টলিপাড়ায় shooting বন্ধে ‘বেনামী’ নিদান! Covid সামলে ফের বিশ বাঁও জলে মেগার কাজ

‘এটা সকলের সম্মিলিতভাবে গৃহীত সিদ্ধান্ত। সবাইকে অনুরোধ, এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।‘

‘এটা সকলের সম্মিলিতভাবে গৃহীত সিদ্ধান্ত। সবাইকে অনুরোধ, এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।‘

author-image
IE Bangla Web Desk
New Update
serial, tollywood, serial, tollywoo shootingd

ফের কাল থেকেই ফ্লোরে ফিরছে স্টুডিও পাড়া।

এ যেন শেষ হয়েও, হচ্ছে না শেষ। টলিপাড়ায় ধারাবাহিকের শুটিং নিয়ে একটার পর একটা বিতর্কে থমকে মেগা সিরিয়ালের কাজ। শনিবার স্টুডিওপাড়ায় বেনামী একটা বিজ্ঞপ্তি পড়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা, ‘ডব্লিউএটিপি (মেগাসিরিয়ালের প্রডিউসার ইউনিয়ন) যতদিন না পর্যন্ত ফেডারেশন এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করছে, ততদিন পর্যন্ত আমরা কোনও নতুন কাজ (মেগা সিরিয়াল) শ্যুটিং এবং সেটের কোনও রকম কাজ করব না।'  

Advertisment

সেই বিজ্ঞপ্তিতে আরও দাবি, ‘এটা সকলের সম্মিলিতভাবে গৃহীত সিদ্ধান্ত। সবাইকে অনুরোধ, এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।‘ তবে কোন সংগঠনের তরফে এই হুলিয়া এখনও স্পষ্ট হয়নি। ফেডারেশন কিংবা গিল্ডের সদস্য কারও থেকে স্পষ্ট কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে শুটিং নিয়ে একটা জটিলতা অবশ্য তৈরি হয়েছিল, কিন্তু সেই জটিলতা কাটাতে মুখ্যমন্ত্রীর তরফে রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় মধ্যস্থতা করেছিলেন।

তাই পরিচালক-বিধায়ক রাজকে ইতিমধ্যেই জানানো হয়েছে গোটা বিষয়। তবে স্টুডিওপাড়া সূত্রে খবর, গোটা এই জটিলতা তৈরির নেপথ্যে ক্ষমতা দখলের লড়াই। ক্ষমতা জাহিরের খেলায় জীবন্ত থাকতে বেনামে এই বিজ্ঞপ্তি ছাপিয়ে দিয়েছে। ঠিক কাদের সমস্যার জের এই পোস্টার রবিবার দুপুর পর্যন্ত স্পষ্ট নয়। এটা পরিষ্কার হয়েছে, অভিনেতা-প্রযোজক-পরিচালকে কেউই এই ঘটনার সঙ্গে জড়িত নয়।

কলাকুশলীদের একটা অংশের অভিযোগ, ‘এর আগে দু'তিন জন প্রযোজক টানা ছ'মাস অভিনেতা-কলাকুশলীদের বকেয়া পাওনা না মিটিয়ে সর্বনাশ করেছেন টেলিপাড়ার। তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। অথচ, এত দিন পরে শ্যুট চালু হলে আচমকা নতুন ধারাবাহিকের উপর অকারণ কোপ!’ টেলি অভিনেতা-সহ কলাকুশলীদের আক্ষেপ, ‘পরপর দুটি করোনা ঢেউ, লকডাউন পেরিয়ে যখন ইন্ডাস্ট্রি একটু ঘুরে দাঁড়াতে চাইছে, তখন পিছন থেকে কোনও ছায়ামূর্তি টেনে ধরতে চাইছে। আর উপার্জনের অভাবে ক্রমশ অবসাদে ডুবছেন অভিনেতা-সহ কলাকুশলীরা।‘

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Tollywood Shooting Producers Guild