Gordon Ramsay: ভাল নেই সেলিব্রিটি শেফ? শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ...

Celebrity chef Gordon Ramsay- রামসের পোস্ট প্রকাশ্যে আসতেই অসংখ্য ভক্ত সমর্থন ও শুভকামনা জানিয়েছেন। টিভি বিচারক রবার্ট রিন্ডার হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

Celebrity chef Gordon Ramsay- রামসের পোস্ট প্রকাশ্যে আসতেই অসংখ্য ভক্ত সমর্থন ও শুভকামনা জানিয়েছেন। টিভি বিচারক রবার্ট রিন্ডার হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Gordon

কী হয়েছে তাঁর?


শনিবার ৫৮ বছর বয়সী সেলব্রিটি শেফ গর্দন রামসে ইনস্টাগ্রামে এক ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। কানের ঠিক নিচে সেলাই করা একটি স্থানের ছবি শেয়ার করেন তিনি। তিনি নাকি স্কিন ক্যানসারে আক্রান্ত। সেইসঙ্গে ভক্তদের উদ্দেশে সূর্যালোক থেকে ত্বক রক্ষা ও সানস্ক্রিন ব্যবহারের গুরুত্বের কথাও মনে করিয়ে দেন।

Advertisment

রামসে লিখেছেন- “স্কিন অ্যাসোসিয়েটসের অসাধারণ দল এবং দ্রুত প্রতিক্রিয়াশীল কাজের মাধ্যমে আমার বেসাল সেল কার্সিনোমা অপসারণ করায় আমি কৃতজ্ঞ। দয়া করে এই সপ্তাহান্তে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এটি কোনো ফেসলিফ্ট নয়! তাই আমার অর্থ ফেরত চাই।”

বেসাল সেল কার্সিনোমা কী?

জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্যানুসারে, বেসাল সেল কার্সিনোমা (BCC) হলো মানুষের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন একটি ক্যান্সার। এটি মূলত সূর্যের রশ্মির কারণে ত্বকে দেখা দেয়। সাধারণত ধীরে ধীরে বাড়তে থাকে এবং ছড়িয়ে পড়ার ঝুঁকি খুবই কম।

ভক্ত ও পরিবারের প্রতিক্রিয়া

Advertisment

রামসের পোস্ট প্রকাশ্যে আসতেই অসংখ্য ভক্ত সমর্থন ও শুভকামনা জানিয়েছেন। টিভি বিচারক রবার্ট রিন্ডার হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। আর রামসের মেয়ে হলি মন্তব্য করেন- “তোমাকে ভালোবাসি বাবা।”

ক্যান্সার রিসার্চ ইউকে-ও মন্তব্য করে লিখেছে- “গর্ডন, আপনি ভালো আছেন জেনে খুশি হলাম। রোদে নিরাপদ থাকার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। মনে রাখবেন, ছায়ায় থাকুন, শরীর ঢেকে রাখুন এবং নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন।”

এর আগে দুর্ঘটনার পর স্বাস্থ্য আপডেট

এরও আগে, এক বছরের বেশি সময় আগে একটি বাইক দুর্ঘটনার কারণে রামসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২৪ সালের জুনে তিনি জানান- "আমি ভালো আছি, কোনো হাড় ভাঙেনি বা বড় আঘাত লাগেনি, তবে দেখতে বেগুনি আলুর মতো ক্ষতবিক্ষত হয়েছিলাম।" গত ডিসেম্বরে তিনি আরও একটি আপডেট শেয়ার করেছিলেন যেখানে দেখা গিয়েছিল, তার ক্ষত প্রায় সম্পূর্ণ সেরে গেছে।

Entertainment News Entertainment News Today