/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/ruma-feature-1.jpg)
রুমা গুহ ঠাকুরতাকে শ্রদ্ধা শিল্পীদের
সকালবেলাটাই শুরু হয়েছে মন খারাপ করা খবরে। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী রুমা গুহ ঠাকুরতা। ৩৮ বালিগঞ্জ প্লেসে ভোর ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিরতরে স্তব্ধ হয়ে 'বিস্তীর্ণ ওপারে'র কণ্ঠস্বর। তাঁর প্রয়াণে সমস্ত সংস্কৃতি মহলে শোকের ছায়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করার পর উপস্থিত হন শিল্পীর বাড়িতে। সেখান থেকেই তিনি ঘোষণা করেন সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।
এদিন সকালে খবরটা কানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই শিল্পীর প্রতি শোকজ্ঞাপন করেন প্রথম সারির অভিনেতারা। শ্রদ্ধা জানান প্রয়াত তাঁকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টুইট করে লিখেছেন, "গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখী।"
"গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখী।"
বাংলা সংস্কৃতিজগতে একটি অধ্যায় শেষ হলো। আজ ভোররাতে রুমা গুহঠাকুরতা আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) June 3, 2019
Saddened by the news of eminent actress Ruma Guha Thakurta's demise. My most sincere condolences. May she rest in peace.#RestInPeace#RumaGuhaThakurtapic.twitter.com/Z4JshNf26P
— Rituparna Official (@RituparnaSpeaks) June 3, 2019
কখনো বিনি সরস্বতী র মা কখনো আবার ফুলেশ্বরী কখনো পলাতক.. ক্যালকাটা ইউথ কয়্যার থেকে শহরের রাস্তায়.. সত্যজিৎ রায়ের ছবি থেকে কিশোর কুমারের ঘরণী.. এক জীবন.. নানা মুখ.. নানা ভূমিকায়..
প্রয়াত রুমা গুহঠাকুরতা কে জানাই সশ্রদ্ধ প্রণাম.. RIP
অমিতদাকে আমার গভীর সমবেদনা pic.twitter.com/lgvvkg2ytq— Babul Supriyo (@SuPriyoBabul) June 3, 2019
রুমা গুহ ঠাকুরতার প্রয়া এক যুগের অবসান। বহু কালজয়ী ছবিতে অভিনয় করেছেন তিনি। গান গেয়েছেন অনেক জনপ্রিয় ছবিতে।