Advertisment

সন্তানদের খেলায় উৎসাহ দিচ্ছেন বলিউডি বাবারা

এই দলে রয়েছেন শাহরুখ খান থেকে অক্ষয় কুমার সহ বাকি সেলেব বাবারাও। সকলেই নিজের ছেলেমেয়েকে খেলার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য প্রতিনিয়ত উৎসাহ দিয়ে চলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বছর শুরুতে অভিনেতা আমির খান প্রতিজ্ঞা করেছিলেন, এ বছর তিনি সন্তানদের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। সোশাল মিডিয়ার মাধ্যমে সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে দেখা গেল মিস্টার পারফেকশনিস্টকে। সম্প্রতি ছেলে আজাদের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে সাইড লাইন থেকে ছেলেকে উৎসাহ জোগানোর জন্য স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে গলা ফাটালেন অভিনেতা।

Advertisment

আমির খান একা নন, এই দলে রয়েছেন শাহরুখ খান থেকে অক্ষয় কুমার সহ বাকি সেলেব বাবারাও। সকলেই নিজের ছেলেমেয়েকে খেলার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য প্রতিনিয়ত উৎসাহ দিয়ে চলেছেন।

শাহরুখ খান

কিছুদিন আগে শাহরুখ খান নিজের ছোট ছেলেকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন, ছেলে আব্রাম একটি ক্রীড়া ইভেন্টের কোন শংসাপত্র ধরে রেখেছেন, ছেলের সঙ্গে সেই পত্রে মনোযোগ রয়েছে কিং খানের। ছবি পোস্টের সঙ্গে তিনি লিখেছেন, "জয় হল অর্ধেক অংশ, বাকি অর্ধেক মজা করা ...কিন্তু পুরোটাই জুড়ে রয়েছে খেলা।"

View this post on Instagram

“Winning is only half of it..having fun the other half...Playing is All of it!!” The Playboys’ mantra

A post shared by Shah Rukh Khan (@iamsrk) on

View this post on Instagram

“Winning is only half of it..having fun the other half...Playing is All of it!!” The Playboys’ mantra

A post shared by Shah Rukh Khan (@iamsrk) on

অক্ষয় কুমার

অক্ষয় কুমারের মতো তাঁর ছেলে আরভও মার্শাল আর্টে নিজেকে খুঁজে নিয়েছে। ২০১৬ সালে, জাপানের মার্শাল আর্ট কুডোতে জিতে প্রথম 'ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ান' হয় সে। অভিনেতা সোশাল সাইটে জানিয়েছিলেন, এদিনটা ছিল শুধুমাত্র ছেলের, ৯ বছর লাগাতার প্রশিক্ষণ নেওয়া ও অনুশীলনের পর প্রথম কুডোতে ব্ল্যাক বেল্ট পায় আরভ।

সইফ আলি খান

২০১৮ সালের ডিসেম্বরে দিল্লির একটি অনুষ্ঠানে কারিনা কাপুর প্রকাশ করেছিলেন যে তাঁর ছেলে তৈমুরকে ইতিমধ্যে তার বাবা ক্রিকেট খেলা শেখাচ্ছেন। তবে এতেই থেমে নেই, তৈমুর সহ প্রথম পক্ষের ছেলেমেয়ে সারা এবং ইব্রাহিমের সঙ্গেও নিয়ম করে টেনিস খেলায় মেতে থাকেন পতৌদি পুত্র।

publive-image

View this post on Instagram

Babies????????

A post shared by ???????????????????????????? ???????????????????????? ???????????????? FC ۵ (@kareenakapoorteam) on

হৃতিক রোশন

দুই ছেলের সঙ্গে সময় কাটান হৃতিক রোশন, এ খবর অবশ্য নতুন নয়। সেলেব বাবা হিসাবে সন্তানদের সময় দেওয়ার প্রসঙ্গে বার বার উঠে এসেছে হৃতিকের নাম। বেশ কিছু সময় সঙ্গ দিতে দেখা যায় প্রাক্তন স্ত্রী সুজান খানকে। সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা, যেখানে দেখা যাচ্ছে ঘুরতে গিয়ে আদিবাসী এক শিশুর কাছ থেকে হৃদান এবং হৃহান দুজনেই তির ধনুক চালানো শিখছে, এবং তাদের উৎসাহ দিচ্ছেন হিরো।

Read the full story in English

aamir khan bollywood sharukh khan Akshay Kumar
Advertisment