যা করেছিলেন! রবিবার এই ভাষাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তাঁর দাবি, এতদিন হয়ে গেল এবার অন্তত তাঁদের তদন্ত নিয়ে মুখ খুলুক সিবিআই।

Advertisment

এদিন নাগপুরে একটি সাংবাদিক সম্মেলন করে দেশমুখ বলেন, "পাঁচ মাসের বেশি সময় হয়ে গেল। সিবিআই সুশান্তের মৃত্যু তদন্তে এখনও কিছুই জানায়নি। আমি সিবিআইকে আবেদন করব, এবার অন্তত তারা জানাক সুশান্ত খুন হয়েছেন না আত্মহত্যা করেছেন।" প্রসঙ্গত, গত ১৪ জুন মুম্বই পুলিশ অভিনেতার মৃত্যুর পর প্রাথমিক তদন্ত করেছিল। সেই তদন্তে আত্মহত্যার কথাই রিপোর্টে উল্লেখ করে পুলিশ। কিন্তু গত আগস্টে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই।

আরও পড়ুন সুশান্তের মৃত্যুতদন্তে CBI-এর ভূমিকা কী? জানতে চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

দেশমুখের দাবি, সাধারণ মানুষ তাঁর কাছে জানতে চাইছেন সিবিআই তদন্তে কী বের হল? তাঁর কথায়, "মহারাষ্ট্রের মানুষ অধীর আগ্রহে সিবিআইয়ের রিপোর্টের আশায় রয়েছেন। মানুষ আমার কাছে তদন্ত নিয়ে জানতে চাইছে। এবার সিবিআই অন্তত তাঁদের তদন্ত নিয়ে মুখ খুলুক।"

Advertisment

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sushant Singh Rajput Anil Deshmukh cbi