Advertisment
Presenting Partner
Desktop GIF

অতিমারীতে বন্ধ CBSE পরীক্ষা, পড়ুয়াদের উদ্দেশে অনুপম রায়ের বার্তা, 'বাাড়িয়ে দাও তোমার হাত'

এই অতিমারী পরিস্থিতিতে পড়ুয়াদের মনের জোর বাড়াতে অনুপমের দশ বছর আগেকার সেই গানই যেন মহাপ্রাসঙ্গিক হয়ে উঠল।

author-image
IE Bangla Web Desk
New Update
anupam

অতিমারীর জেরে অর্থনৈতিক কাঠামোর পাশাপাশি দেশের শিক্ষাঙ্গনও বেজায় প্রভাবিত। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন বাবা-মায়েরা। স্কুল-কলেজের দরজা এখনও খোলেনি। অনলাইন ক্লাস-ই সই! বেজায় বিপাকে পড়েছেন সেসব পড়ুয়ারা, যাঁদের চলতি শিক্ষাবর্ষে বোর্ড পরীক্ষায় বসার কথা ছিল। করোনার (Covid-19) জেরে বারবার বাতিল হয়েছে দশম শ্রেণীর পরীক্ষা। উপরন্তু বুধবারই CBSE তরফে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের এতদিনের অক্লান্ত প্রস্তুতি-পরিশ্রম সব বিফলে! অতঃপর অনেকেই শিক্ষাব্যবস্থার এমন অচলায়তন পরিস্থিতিতে হতাশ হয়ে পড়েছেন। সেসব পড়ুয়াদের হয়েই অনুপম রায় (Anupam Roy) আরও একবার ডাক দিলেন 'চলো পাল্টাই'। এমন পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের একে-অপরের প্রতি হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক।

Advertisment

অনুপম রায়ের ইনস্টাগ্রাম পোস্টে সেই পুরনো সুর- "বাড়িয়ে দাও তোমার হাত…"। তাঁর বার্তা, "যেসব ছাত্রছাত্রীরা এই কোভিড পরিস্থিতির মধ্যে বোর্ড কিংবা প্রবেশিকা পরীক্ষার জন্য তৈরি হচ্ছ আর তা হয় পিছিয়ে যাচ্ছে কিংবা বাতিল হচ্ছে তাদেরকে বলতে চাই ভেঙে পড়ো না। সময়টা ভীষণ কঠিন। বাড়িয়ে দাও তোমার হাত। একে অন্যের পাশে থাকি।"

২০১১ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'চলো পাল্টাই' (Chalo Paltai) পড়ুয়াদের মনে বেজায় প্রভাব ফেলেছিল। শুধু ছাত্রছাত্রীই নয়, বর্তমান শিক্ষাব্যবস্থা এবং তাঁর মাঝে ইঁদুর-দৌড়ে পরে পড়ুয়াদের জীবন যেভাবে প্রভাবিত হয়, তা এক অন্য আলোকে তুলে ধরেছিল মা-বাবাদের কাছে। সেই ছবিতেই অনুপম রায়ের কণ্ঠে শোনা গিয়েছিল সেই জনপ্রিয় গান- 'বাড়িয়ে দাও তোমার হাত'। এই অতিমারী পরিস্থিতিতে পড়ুয়াদের মনের জোর বাড়াতে অনুপমের দশ বছর আগেকার সেই গানই যেন মহাপ্রাসঙ্গিক হয়ে উঠল।

CBSE tollywood ANUPAM ROY COVID-19
Advertisment